উপযোগ কাকে বলে
| | |

উপযোগ কাকে বলে? মোট, গড়, প্রান্তিক উপযোগ কাকে বলে

উপযোগ কাকে বলে? মোট উপযোগ কাকে বলে গড় উপযোগ কাকে বলে এবং প্রান্তিক উপযোগ কাকে বলে? সেই সকল বিষয় নিয়ে এই আর্টিকেলে আলোচনা করা হবে আজকের এই আর্টিকেলের অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য উপযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

উপযোগ কাকে বলে

উপযোগ বলতে বোঝায় অভাব পূরণের ক্ষমতা। যখন কোন বস্তুর অভাব পূরণ করতে সক্ষম হবে তখন তার ক্ষমতাকেই উপযোগ বলা হবে। অর্থনীতিতে উপযোগ কাকে বলে, মোট উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগ কাকে বলে গড় উপযোগ কাকে বলে এবং উপযোগের শ্রেণীবিভাগ গুলো কি কি সেই সকল বিষয় নিয়ে চলুন আমরা দেখে আসি।

উপযোগ কাকে বলে

অনেকেই জিজ্ঞাসা করেন যে উপযোগ কাকে বলে উপযোগ বলতে বোঝায় কোন কিছুর অভাব পূরণের ক্ষমতা। উপযোগ বলতে বোঝায় তৃপ্তি কিংবা সন্তুষ্টি পাওয়া উপযোগ কে ইংরেজিতে বলা হয় utility। আমরা প্রতিদিন নানান জিনিস ব্যবহার করি বিভিন্ন জিনিস গ্রহণ করে থাকি এগুলো আমাদের তৃপ্তি দেয় এই তৃপ্তি কেই বলা হয় উপযোগ।

উপযোগ কাকে বলে

সাধারণ ভাষায় বলি যেমন মনে করুন আপনি ক্ষুধার্ত রয়েছেন এই অবস্থাতে আপনার খাবার প্রয়োজন খাবার গ্রহণ করার মাধ্যমে আপনি তৃপ্তি কিংবা সন্তুষ্টি লাভ করতে পারেন অতএব খাবারের ক্ষমতাকেই বলা হবে উপযোগ।

আরো পড়ুন :চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?? সকল প্রকারভেদ ও সূত্র

অভাব পূরণের ক্ষমতা কে বলা হয় উপযোগ আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকি যেমন আমরা টিভি দেখে থাকি আমরা রান্না করে থাকি রান্না করার জন্য হাড়ি পাতিল এর প্রয়োজন সে ক্ষেত্রে যেহেতু হাড়ি পাতিল ব্যবহার করে আমরা রান্না করি তাহলে হাড়ি পাতিলের ক্ষমতাকে বলা হবে উপযোগ।

আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সাধারণ ভাষায় উপযোগ কাকে বলে এবার চলুন আমরা দেখে আসি অর্থনীতিতে উপযোগ বলতে কি বোঝায় অর্থনীতিতে উপযোগ বলতে কি ভিন্ন কোনো বিষয়কে বোঝানো হয়?

অর্থনীতিতে উপযোগ কাকে বলে

অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় কোন কিছুর অভাব পূরণের ক্ষমতা। উপযোগ কে ইংরেজিতে বলা হয় ইউটিলিটি উপযোগ বলতে বসে কোন পণ্যের অভাব পূরণের ক্ষমতা মূলত একজন ভোক্তা করে পণ্য ভোগ করে তার অভাব পূরণ করতে চায় অন্যের মাধ্যমে অভাব পূরণ করার যে ক্ষমতা অন্তর্নিহিত থাকে একেই বলা হয় উপযোগ।

যেমন একজন ছাত্রের লেখার জন্য খাতা এবং কলমের প্রয়োজন। সে যদি লিখতে চায় তাহলে তাকে খাতা কিংবা কলম ক্রয় করতে হবে এখন এই খাতা এবং কলমের মধ্যেই রয়েছে তার লেখার অভাব পূরণের ক্ষমতা।। অতএব খাতা এবং কলম এর ক্ষমতাই হলো উপযোগ। মানুষ উপযোগ লাভ করার জন্য অর্থ দিতে রাজি থাকে।

পণ্যের উপযোগ থাকলে অভাব পূরণের ক্ষমতা থাকলেই মানুষ ব্যবহার করে এবং এটি নির্দিষ্ট দাম দিয়ে ক্রয় করতে চায় উপযোগী এমন জিনিস কেউ ব্যবহার করে না আবার কেউ এর জন্য দাম দিতেও প্রস্তুত থাকে না । অর্থনীতিতে উপযোগ বলতে বোঝায় যে পণ্যটি কিংবা বস্তুটি অভাব পূরণ করতে পারে অর্থাৎ অভাব পূরণের ক্ষমতা রাখে ।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা অনার্সে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য উপযোগ সম্পর্কে একটি আলাদা অধ্যায় দেওয়া রয়েছে। এই অধ্যায় থেকে আপনারা উপযোগ সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। অর্থনীতিতে উপযোগ বিশ্লেষণ এক এবং উপযোগ বিশ্লেষণ দুই দেওয়া রয়েছে।

এখানে আপনারা উপযোগ উপযোগ আপেক্ষক উপযোগের প্রকারভেদ পর্যায়গত উপযোগ সংখ্যাগত উপযোগ উপযোগের শ্রেণীবিভাগ ক্রমবর্ধমান উপযোগ এবং ক্রমহ্রাসমান উপযোগ সম্পর্কে জানতে পারবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অর্থনীতিতে উপযোগ কাকে বলে এবার চলুন আমরা দেখে আসি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কাকে বলে।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ কাকে বলে

উপযোগ এর শ্রেণীবিভাগ হল মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ মূলত পরিমান বাচক উপযোগ এর শ্রেণীবিভাগ। উপযোগ মূলত দুই ধরনের হয় পরিমাণ বাচক উপযোগ এবং পর্যায়গত উপযোগ।

পর্যায়গত উপযোগের তুলনায় পরিমাণ বাচক অর্থাৎ সংখ্যা বাচক উপযোগ বেশি কার্যকরী সংখ্যা বাচক উপযোগকে আবার ৩ ভাগে ভাগ করা যায়। যেমন মোট উপযোগ প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ। আগে আমরা দেখব মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কাকে বলে??

মোট উপযোগ কাকে বলে

মোট উপযোগ বলতে বোঝায় : কোন পণ্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। যেমন আমরা একটি পেয়ারা ভোগ করে কতটুকু উপযোগ লাভ করি তার সমষ্টিকে মোট উপযোগ বলে। মনে করুন প্রথম পেয়ারা থেকে আমরা ১০ উপযোগ লাভ করেছি।

পরবর্তী আরো একবার পেয়ারা নেওয়ার ফলে আমরা সেখান থেকে পাঁচ উপযোগ লাভ করেছি অতএব দুইটি পেয়ারা ভোগ করে কি পরিমান উপযোগ পেয়েছি তাকেই বলা হবে মোট উপযোগ প্রথম পর্যায়ে আমরা দশ উপযোগ পেয়েছি এবং দ্বিতীয় পর্যায়ে আমরা পাঁচ উপযোগ পেয়েছি অতএব মোট উপযোগ ১৫।

আরো পড়ুন: মানবিক বিভাগের সেরা সাবজেক্ট এর তালিকা কোন সাবজেক্ট পড়লে কি হওয়া যায়?

অতএব কোনো পূর্ণ হতে প্রাপ্ত উপযোগের মোট সমষ্টিকে বলা হবে মোট উপযোগ। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন মোট উপযোগ কাকে বলে এবার চলুন আমরা দেখে আসি প্রান্তিক উপযোগ কাকে বলে।

প্রান্তিক উপযোগ কাকে বলে

প্রান্তিক উপযোগ বলতে বোঝায় উপযোগের পরিবর্তনের অনুপাত। যেমন কোন পণ্যের ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের পরিবর্তনের অনুপাতকে বলা হবে প্রান্তিক উপযোগ। আবার এভাবেও বলা যায় যে অতিরিক্ত একক পণ্য ভোগের ফলে মোট উপযোগের মধ্যে যে পরিবর্তন সাধিত হয় তাকেই বলা হয় প্রান্তিক উপযোগ।

মনে করুন আপনি প্রথমে একটি পেয়ারা খেয়ে 10 উপযোগ লাভ করেছেন পরবর্তী সময়ে আপনি আরও একটি পেয়ারা খেয়ে সমপরিমাণ উপযোগ লাভ না করে ৫ উপযোগ লাভ করেছেন। অতএব পূর্বে পেয়ারা খেয়ে ১০ উপযোগ লাভ করেছিলেন এবং পরবর্তী সময়ে পেয়ারাকে উপযোগ লাভ করেছেন ৫। তাহলে প্রান্তিক উপযোগ হচ্ছে ১০-৫=৫। উপযোগের পরিবর্তনের অনুপাত কে বলা হয় প্রান্তিক উপযোগ।

আরো সহজ ভাষায় বলি, অতিরিক্ত এক একক পণ্য যেমন মনে করুন আপনি একটি লিচু খেয়ে আপনি দশ একক পরিমাণ উপযোগ লাভ করেছেন। পরবর্তী সময়ে আপনার আরো লিচু খেতে মন চাইলে আপনি আরও একটি লিচু খেয়ে ছয় একক উপযোগ লাভ করতে পেরেছেন। আপনি প্রথম পর্যায়ে বেশি উপযোগ লাভ করতে পেরেছিলেন প্রান্তিক উপযোগ বিধিতে বলা হয়

যে পণ্যের একক বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগের পরিমাণ বৃদ্ধি পেতে থাকলেও প্রান্তিক উপযোগের পরিমাণ হ্রাস পেতে থাকে অর্থাৎ প্রথম পর্যায়ে ব্যক্তির যে পরিমাণ উপযোগ লাভ করে দ্বিতীয় পর্যায়ে কিংবা তৃতীয় পর্যায়ে তার তুলনায় কম হারে প্রান্তিক উপযোগ লাভ করে।

প্রথম পর্যায়ে আপনি যদি ১০ উপযোগ লাভ করেন তাহলে দ্বিতীয় পর্যায়ে আপনি ১০ এর তুলনায় কম উপযোগ লাভ করবেন। যেমন প্রথম পর্যায়ে আপনি একটি লিচু খেয়ে ১০ উপযোগ লাভ করতে পেরেছিলেন পরবর্তী সময়ে আবারো আর একটি লিচু খেলে সেখান থেকে আপনি আরো ছয় উপযোগ পেয়ে যান এভাবে আপনার উপযোগের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে আর উপযোগের যে পরিবর্তন ঘটছে অর্থাৎ 10 থেকে উপযোগ ছয় হয়েছে এই পরিবর্তনের অনুপাত কি বলা হয় প্রান্তিক উপযোগ।

আশা করছি আপনারা সকলে বিস্তারিত বুঝতে পেরেছেন যে আসলে প্রান্তিক উপযোগ কাকে বলে এবার চলুন আমরা দেখে আসি গড় উপযোগ কাকে বলে। অর্থনীতিতে উপযোগ খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আর এই উপযোগ সম্পর্কে সবকিছু খুঁটিনাটি বিস্তারিত আপনি এই আর্টিকেল থেকে জানতে পারবেন।

গড় উপযোগ কাকে বলে

গড় উপযোগ বলতে বোঝায় মোট উপযোগ এবং পরিমাণের ভাগফল। মনে করুন আপনি ৫ এক ক পণ্য সেবন করে মোট উপযোগ লাভ করেছেন ২৫। গড় উপযোগ বলতে বোঝায় মোট উপযোগ কে পণ্যের পরিমাণ দিয়ে অথবা ভোগের একক দিয়ে ভাগ করা। গড় উপযোগের সূত্র হচ্ছে AU=TU/N। AU= গড় উপযোগ, TU= মোট উপযোগ, N= পণ্যের পরিমাণ।

আরো পড়ুন : এই গেম খেলে ১০০০ টাকা আয় করা যায় বিকাশে

উপরে আমরা দেখলাম যে মোট উপযোগ কাকে বলে মোট উপযোগ বলতে বোঝায় প্রতি একক পণ্য থেকে আমরা যে পরিমাণে উপযোগ লাভ করি তার সমষ্টি এবং এই মোট উপযোগ কে যদি পূরণের পরিমাণ কতগুলো গ্রহণ করেছেন কত একক পণ্য গ্রহণ করেছেন সেই পরিমাণ দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে গড় উপযোগ।

গড় উপযোগ কাকে বলে

যেমন মনে করুন একজন ভোক্তা ৫টি পণ্য গ্রহণ করে মোট উপযোগ লাভ করে ২৫। অতএব সেই ভোগ তার গড় উপযোগ হবে ২৫÷৫ = ৫ । মোট উপযোগ কে পণ্যের একক দিয়ে ভাগ করলে গড় উপযোগ পাওয়া যায়। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গড় উপযোগ কাকে বলে এবং উপযোগ বলতে কী বোঝায় এবার চলুন আমরা দেখে আসি রুপগত উপযোগ কাকে বলে??

রূপগত উপযোগ কাকে বলে

অনেকেই জিজ্ঞাসা করেন যে রূপগত উপযোগ আবার কি অথবা রুপগত উপযোগ কাকে বলে?? রূপগত উপযোগ বলতে বোঝায় কোন জিনিসের আকার কিংবা আকৃতিকে পরিবর্তন করে যে অতিরিক্ত উপযোগ লাভ করা যায় যেমন মনে করুন গম এর উপযোগ এবং ময়দার উপযোগ কিন্তু কখনো এক হবে না।

এইজন্য গম ভাঙ্গিয়ে আমরা প্রক্রিয়াজাতকরণ করে ময়দা তৈরি করি এবং তখন গম এর তুলনায় ময়দা এর উপযোগ অনেক বেশি বেড়ে যায় এইরূপ উপযোগ কে বলা হয় রূপগত উপযোগ। আবার বলা যায় যে কাঠ থেকে আমরা যে আসবাবপত্র গুলো তৈরি করি এই আসবাবপত্র গুলো ব্যবহার করেও মানুষ উপযোগ লাভ করে।

অতএব এমন উপযোগকে বলা হবে রূপগত উপযোগ কাঠ কিন্তু আমাদের তেমন কোন কাজে আসে না আমরা শুধুমাত্র জ্বালানি কাজেই ব্যবহার করতে পারি তবে কাঠ থেকে যখন আমরা আসবাব পত্র তৈরি করব তখন আমরা সেই আসবাবপত্র ব্যবহার করে বহু উপযোগ লাভ করতে পারবো। অতএব একে বলা হবে রূপগত উপযোগ। অর্থাৎ জিনিসের আকার আকৃতি পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ কে সৃষ্টি করা।

প্রিয় পাঠক বৃন্দাগন আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন রূপগত উপযোগ কাকে বলে?? এখন চলুন আমরা দেখে আসি পর্যায়গত উপযোগ কাকে বলে?

পর্যায়গত উপযোগ কাকে বলে

অনেকেই জিজ্ঞাসা করেন যে পর্যায় গত উপযোগ কাকে বলে উপযোগ কে দুই ভাগে ভাগ করা যায় পর্যায়গত উপযোগ এবং সংখ্যা বাচক অথবা পরিমাণ বাচক উপযোগ। সংখ্যা বাচক উপযোগ কে বলা হয় Cardinal measurement এবং পর্যায় বাচক উপযোগ কে বলা হয় ordinal measurement।

পর্যায়গত উপযোগ কাকে বলে

পর্যায়গত উপযোগ কিংবা পর্যায়বাচক উপযোগ বলতে বোঝায় পণ্যের উপযোগ কে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম বিভিন্ন পর্যায়ে বিভক্ত করে উপযোগ পরিমাপ করা হয়। পর্যায়বাচক উপযোগ কখনো যোগ করা যায় না এই জন্য পর্যায়েগত উপযোগ কে বলা হয় অযোগবোধক কিংবা সাধারণ উপযোগ।

পর্যায়গত উপযোগ একটু তো নাই সংখ্যা বাচক উপযোগ বেশি কার্যকরী পর্যায়বাচক উপযোগ প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে পরিমাপ করতে হয়। পর্যায় বাচ ক উপযোগ মনস্তাত্ত্বিক এবং অবস্তুগত বিষয় নির্দেশ করে আর পর্যায়বাচক উপযোগ এলেনের নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ব্যবহার করা হয়। পর্যায়বাচক উপযোগের সাহায্যে কোন পণ্যের উপযোগ বেশি তা জানা যায় কিন্তু উপযোগ কতটুকু সে বিষয়ে জানা যায় না।

আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন পর্যায়বাচক উপযোগ কাকে বলে এবং সংখ্যা বাচক উপযোগ কাকে বলে এই আর্টিকেলে আমরা পর্যায়বাচক উপযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম এবার চলুন আমরা দেখে আসি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক

ইতিমধ্যেই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ বলতে কী বোঝায় মোট উপযোগী হল কোন পণ্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি আর প্রান্তিক উপযোগ বলতে বোঝায় অতিরিক্ত এক একক পণ্য ভোগের ফলে মোট উপযোগে যে পরিবর্তন হয়।

আমরা জানি যে কোন পণ্যের বিভিন্ন একক ভোগ করেই যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে বলি আমরা মোট উপযোগ আর অতিরিক্ত এক এক পণ্য ভোগ করে মোট উপযোগের যে পরিবর্তন সাধিত হয় তার অনুপাত কে বলা হয় প্রান্তিক উপযোগ।

আরো পড়ুন: আপনিও মাত্র ১ মিনিটেই একটি informal letter থেকে অনেকগুলো লেটার লিখতে পারবেন

এখন প্রশ্ন হলো যে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি এদের মধ্যে কি কোন সম্পর্ক রয়েছে?? নিচে দেখুন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করা হলো আপনি মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে খুব সহজে এ উপযোগ চ্যাপ্টারটি সম্পন্ন করতে পারবেন।

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক

  • প্রান্তিক উপযোগ বৃদ্ধি পেলে মোট উপযোগ ক্রম বর্ধমান হারে বাড়তে থাকে।
  • মোট উপযোগ স্থির হারে বাড়তে থাকলে প্রান্তিক উপযোগ স্থির থাকে আবার বলা যায় যে প্রান্তিক উপযোগী থাকলে মোট উপযোগ স্থির হারের বৃদ্ধি পেতে থাকে।
  • প্রান্তিক উপযোগ যখন কমে যাবে তখন মোট উপযোগ ভ্রমর আসমান হারে বাড়তে শুরু করবে এক্ষেত্রে প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগের সম্পর্ক হবে।
  • প্রান্তিক উপযোগ যখন শূন্য হবে তখন মোট উপযোগ সর্বোচ্চ হবে।
  • আবার যখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে শুরু করবে তখন মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে নিচের দিকে যাবে।

আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি । মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ একে অপরের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত যখন মোট উপযোগ সর্বোচ্চ হয় তখন প্রান্তিক উপযোগ শূন্য হয় আবার যখন প্রান্তিক উপযোগ বাড়তে থাকে যেমন 10-15-20 এরকম হারে বাড়তে থাকে তখন মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়তে শুরু করে ।

আবার যখন প্রান্তিক উপযোগ কমতে শুরু করে যেমন ১০ থেকে ৫ পাট থেকে দুই হয় তখন মোট উপযোগ ও আসমান হারে বাড়তে শুরু করে । আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক সম্পর্কে।

লেখকের শেষ কথা

প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণ যারা অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রয়েছেন কিংবা অর্থনীতিতে হালকা দুর্বল রয়েছেন তাদের জন্য আজকের এই আর্টিকেল গুরুত্বপূর্ণ সম্পর্কে সবকিছু খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করলাম আশা করছি এই আর্টিকেলটি সম্পন্ন দেখলে আপনার আর পরবর্তী সময়ে উপযোগ সম্পর্কে কোন প্রশ্ন থাকবে না।

কারণ এই আর্টিকেলে উপযোগ সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আসলে উপযোগ কাকে বলে প্রান্তিক উপযোগ কাকে বলে মোট উপযোগ কাকে বলে গড় উপযোগ কাকে বলে এবং মোট উপযোগের সাথে প্রান্তিক উপযোগের সম্পর্ক গুলো কি কি। পর্যায়গত উপযোগ বেশি কার্যকরী।

আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকেই উপযোগ সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছেন। যারা উপযোগ সম্পর্কে একটু কম বুঝেন কিংবা অর্থনীতিতে হালকা দুর্বল রয়েছে তারা আর্টিকেলটি সম্পূর্ণ দেখে নিন উপযোগ এই চ্যাপ্টারটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। উপযোগ সম্পর্কে যদি আপনি বিস্তারিত বুঝতে পারেন।

তাহলে আশা করছি আপনার অর্থনীতি সম্পর্কে অনেক কিছু জানা হয়ে যাবে কারণ অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হল এই উপযোগ।আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর আপনি আর কোন বিষয়ে জানতে চান আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *