প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম
সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম খুঁজছেন? তাহলে আপনি একজন সঠিক জায়গাতে এসেছেন। আজকে এই আর্টিকেলের প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম এবং সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

আজকের এই আর্টিকেলটি থেকে আপনারা সকলে চাকরির জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। যেকোনো কলেজে কিংবা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম জানতে পারবেন চলুন তাড়াতাড়ি দেখে আসি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদনপত্র তৈরি করার নিয়ম।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম
প্রাথমিক বিদ্যালয় বলতে বোঝায় যে স্কুলগুলোতে এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস কে বলা হয় প্রাথমিক বিদ্যালয়। যারা প্রাথমিক বিদ্যালয় এর চাকরির জন্য আবেদন করার নিয়ম সম্পর্কে জানতে চাচ্ছে তারা নিচে দেখুন শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম দেওয়া রয়েছে।
আরো পড়ুন: সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম
তারিখ: ৬/৯/২৪
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক সরকারি স্কুল, রাজশাহী
বিষয়: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে চাকুরীর জন্য আবেদন পত্র
মহোদয়
বিনীত নিবেদন এই যে গত কাল ৫/০৯/২০২৪ সালে প্রকাশিত দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠিত প্রাথমিক সরকারি স্কুলে শিক্ষক পদে চাকরির জনন নিয়োগ দেওয়া হচ্ছে উক্ত পদের যোগ্য একজন পাঠিয়ে হিসেবে আমি আবেদন করছি। নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা তা দেওয়া রইল।
আশা করছি নিচের এই জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আপনি আমাকে ইন্টারভিউ এর জন্য কল দিবেন।
জীবনবৃত্তান্ত
শিক্ষার্থীর নাম | শাকিব হাসান |
মাতার নাম | শামীমা আক্তার |
পিতার নাম | শামীম হাসান |
জন্মতারিখ | ০৮/১২/২০০১ |
জাতীয়তা | বাংলাদেশী |
মোবাইল নাম্বার | ০১৮৭৬২৬২৮২ |
এনআইডি নাম্বার | ১০০৭২৬২৮২ |
বর্তমান ঠিকানা | কজলা , রাজশাহী |
স্থায়ী ঠিকানা | কাজল, রাজশাহী |
রক্তের গ্রুপ | A + |
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম | পাশের সাল | প্রাপ্ত জিপিএ | বিভাগ | বোর্ড |
এসএসসি | ২০১৬ | জিপিএ ফাইভ | বিজ্ঞান | রাজশাহী |
এইচএসসি | ২০১৮ | জিপিএ ফাইভ | বিজ্ঞান | রাজশাহী |
BA | ২০২২ | ফার্স্ট ক্লাস | বাংলা | ন্যাশনাল ইউনিভার্সিটি |
MA | ২০২৩ | ফার্স্ট ক্লাস | বাংলা | ন্যাশনাল ইউনিভার্সিটি |
ভাষাগত দক্ষতা: বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষভাবে দক্ষ
পছন্দ: ইংরেজি ছবি দেখা এবং বই পড়া।
অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে, উপরের জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার পরিপ্রেক্ষিতে আমাকে এ চাকরির জন্য নির্বাচন করে বাধিত করুন।
নিবেদক
শাকিব হাসান
সংযুক্তি
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
- সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং অনুলিপি পত্র
- জাতীয় পরিচয় পত্র এর অনুলিপি
আরো পড়ুন: উদ্দীপন এনজিও অনলাইন আবেদন পত্র লেখার নিয়ম
অতএব্রীয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করতে হয় ওপরের এই নিয়ম অনুসরণ করে একটি আবেদন পত্র তৈরি করলে আশা করছি পাঠক মঞ্জুর করবে। প্রাথমিক বিদ্যালয় বলতে বোঝায় যে বিদ্যালয়গুলোতে এক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করানো হয়। এবার চলুন দেখে আসি সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়মসমূহ
সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম
সহকারী শিক্ষক পদ বলতে বোঝায় প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ নিকট যিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে সর্বদা কাজে নিয়োজিত থাকে এবং প্রধান শিক্ষক কিংবা অধ্যক্ষ এর অনুপস্থিতিতে পাঠদান করায়। সহকারী শিক্ষক পদে আবেদনপত্র তৈরি করার জন্য নিম্নোক্ত নিয়ম গুলো অনুসরণ করুন।
- যেকোনো চাকরির আবেদন করার পূর্বে তারিখ দিয়ে শুরু করতে হবে। যে তারিখে আবেদন পত্রটি প্রেরণ করবেন ঠিক সেই তারিখটি আবেদন পত্রটি উল্লেখ করতে হবে।
- তারিখ এর পরে বরাবর এই শব্দটি উল্লেখ করতে হবে।
- তারপর মহাসচিব কিংবা প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র তৈরি করতে হবে অর্থাৎ যার নিকট এই আবেদন পত্রটি প্রেরণ করতে চান তাকে মেনশন করতে হবে।
- তারপর উক্ত প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করতে হবে যে প্রতিষ্ঠানের চাকরির জন্য আবেদন পত্র তৈরি করছেন।
- তারপর মহোদয় কিংবা জনাব উল্লেখ করে মূল আবেদনপত্র কিংবা বিষয়বস্তু তৈরি করুন। মূল বিষয়বস্তু অতিরিক্ত বড় করা যাবে না অবশ্যই সংক্ষেপে লিখতে হবে এবং স্পষ্ট ভাষা ব্যবহার করতে হবে।
- সর্বশেষে বিনীত নিবেদন উল্লেখ করতে হবে। যেমন: বিনীত নিবেদন এই যে ওপরের জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এরকম নির্ভর করে আমাকে এই চাকরির জন্য নির্বাচিত করুন।
- আবেদন পত্রের শেষে শিক্ষাগত যোগ্যতার মূল কাগজপত্র যোগ করতে হবে।
ওপরের এ কয়েকটি নিয়ম অনুসরণ করে একটি আবেদনপত্র তৈরি করলে অবশ্যই পাঠক খুশি হবেন এবং ইন্টারভিউ এর জন্য মেসেজ সেন্ড করবেন। যদি সহকারী শিক্ষক পদে আবেদনপত্র তৈরি করতে চান তাহলে নিচে দেখে নিন একটি উদাহরণস্বরূপ সহকারি শিক্ষক পদে আবেদন পত্র দেওয়া রয়েছে।
সহকারী শিক্ষক পদে আবেদন লিখার নিয়ম
- তারিখ: ৮ এ অক্টোবর ২০২৪
- বরাবর
- মহাপরিচালক
- রাজশাহী আদর্শ স্কুল এন্ড কলেজ
- রাজশাহী
- বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন পত্র
- জনাব
- বিনীত নিবেদন এই যে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকা মাধ্যমে জানতে পারলাম যে আপনার সুপ্রতিষ্ঠিত রাজশাহী আদর্শ স্কুল এন্ড কলেজে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে উক্তি পদের একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হিসেবে আমি আবেদন করতে চাচ্ছি। নিচে আমার শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত ও সম্পন্ন অভিজ্ঞতা বর্ণনা আপনার সাথে বিবেচনার জন্য দেওয়া রইল।
- জীবন বৃত্তান্ত
নাম | তৌফিক ইসলাম |
পিতার নাম | তাহমুদ আলম |
মাতার নাম | তাহমিনা ইসলাম |
বর্তমান ঠিকানা | সাধুর মোর, রাজশাহী |
স্থায়ী ঠিকানা | সাধুর মোর, রাজশাহী |
এন আই ডি নাম্বার | ১০০৯৭৪৬৫ |
মোবাইল নাম্বার | ০১৭৩৭৫৫৭৭৮ |
বৈবাহিক অবস্থা | অবিবাহিত |
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষার নাম | বিভাগ | বোর্ড | জিপিএ | পাশের সাল |
এসএসসি | বিজ্ঞান | রাজশাহী | ৫ | ২০১৭ |
এইচএসসি | বিজ্ঞান | রাজশাহী | ৫ | ২০১৯ |
বিএসএস | অর্থনীতি | চট্টগ্রাম ইউনিভার্সিটি | ৩.৬৭ | ২০২৩ |
এম এস এস | অর্থনীতি | চট্টগ্রাম ইউনিভার্সিটি | ৩.৮৯ | ২০২৪ |
অভিজ্ঞতা: গত এক বছর একটি বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ ছিলাম।
ভাষাগত যোগ্যতা: বাংলা এবং ইংরেজি ভাষায় দক্ষ।
অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে আমাকে উক্ত জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতার ওপর নির্ভর করে এই চাকরির জন্য নির্বাচন করুন।
বিনীত নিবেদক
তৌফিক ইসলাম
আরো পড়ুন: melatrin cream কি কাজ করে জানলে অবাক হবেন
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে। ওপরের এই নিয়ম অনুসারে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। এখন শীতকালীন সময়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করা হবে। উক্ত বিজ্ঞাপন দেখে উপরের এই নিয়ম অনুসারে আবেদন পত্র তৈরি করতে পারবেন এবার চলুন দেখে আসি বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন
আপনি কি বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদনপত্র তৈরি করতে চান কিন্তু বুঝতে পারছেন না কিভাবে আবেদন পত্র তৈরি করলে তারা দ্রুত সে আবেদন পত্রটি মঞ্জুর করবে? আবেদনপত্র তৈরি করার নিয়ম খুবই সহজ।
আশা করছি উপরের আলোচনার মাধ্যমে আপনারা সকলে বুঝতে পেরেছেন আমাদের পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে। সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য উচ্চতার শিক্ষার কোন প্রয়োজন নেই। এইচ এস সি কমপ্লিট করার পর এই সহকারী শিক্ষক পদে আবেদন করতে পারবেন।
৮ এ অক্টোবর ২০২৪
বরাবর
অধ্যক্ষ
রাজশাহী খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজ
বিষয়: সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
মহোদয়
বিনীত নিবেদন এই যে, গতকাল ০১ অক্টোবর ২০২৪ সালে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার সু প্রতিষ্ঠত বেসরকারি রাজশাহী খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজে সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উক্ত পদের একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হিসেবে নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে।
জীবন বৃত্তান্ত
- নাম: লামিয়া ইসলাম লুনা
- মাতার নাম: রিমা আক্তার
- পিতার নাম: লাবিব হাসান
- বর্তমান ঠিকানা: পুঠিয়া রাজবাড়ী
- স্থায়ী ঠিকানা: পুঠিয়া রাজবাড়ী
- জাতীয়তা: বাংলাদেশী
- রক্তের গ্রুপ:B+
- এন আই ডি নাম্বার: ১০০০৭১৪৮২৮২৬
- মোবাইল নাম্বার:০১৯২৬২৮২৭৬২
- বৈবাহিক অবস্থা: অবিবাহিত
শিক্ষাগত যোগ্যতা
পরীক্ষা | বিভাগ | বোর্ড | জিপিএ | পাশের সাল |
এসএসসি | বিজ্ঞান | রাজশাহী | ৫ | ২০২৩ |
এইচএসসি | বিজ্ঞান | রাজশাহী | ৫ | ২০২৪ |
অভিজ্ঞতা: এর পূর্বে কোন অভিজ্ঞতা ছিল না।
ভাষা গত দক্ষতা: ইংরেজি এবং বাংলা ভাষায় বিশেষভাবে দক্ষ।
অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে ওপরের এই শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত এর উপর নির্ভর করে আপনার প্রতিষ্ঠিত বেসরকারি রাজশাহী খাদেমুল ইসলাম এবং বালিকা বিদ্যালয় ও কলেজে আমাকে একজন সহকারী শিক্ষক পদের চাকুরী দিয়ে বাধিত করুন ধন্যবাদ।
বিনীত নিবেদক
লামিয়া ইসলাম লুনা
মোবাইল নাম্বার: ০১৯৭২৭৫২৭২৮
প্রিয় পাঠক যদি কোন বেসরকারি স্কুলের সহকারী শিক্ষক পদে নিয়োগ হতে চান তাহলে উপরের এই নিয়ম অনুসারে একটি আবেদন পত্র তৈরি করতে পারবেন। এই আর্টিকেলে বারবার আবেদন পত্রতে বারবার আবেদন পত্রের নিয়ম সম্পর্কে আলোচনা করছি।
আরো পড়ুন: অসুস্থতার জন্য ছুটির আবেদন -পত্র লেখার নিয়ম
এতে আপনারা আশা করছি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয় এবং চাকরির জন্য আবেদন পত্রতে কি কি তথ্য সংযুক্ত করতে হয়। এবার চলুন দেখে আসি সরকারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে আবেদনপত্র তৈরি করার নিয়ম।
সরকারি বিদ্যালয় সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
যদি কোন সরকারি বিদ্যালয় সহকারী শিক্ষক পদের জন্য আবেদনপত্র তৈরি করতে চান তাহলে প্রথমে কোন পত্রিকার মাধ্যমে বিজ্ঞাপন সম্পর্কে জানতে পেরেছেন সে সমস্ত বিষয় উল্লেখ করতে হবে এবং স্পষ্ট ভাষাতে আবেদন পত্র তৈরি করতে হবে।
আর আবেদনপত্র শুরুতেই জনাব কিংবা মহোদয় লিখে শুরু করতে হবে। সরকারি ব বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য নূন্যতম স্নাতক পাস হতে হবে। যদি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ হতে চান তাহলে নিচে দেখুন আবেদন পত্র দেওয়া রয়েছে।
১২ ই আগস্ট ২০২৪
বরাবর
অধ্যক্ষ
রাজশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলেজ
বিষয়: সরকারি শিক্ষক পদে চাকরির জন্য আবেদন
মহোদয়
বিনীত নিবেদন এই যে ৫ ই আগস্ট ২০২৪ তারিখের দৈনিক ইত্তেফাক পত্রিকাতে প্রকাশিত একটি বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম আপনার সু প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কলেজের সহকারী শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে উক্ত পদের আগ্রহী এবং যোগ্য প্রার্থী হিসেবে নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা সমূহ দেওয়া রইল জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা সমূহ দেওয়া রইল।
আশা করছি নিচের এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এর ওপর নির্ভর করে আপনি আমাকে ইন্টারভিউ এর জন্য কল করবেন।
জীবন বৃত্তান্ত:
শিক্ষাগত যোগ্যতা:
অতএব জানাবেন নিকট আমার বিনীত আবেদন এই যে ওপরের এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষকের যোগ্যতা এর উপর নির্ভর করে আমাকে এই সম্মানিত চাকরিটি দিয়ে বাধিত করুন ধন্যবাদ।
যেকোনো সরকারি অথবা বেসরকারি সহকারী শিক্ষক পদে চাকরির জন্য এভাবে একটি আবেদনপত্র তৈরি করতে হবে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সহকারী শিক্ষক পদের জন্য কিভাবে আবেদন পত্র তৈরি করতে হবে। চলুন এবার আমরা দেখে আসি সহকারী শিক্ষক পদের জন্য আবেদন পত্র in English
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় ছিল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র, সহকারি শিক্ষক পদে আবেদন পত্র তৈরি করার নিয়ম এবং সহকারী শিক্ষক পদে আবেদনপত্র in English । আজকের এ আর্টিকেলে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে আলোচনা করলাম।
যারা বাংলা ভাষাতে আবেদন পত্র তৈরি করতে চান তারা উপরে দেখুন কয়েকটি আবেদন পত্র দেওয়া রয়েছে। আবেদন পত্র লেখার নিয়ম একই শুধুমাত্র সাবজেক্ট তারিখ আলাদা থাকে এবং প্রতিষ্ঠানের নাম ভিন্ন থাকে। প্রথমে তারিখ উল্লেখ করতে হবে যে তারিখে আপনি আবেদন পদ্ধতি জমা দিতে চান সেই তারিখটি একটি উল্লেখ করতে হবে।
তারপর কার নিকট আবেদন পত্র তৈরি করতে চান তাকে মেনশন করতে হবে সর্বশেষে বিনীত নিবেদক লিখে আবেদন পত্র সম্পন্ন করতে হবে এবং মূল বক্তব্য অতিরিক্ত বড় করা যাবেনা সংক্ষেপে ছোট ভাবে মূল বক্তব্য লিখতে হবে। এক পেজের মধ্যেই মূল বক্তব্য সম্পন্ন করতে হবে তারপর অপরকে যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা ও ভাষাগত দক্ষতা সম্পন্ন করতে হবে।
আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকে সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম বাংলা ও ইংরেজিতে বুঝতে পেরেছেন। আজকের এই আর্টিকেলটি আপনাদের নিকট কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর কোন বিষয়ে আপনাদের মতামত কিংবা প্রশ্ন থাকলে জানিয়ে দিবেন।