সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
| | | | |

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে জানতে চান? সহকারী শিক্ষক বলতে বোঝায় শিক্ষকের সাথে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের কে পাঠদান করিয়া থাকেন তাদেরকে বলা হয় সহকারী শিক্ষক।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

আজকের এই আর্টিকেলের মূল আলোচ্য বিষয় হলো সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আলোচনা করা এবং প্রধান শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম শেয়ার করা। তরুণ তাড়াতাড়ি দেখে আসি আবেদন পত্র লেখার নিয়ম কি।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র

সহকারী শিক্ষক পদে আবেদন লেখার জন্য বেশ কিছু বেশি মাথায় রাখতে হবে প্রথমে হাতে লেখা সুন্দর করতে হবে এবং আবেদন পত্রটি এক পৃষ্ঠার মধ্যে সম্পন্ন করতে হবে। সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার সময় আবেদনপত্রের সাথে বেশ কয়েকটি কাগজপত্র যোগ করতে হবে যেমন, শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

সকল কাগজপত্র ঠিক থাকলে চাকরির জন্য মঞ্জুর করা হবে। যদি আবেদন পত্র পাঠকের প্রয়োজন হয় তাহলে তারা ইন্টারভিউ এর জন্য কল করবে এবং ইন্টারভিউ যদি আপনার পরিচালনা তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে চাকরির জন্য নির্বাচন করবে। এইজন্য ইন্টারভিউ অংশগ্রহণ করার জন্য প্রথমেই আবেদনপত্রকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
  • সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র লেখার পূর্বে তারিখ উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ: ১৩ ই জানুয়ারি ২০২৪, ১৩/১/২০২৪
  • তারিখ লেখার পরেই বরাবর লিখে আবেদনপত্র শুরু করতে হবে।
  • প্রাপকের নাম এবং পদবী দিতে হবে। প্রাপকের নাম এবং পদবী অবশ্যই স্পষ্ট ভাষায় দিতে হবে যেমন, প্রধান ম্যানেজার, মহাপরিচালক।
  • প্রতিষ্ঠানের নাম অথবা ঠিকানা উল্লেখ করতে হবে যেমন কোন প্রতিষ্ঠানে আপনি চাকুরী পেতে চান সে প্রতিষ্ঠান এর নাম উল্লেখ করুন।
  • প্রতিষ্ঠানের বর্তমান ঠিকানা উল্লেখ করতে হবে।
  • তারপর মূল বিষয়বস্তুতে যেতে হবে। মূল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে জনাব কিংবা মহোদয় লিখে শুরু করতে হবে।
  • মূল বিষয়বস্তু অতিরিক্ত বড় লিখা যাবে না। এক পেজের মধ্যে সম্পন্ন করতে হবে এবং স্পষ্ট ভাষায় লিখতে হবে।
  • মূল বিষয়বস্তু শেষে জীবন বৃত্তান্ত এবং প্রয়োজনীয় কাগজপত্র গুলো সংযুক্ত করতে হবে যদি হাতে লিখে আবেদনপত্র তৈরি করেন তাহলে হাতের লেখা সুন্দর ও স্পষ্ট করতে হবে।
  • আবেদনপত্র সর্বদা এক পেজের মধ্যে লিখতে হবে এবং পৃষ্ঠায় কোন খালি জায়গা রাখা যাবে না এটি আবেদন পত্রের সৌন্দর্য তাকে নষ্ট করতে পারে।
  • এক পেজে আবেদন পত্র লেখার পরে অপর পেজের লেখা শুরু করা যাবে না এক পেজের মধ্যেই সম্পন্ন করতে হবে এবং অপর পেজ খালি রাখতে হবে।
  • আবেদনপত্রের মূল বক্তব্যটি অতিরিক্ত কাটা ছেঁড়া করা যাবে না যতটা সম্ভব স্পষ্ট থাকতে হবে।
  • আবেদন পত্রটি সহজ পাশা ব্যবহার করতে হবে যা সহজেই যে কোন ব্যক্তির পক্ষে পড়া সম্ভব।

ওপরের এই কয়েকটি উপায় অনুসরণ করে সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র তৈরি করতে হবে আপনাদের পত্র লেখার নিয়ম খুবই সহজ শুধুমাত্র উপরের এই কয়েকটি নিয়ম অনুসরণ করা খুবই জরুরী। আবেদনপত্র লেখার পূর্বে চলুন আমরা দেখে আসি সহকারি শিক্ষক পদে চাকরির আবেদন পত্রের নমুনা।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্রের নমুনা

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন করার জন্য যদি কম্পিউটারে তৈরি করতে চান তাহলে নিচের এই আবেদন পত্রটি কপি করে শুধুমাত্র ইনফরমেশন গুলো চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। যেমন তারিখ এবং নাম ও অন্যান্য বিষয়বস্তু।

২ নভেম্বর ২০২৪

বরাবর মহাপরিচালক

রাজশাহী প্রাইমারি হাই স্কুল এবং কলেজ

বিষয়: সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র

মহোদয়

বিনীত নিবেদন এই যে,, গত ২৫ অক্টোবর ২০২৪ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠিত প্রাইমারি হাই স্কুল এবং কলেজে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ দেওয়া হবে আমি উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে নিচে আবার শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত উপস্থাপন করছি।

আমার সকল শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত এর বিবরণ নিচে দেওয়া হল।

নামসানিয়া আক্তার
বাবার নামআকবর আলী
মায়ের নামসুমাইয়া বেগম
বর্তমান ঠিকানাঘোড়ামারা রাজশাহী
স্থায়ী ঠিকানাঘোড়ামারা রাজশাহী
মোবাইল নাম্বার0192627826
ধর্মইসলাম
জাতীয়তাবাংলাদেশী
রক্তের গ্রুপA +
বৈবাহিক অবস্থাঅবিবাহিত

শিক্ষাগত যোগ্যতার কপি, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এক কপি জন্ম সনদ

অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে উপরের এই উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত এর উপর নির্ভর করে আমাকে উক্ত পদের জন্য যোগ্য প্রার্থী হিসেবে নির্বাচন করুন।

নিবেদক

তানিয়া আক্তার

মোবাইল:০১৭৫৫৫৮৫৫৬

আরো পড়ুন: পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

আবেদন পত্রের শেষ অংশে বিনীত নিবেদক লিখে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা এবং ইমেইল ঠিকানা সংযুক্ত করতে হবে। প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে এবং সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম কি উপরে আবেদন পত্র লেখার নিয়ম এবং নমুনা বিস্তারিত আলোচনা করেছি।

প্রধান শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

আপনি কি প্রধান শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম খুঁজছেন?? প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান একটি প্রধান শিক্ষক এবং একটি অধ্যক্ষ থাকে। প্রধান শিক্ষক পদে চাকরির জন্য ভালো দক্ষ এবং যোগ্য হতে হবে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার সাথে অভিজ্ঞতা প্রয়োজন। নিচে দেখুন প্রধান শিক্ষক পদে চাকরির জন্য একটি আবেদন পত্র দেওয়া রয়েছে।

দ্বিতীয় জানুয়ারি ২০২৪

বরাবর

মহাপরিচালক

বরেন্দ্র কলেজ, রাজশাহী

বিষয়: প্রধান শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র

মহোদয়

মহোদয় এর নিকটস্থ সম্মান জানিয়ে বিনীত নিবেদন এই যে, গতকাল ১ম জানুয়ারি ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠিত বেসরকারি বরেন্দ্র কলেজে প্রধান শিক্ষক পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উক্ত পদের যোগ্য প্রার্থী হিসেবে নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া রইল।

জীবন বৃত্তান্ত

নাম*****
পিতার নাম*****
মাতার নাম*****
বর্তমান ঠিকানা*****
স্থায়ী ঠিকানা*****
জন্ম তারিখ*****
জাতীয়তা*****
রক্তের গ্রুপ*****
মোবাইল নাম্বার*****
এনআইডি নাম্বার*****

শিক্ষাগত যোগ্যতা

পরীক্ষাবিষয়বোর্ডজিপিএপাশের সাল
এসএসসিবিজ্ঞানরাজশাহীজিপিএ ৫২০১৬
এইচএসসিবিজ্ঞানরাজশাহীজিপিএ ৫২০১৮
বি এঅর্থনীতিরাজশাহী৩.৭৮২০২২
এমএঅর্থনীতিরাজশাহী৩.৮৯২০২৩

অভিজ্ঞতা: গত তিন বছর থেকে রাজশাহী খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজের ইংরেজি শিক্ষক হিসেবে অধ্যায়নরত ছিলাম।

পছন্দ: ভ্রমণ করা, বই পড়া এবং পাঠ দান করানো

ভাষাগত যোগ্যতা: ইংরেজি এবং বাংলা ভাষায় বিশেষভাবে দক্ষ। বাংলা আমার মাতৃভাষা।

ওপরের এই নিয়ম অনুসারে যদি একটি আবেদন পত্র তৈরি করেন তাহলে পাঠক অবশ্যই পছন্দ হবে এবং আপনার আবেদন পত্রটি মঞ্জুর করবে যে কোন স্কুলে কিংবা কলেজে প্রধান শিক্ষক পদে আবেদনপত্রের বিজ্ঞপ্তি খুব কম পাওয়া যায় তবে প্রধান শিক্ষক পদে চাকরির জন্য অবশ্যই তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

একটি স্কুল কে কিংবা একটি কলেজ কে কিভাবে সামলাতে হয় সে বিষয় সম্পর্কে জানতে হবে তাহলে আপনি প্রধান শিক্ষক পদে চাকরি পাবেন। যদি পূর্বের কোন অভিজ্ঞতা না থাকে তাহলে প্রধান শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র তৈরি না করায় উত্তম। এবার চলুন আমরা দেখে আসি সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english খুজছেন?? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন বাংলা ভাষার জন্য পাশাপাশি আমাদেরকে ইংরেজি ভাষা সম্পর্কে জানতে হবে ইংরেজি ভাষাতে আবেদন পত্র লেখার নিয়মাবলী গুলো জানতে হবে আপনি যদি বাংলা ভাষায় একটি আবেদন পত্র তৈরি করেন বিশেষ করে চাকরির জন্য আবেদন পত্র তৈরি করেন তাহলে আপনার আবেদন পত্রটি গ্রহণযোগ্য না হতে পারে।

এজন্য আপনাকে ইংরেজিতে আবেদন পত্র তৈরি করতে হবে ইংরেজিতে আবেদন পত্র তৈরি করলে প্রত্যেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রদান করবে এবং আপনার আবেদন পত্রটি দ্রুত গ্রহণ করা হবে। প্রতিটি দেশে এবং প্রতিটি প্রতিষ্ঠানেই বিশেষ করে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে ইংরেজি ভাষায় গুরুত্ব অনেক বেশি তাই আপনি যদি যেকোনো একটি আবেদন পত্র ইংরেজি ভাষায় তৈরি করেন তাহলে আপনার আবেদন পত্রের প্রতি অনেক গুরুত্ব দেওয়া হবে এবং দ্রুত সেই আবেদন পত্রটি গ্রহণ করা হবে। আসুন আমরা দেখে নেই সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english।

সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english

Date: 5.9.2024

the headmaster

aadarsh high School rampur

rampur Khulna

sub: application for the post and assistant Bangla teacher

sir

in response to your advertisement publish in the ”daily ittefaq” on 1.9.2024 that an assistant Bangla teacher is going to be posted in your famous Adarsh high School in rampur. I would like to apply for the post.As a candidate for the post I am presenting my complete curriculum vitae and educational qualification.

therefore I hope and pray that you will call me for an interview based on my academic qualifications.

curriculum vitai

NameMim Tabassum
Fathers NameMahim Ahmed
Mothers NameMina Tabassum
Present address Khulna
Permanent addresskhulna
date of birth08/05/2000
nationalityBangladeshi
marital statusunmarried
Religion Muslim
blood groupB+
mobile number01892727383

educational qualification

ExamBoardGPAYearSubject
SSCkhulnaGPA 52015Science
HSCkhulnaGPA 52017science
BAkhulnaGPA 52022Bangla
MASTERSkhulnaGPA 52023Bangla

Experience:I have been working as a primary school teacher for the past two years.

interest: I like reading story books and watching English movies very much.

language skill: Bengali, English, hindi,urdu

প্রিয় পাঠক যারা সহকারি অ্যাসিস্ট্যান্ট কিংবা চাকরির জন্য আবেদন পত্র তৈরি করতে চাচ্ছেন অথবা সিভিটার তৈরি করতে চাচ্ছেন তারা এভাবে ইংরেজি তৈরি করতে পারবেন এখানে শুধুমাত্র আপনার নাম এবং চাকরির ধরন পরিবর্তন করে সরাসরি আপনার জন্য ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন সহকারী শিক্ষক পদে চাকরির আবেদন পত্র লেখার নিয়ম in english। এবার চলুন আমরা দেখে আসি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র।

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র

প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম করছেন কিন্তু বুঝতে পারছি না প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদের জন্য কিভাবে আবেদন পত্র তৈরি করতে হয়? প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়গুলোতে ১-৫ ম শ্রেনী পর্যন্ত

পাঠদান করানো হয় এই স্কুলগুলোকে বলা হয় প্রাথমিক স্কুল। প্রাথমিক স্কুলের শিক্ষক পদে চাকরির এপ্লাই করার জন্য নূন্যতম স্নাতক পাস হতে হবে। নিচে দেখুন একটি আবেদন পত্রের নমুনা দেওয়া হল।

২৩/৪/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

কলেজিয়েট স্কুল, রাজশাহী

বিষয়: শিক্ষক পদের জন্য দরখাস্ত

জনাব

বিনীত নিবেদন এই যে, গতকাল ২২ এপ্রিল ২০২৪ তারিখে দৈনিক পত্রিকায় প্রকাশিত একটি বিজ্ঞপ্তি মাধ্যমে জানতে পারলাম যে আপনার সু প্রতিষ্ঠিত রাজশাহী জেলাতে অবস্থিত কলেজে স্কুলে শিক্ষক পদের লোক নিয়োগ দেওয়া হচ্ছে উত্তর পদের যোগ্য প্রার্থী হিসেবে আমি নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা উপস্থাপন করলাম।

শিক্ষাগত যোগ্যতা:

জীবন বৃত্তান্ত:

অতএব জনাব এ নিকট আমার বিনীত আবেদন এই যে ওপরের এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এর উপর নির্ভর করে আমাকে এই চাকরির জন্য নির্বাচন করে বাধিত করুন।

আরো পড়ুন: সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

উপরের নিয়ম অনুসারে একটি জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এ টেবিল তৈরি করতে হবে যদি কম্পিউটারে তৈরি করেন তাহলে কম্পিউটার ফরমেটে টেবিল তৈরি করতে পারবেন। আর যদি হাতে লিখে আবেদন পত্র তৈরি করেন, তাহলে শিক্ষাগত যোগ্যতা এ সার্টিফিকেট এর ফটোকপি এবং জীবন বৃত্তান্ত এর ফটোকপি সংগ্রহ করতে হবে সাথেই দুই কপি ছবি সংগ্রহ করতে হবে সব একসাথে মিলিয়ে জমা দিতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

বিদ্যালয় সহকারী শিক্ষক পদে আবেদন পত্র তৈরি করার নিয়ম খুবই সহজ ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয়। আবেদনপত্র তৈরি করার পূর্বে আপনাকে তারিখ এবং প্রাপক ও ঠিকানা উল্লেখ করতে হবে।

যেকোনো বিদ্যালয় সহকারী শিক্ষক পদে আবেদন পত্র তৈরি করার পূর্বে আপনাকে স্নাতক পাশ হতে হবে যদি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরি করতে চান তাহলে ন্যূনতম এইচএসসি পাশ হতে হবে আর যদি কোন কলেজে কিংবা হাই স্কুলের সহকারী শিক্ষক পদে আবেদনপত্র তৈরি করেন তাহলে ন্যূনতম স্নাতক পাস হতে হবে।

২ অক্টোবর ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

কাজিহাটা বহল্লাপুর প্রাথমিক স্কুল

ঢাকা বাংলাদেশ

বিষয়: বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন

জনাব

বিনীত নিবেদন এই যে গতকাল ১ অক্টোবর ২০২৪ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত একটি দুর্দান্ত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে আপনার সু প্রতিষ্ঠিত প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক পদের লোক নিয়োগ দেওয়া হচ্ছে উত্তর পদের একজন আগ্রহী এবং যোগ্য প্রার্থী হিসেবে নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা উপস্থাপন করা হলো।

জীবন বৃত্তান্ত

শিক্ষাগত যোগ্যতা (সার্টিফিকেটের দুই কপি)

দুই কপি পাসপোর্ট সাইজের ছবি

উপরের এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এর ওপর নির্ভর করে আমাকে উক্ত পদের জন্য নির্বাচন করে বাধিত করুন। আমি আশা করছি ওপরের এই জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এর উপর নির্ভর করে আপনি আমাকে ইন্টারভিউ এর জন্য কল করবেন এবং আপনার স্কুলের সহকারী শিক্ষক পদে চাকরি দিবেন।

নিবেদক

নিজের নাম

মোবাইল নাম্বার

এভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হবে যদি হাতে-কলমে আবেদনপত্র তৈরি করেন তাহলে একটি পেজের মধ্যেই আবেদনপত্র সম্পন্ন করতে হবে আর আবেদন পত্র তে কোথাও খালি পেজ রাখা যাবে না এটি আবেদনের সৌন্দর্য থেকে নষ্ট করবে। এক পেজের মধ্যেই মূল বিষয়বস্তু সম্পন্ন করতে হবে এবং অপর পেজ খালি রাখতে হবে। হাতে আবেদনপত্র তৈরি করলে অতিরিক্ত কাটাকাটি করা যাবে না আর হাতের লেখা সুন্দর করতে হবে।

আরো পড়ুন: উদ্দীপন এনজিও অনলাইন আবেদন পত্র লেখার নিয়ম

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম সহকারী শিক্ষক পদে চাকরির জন্য আবেদন পত্র, প্রধান শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আবেদন করলে দ্রুত সে আবেদন পত্র মঞ্জুর করা হবে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম।

যে কোন চাকরিতে জয়েন করার জন্য প্রথমেই জানতে হবে একটি আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে আবেদন পত্র রেখা খুবই সহজ যদি চাকরির আবেদন পত্র তৈরি করতে চান তাহলে কোন পত্রিকার মাধ্যমে জানতে পেরেছেন সে পত্রিকা এবং তারিখ উল্লেখ করতে হবে পাশাপাশি নিজের জীবন বৃত্তান্ত এবং অভিজ্ঞতা সহ শিক্ষাগত যোগ্যতা উপস্থাপন করতে হবে।।

সহকারী শিক্ষক পদে আবেদনপত্র তৈরি করার পূর্বে ওপরে দেখুন আবেদন পত্র লেখার নিয়ম দেওয়া রয়েছে এই নিয়ম অনুসারে আবেদনপত্র তৈরি করলে অবশ্যই আবেদন পত্র মঞ্জুর করা হবে। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা এর কপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের কপি সংগ্রহ করে জমা দিতে হবে।

আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সকলে বুঝতে পেরেছেন আবেদন পত্র তৈরি নিয়ম এবং সহকারী শিক্ষক পদে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে। আজকের আর্টিকেলটি আপনার নিকট কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *