অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম
| | | | | | | |

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে A-Z জানুন

সবচেয়ে সহজ নিয়মে অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে A-Z আজকের এই আর্টিকেলে শেয়ার করব। অনেকেই জানেন না কিভাবে অফিসিয়াল দরখাস্ত লিখতে হয়। অফিসিয়াল দরখাস্ত অথবা আবেদন পত্র লেখার নিয়ম খুবই সহজ চলুন আমরা দেখে আসি সবচেয়ে সহজ নিয়মে দরখাস্ত লেখার নিয়ম ২০২৪, কলেজে দরখাস্ত লেখার নিয়ম এবং অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম।

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম

একটি অফিসের দরখাস্ত লেখার কয়েকটি ধাপ রয়েছে। সেই ধাপ মেনে নিয়ম অনুসরণ করে অফিসিয়াল দরখাস্ত লিখতে পারবেন। চলুন আমরা তাড়াতাড়ি দেখে আসি অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম কলেজে দরখাস্ত লেখার নিয়ম এবং অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম।

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে A-Z জানুন

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম খুবই সহজ। যখন আপনি অফিশিয়াল দরখাস্ত তৈরি করবেন তখন নিজের ভাষা বাদ দিয়ে বইয়ের ভাষা ব্যবহার করতে হবে। অফিসিয়াল দরখাস্ত পত্র তখনই তৈরি করা হয় যখন অফিসে অথবা কোন সরকারি প্রতিষ্ঠানে সুবিধা উপভোগ করার জন্য আমরা আবেদন পত্র তৈরি করি।

আরো পড়ুন: সহকারী শিক্ষক পদে আবেদন পত্র লেখার নিয়ম

অফিসিয়াল দরখাস্ত সাধারণ দরখাস্ত এর তুলনায় অনেকটা আলাদা। অফিসিয়াল দরখাস্তে দরখাস্ত লেখার পূর্বেই ওপরে কোন কারণ নিয়ে দরখাস্তটি লিখছেন সেই কারণটি উল্লেখ করতে হবে। তারপর নিচে তারিখ লিখতে হবে। আপনি যদি একটি অফিসিয়াল আবেদনপত্র বাসায় তৈরি করতে চান তাহলে নিচের নিয়ম গুলো অনুসরণ করুন।

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম
  1. অফিসে দরখাস্ত লেখার প্রথমেই দরখাস্ত পত্রের কারণ উল্লেখ করতে হবে।
  2. তারপর প্রাপককে উল্লেখ করতে হবে।
  3. প্রতি লিখে নিচে কোন প্রতিষ্ঠানে এই আবেদন পত্রটি জমা দেবেন সে প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে।
  4. জেলা এবং বিভাগের ঠিকানা উল্লেখ করতে হবে যেমন রাজশাহী বাংলাদেশ।
  5. তারপর বিষয় উল্লেখ করতে হবে।
  6. বিষয়ে কোন কারণে আজকের এই আবেদন পত্রটি লিখতে চলেছেন সে বিষয়টি উল্লেখ করতে হবে।
  7. তারপর মহোদয় কিংবা মহাশয়ের দিকে মূল বক্তব্যতে যেতে হবে।
  8. মূল বক্তব্যতে অতিরিক্ত কোন শব্দ ব্যবহার করা যাবে না আর যতটা সম্ভব বইয়ের ভাষায় লিখতে হবে।
  9. মূল বক্তব্য অতি সংক্ষিপ্ত রাখতে হবে এবং সর্বশেষে নিচে, অতএব মহাশয় এর নিকট বিনীত আবেদন,,,,,,,(মূল বিষয়) সর্বশেষে নমস্কারান্তে, বিনীত নিবেদক লিখতে হবে।
  10. তারপর আবেদনকারীর নাম স্বাক্ষর ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে।
  11. তারপর নিচে ঠিকানা এবং তারিখ উল্লেখ করতে হবে।
  12. একটি পেজের মধ্যে আবেদনপত্র সম্পন্ন করতে হবে।
  13. আবেদনপত্র যতটা সম্ভব সংক্ষিপ্ত আকারে লিখতে হবে।
  14. অতিরিক্ত শব্দ এড করে আবেদনপত্রকে বড় করা যাবে না।
  15. আর ” আমি ” ”তুমি ” এ সমস্ত শব্দ যতটা সম্ভব কম ব্যবহার করতে হবে।

প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অফিশিয়াল আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে অফিসের আবেদন পত্র বলতে বোঝায় যেখানে আপনি কোন সরকারি প্রতিষ্ঠানে কোন কিছু চেয়ে আবেদন পত্র তৈরি করছেন কিংবা অফিসে কোন বিষয় নিয়ে আবেদন পত্র তৈরি করছেন।

মনে করুন আপনি চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আপনার সরকারি প্রতিষ্ঠান থেকে আপনি সাহায্য চাচ্ছেন সেক্ষেত্রে এটি হবে একটি অফিসিয়াল দরখাস্ত ম্যানেজার অথবা মেইন অফিসারের নিকট উপরের এই নিয়ম অনুসারে আর্থিক সহযোগিতা চেয়ে দরখাস্ত পত্র তৈরি করতে পারবেন।

অফিসিয়াল দরখাস্ত পত্র

আপনারা যারা কম্পিউটার ফরমেটে অফিসিয়াল দরখাস্ত তৈরি করতে চাচ্ছেন তারা নিচের এই দরখাস্তটি হুবহু কপি করে বিষয়বস্তু তারিখ এবং নিজ নাম পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন আর যদি হাতে আবেদন পত্র তৈরি করতে চান তাহলে হুবহু একই নিয়ম ফলো করে আবেদন পত্র তৈরি করুন তবে চেষ্টা করবেন হাতে তৈরি করলে হাতের লেখা সর্বোচ্চ সুন্দর রাখার।

অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে A-Z জানুন

চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদনপত্র

তারিখ:০৮/৯/২০২৪

মাননীয় প্রধান অফিসার

খুলনা ইসলামী ব্যাংক

বিষয়: জরুরী চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন

মহাশয়

বিনীত নিবেদন এই যে, আমি আপনার প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংকের সহকারী ম্যানেজার পদে অধ্যায়নরত রয়েছি। গত সপ্তাহ তে হঠাৎ আমার বাবা গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েন এই অবস্থাতে চিকিৎসক বলেন যত দ্রুত সম্ভব অপারেশন করতে হবে। অপারেশনের জন্য ৪ লক্ষ টাকা প্রয়োজন। আমার কাছে এই মুহূর্তে এত টাকা দিয়ে অপারেশন করানোর সামর্থ্য নেই।

আরো পড়ুন: প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত পত্র লিখার নিয়ম জেনে নিন

অতএব মহাশয়ের নিকট বিনীত আবেদন এই যে আমার বাবার সঠিক চিকিৎসার জন্য যদি আপনি আর্থিক সহযোগিতায় প্রদান করতেন তাহলে আমি আপনার নিকট চিরদিন ঋণী হয়ে থাকতাম।

নমস্কারান্তে,

বিনীত নিবেদক,

মোহাম্মদ ইসমাইল হাসান

০১৯৫৮৭৫৮৯৯

খুলনা, বাংলাদেশ

প্রিয় পাঠক আপনারা যারা অফিসিয়াল দরখাস্ত পত্র তৈরি করতে চাচ্ছেন তারা উপরের এই রুলস গুলো অনুসরণ করুন একটি অফিসিয়াল দরখাস্ত পত্র শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানে এবং চাকরির বিষয়ে তৈরি করতে হয়। যেমন আপনি যে প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন,

মনে করেন সে প্রতিষ্ঠান থেকে আপনি কোন অসুবিধা উপভোগ করতে চান সে ক্ষেত্রে আপনাকে একটি অফিশিয়াল দরখাস্ত পত্র তৈরি করতে হবে এখন আপনি যদি ওপরের এই নিয়ম অনুসারে হুবহু একটি দরখাস্ত পত্র তৈরি করেন তাহলে আশা করছি পাঠক খুশি হবে,

এবং আপনাকে আপনার আশা অনুরূপ ফলাফল প্রদান করবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অফিশিয়াল দরখাস্ত পত্র সম্পর্কে এবার চলুন আমরা দেখে আসি কলেজে দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে।।

কলেজে দরখাস্ত লেখার নিয়ম

আপনি কি কলেজ পড়ুয়া শিক্ষার্থী? কলেজে আবেদনপত্র তৈরি করতে চাচ্ছেন? কিন্তু জানেন না কিভাবে কলেজে দরখাস্ত পত্র অথবা আবেদন পত্র তৈরি করতে হয়? যদি কলেজ বিষয়ক কোন আবেদনপত্র থাকে তাহলে প্রধান অধ্যক্ষ

এর নিকট আবেদনপত্র তৈরি করতে হবে। কলেজে বেশিরভাগ দরখাস্তপত্র অধ্যক্ষ এ নিকট করতে হয় কারণ কলেজে অধ্যক্ষ প্রধান হয়। নিচে দেখে নিন কলেজে দরখাস্ত লেখার নিয়মাবলী আলোচনা করা হলো।

কলেজে দরখাস্ত লেখার নিয়ম

তারিখ: ০৯/৮/২৪

বরাবর অধ্যক্ষ

রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট

বিষয়: অসুস্থতার জন্য পরীক্ষাতে অনুপস্থিতির আবেদন পত্র

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি আপনার সু প্রতিষ্ঠিত রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। গতকাল রাত থেকে হঠাৎ আমার পেটে তীব্র ব্যথা হয় আমাকে পরিবারের সদস্যরা হসপিটালে ভর্তি করে এবং সেখানে চিকিৎসক জানান আমাকে হসপিটালে আগামী তিনদিন পর্যন্ত ভর্তি থাকতে হবে।

আগামীকাল ১০এ আগস্ট ২০২৪ থেকে আমার প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই অবস্থায় আমার পক্ষে আগামীকাল পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকা কোনভাবেই সম্ভব নয়।

অতএব জানাবের নিকট আমার বিনীত আবেদন এই যে আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে আগামী তিনদিন পর্যন্ত ছুটি প্রদান করুন এবং আমাকে আবারো পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দিয়ে বাধিত করুন। ধন্যবাদ।

আপনার একান্ত অনুগত শিক্ষার্থী,

হালিমা মাহমুদ রিমা,

রোল: ০৮

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কলেজে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে এখন প্রশ্ন হল আপনি কোন বিষয়ের উপর আবেদন পত্র তৈরি করছেন? যদি কলেজে ক্যান্টিনে স্থাপনের জন্য আবেদন পত্র তৈরি করেন তাহলে উপরের সকল নিয়ম

আরো পড়ুন: melatrin cream কি কাজ করে জানলে অবাক হবেন

একই রেখে শুধুমাত্র বিষয়ে আলাদা লিখতে হবে। বিষয়: কলেজে ক্যান্টিনে স্থাপনের জন্য আবেদন পত্র। তারপর এই বিষয়ের উপর মূল বক্তব্যতে উল্লেখ করতে হবে আপনার কলেজে ক্যান্টিনের না থাকার কারণে কি কি অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে

এবং ক্যান্টিনের প্রয়োজনীয়তা সম্পর্কে দুই লাইন উল্লেখ করে আবেদনপত্র সম্পন্ন করতে হবে। আবেদন পত্র লেখার নিয়ম একই শুধুমাত্র বিষয়বস্তু এবং তারিখ আলাদা থাকে।। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কলেজে আবেদন পত্র লেখার নিয়ম এবার চলুন দেখে আসি অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম।

অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম

আপনি কি অভিযোগ পত্র তৈরি করতে চাচ্ছেন? থানাতে কোনো বিষয়ে অভিযোগ থাকলে সে ক্ষেত্রে অভিযোগ পত্র তৈরি করতে হয়। অভিযোগ পত্র লেখার নিয়ম খুবই সহজ যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করতে চান তাদেরকে এই সকল বিষয় সম্পর্কে জানতে হবে। নিচে দেখুন অভিযোগ পত্র লেখার নিয়ম।

অভিযোগ দরখাস্ত লেখার নিয়ম
  • তারিখ: ০৭/০৯/২০২৪
  • বরাবর অফিসার ইনচার্জ পুঠিয়া রাজশাহী
  • বিষয়: পাওনা টাকা ফেরত না পাওয়ার প্রসঙ্গে অভিযোগ
  • প্রথম পক্ষ দাতা
  • মোঃ শরিফুল ইসলাম সরকার
  • পিতা: আনসার ইসলাম সরকার
  • গ্রাম: শালবাগান পুঠিয়া
  • উপজেলা: পুঠিয়া, রাজশাহী
  • দ্বিতীয় পক্ষ:
  • দ্বিতীয় পক্ষ গ্রহিতা
  • মোঃ আশিকুল আহমেদ
  • পিতা: আশরাফুল আহমেদ
  • গ্রাম: নন্দন গাছিয়া
  • উপজেলা: পুঠিয়া, রাজশাহী

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি প্রথমপক্ষ মোঃ শরিফুল ইসলাম সরকার, পিতা: আনসার ইসলাম সরকার, গ্রাম: শালবাগান পুঠিয়া এবং উপজেলা পুঠিয়া রাজশাহী। আমি গত ১৭/৮/২০২৩ তারিখে নন্দন গাছিয়া গ্রামের মোঃ আশিকুল আহমেদকে নগদ পঞ্চাশ হাজার টাকা অর্থ দিয়ে সাহায্য করিয়াছিলাম।

সে বলেছিল আগামী এক মাসের মধ্যেই সে সমস্ত টাকা ফেরত দিয়া দিবে।কিন্তু আগামী মাস পার হয়ে গেলে তার নিকট যোগাযোগ করা হলে সে জানায় সে কোন প্রকার অর্থ ফেরত দিতে পারবে না। তাকে আবারো টাকা ফেরত দেওয়ার কথা বলতে যাওয়াই

সে উল্টো লাঠি হামলা করে। লাঠি হামলায় আমার বোন মোসা: সানিয়া সরকার গুরুতর আহত হয়। এই অবস্থায় আমি তার এরুপ কুরুচিপূর্ণ কর্মকান্ডের জন্য বিচার চাই, এবং আমার নগদ ৫০ হাজার টাকা অর্থ আমি ফেরত চাই।

অতএব জানাবেন নিকট আমার বিনীত আবেদন এই যে আমার নগদ অর্থ পাওনা আদায় এর লক্ষ্যে আমাকে সাহায্য করুন এবং তার কুরুচিপূর্ণ ও কর্মকান্ডের বিচার করুন।

  • ইতি
  • মোঃ শরিফুল ইসলাম সরকার
  • পিতা: আনসার ইসলাম সরকার
  • গ্রাম: শালবাগান পুঠিয়া
  • উপজেলা: পুঠিয়া রাজশাহী
  • মোবাইল নাম্বার: ০১৮২৬২৮২৬২৮

প্রিয় পাঠক বৃন্দ আপনারা যারা অভিযোগ পত্র তৈরি করতে চাচ্ছেন তারা ওপরের এই নিয়ম নীতিগুলো অনুসরণ করে আবেদনপত্র তৈরি করতে পারবেন অভিযোগ পত্র তৈরি করার নিয়ম একটু কঠিন মনে হতে পারে।

সাধারণ আবেদনপত্র এর তুলনায় অভিযোগ পত্র লেখার নিয়ম ভিন্ন এবং অভিযোগপত্র তে সম্পূর্ণ বইয়ের ভাষা ব্যবহার করতে হবে এখানে অতিরিক্ত (আমি, তুমি এবং আপনি) এই শব্দগুলো ব্যবহার করা যাবে না।

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম

প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত পত্র লেখার নিয়ম খুঁজছেন? তাহলে আপনার খোঁজাখুঁজি এখানেই শেষ হচ্ছে অনেকেই জানে না কিভাবে দরখাস্ত পত্র তৈরি করতে হয় যদি আপনি নিজের এই নিয়ম গুলো দেখে নেন তাহলে আশা করছি আগামী সময় কখনোই আপনাকে আর দরখাস্ত লেখার নিয়ম খুঁজতে হবে না। নিচের এই নিয়মটি খুবই সহজ এবং সবচেয়ে সহজ নিয়মে আপনারা আজকে শিখতে পারবেন দরখাস্ত লেখা।

তারিখ: ০৯/২/২০২৫

বরাবর

প্রধান শিক্ষক

সরকারি প্রাইমারি স্কুল রাজশাহী

বিষয়: কলেজে একটি টিউবওয়েল প্রতিস্থাপনের জন্য আবেদন পত্র (উক্ত বিষয়)

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার সু প্রতিষ্ঠিত সরকারি প্রাইমারি স্কুলের চতুর্থ শ্রেণীর,,,,(নিজ শ্রেণ) শিক্ষার্থীবৃন্দ। আমরা প্রত্যেকে জানি যে আমাদের স্কুলে জেলার মধ্যে সবচেয়ে সেরা এবং সুনামধন্য একটি স্কুল। তবে আমাদের স্কুলে কোন প্রকার টি উপায় এর প্রতিস্থাপন করা হয়নি।

শিক্ষার্থীরা অনেক সময় বাসা থেকে পানির বোতল নিয়ে আসতে ভুলে যাই এই অবস্থায় তাদেরকে সারাদিন তৃষ্ণার্ত অবস্থায় থাকতে হয়। আমাদের স্কুলে যদি একটি টিউবওয়েল প্রতিস্থাপন করা হয় তাহলে আর পানির সংকট দেখা দিবে না।

প্রতিদিন স্কুলে আসার সময় পানির বোতল নিয়ে আসার কোন প্রয়োজন হবে না। পানির বোতল স্কুলে নিয়ে আসার সময় সারাদিনে পানির বোতলটি গরম হয়ে যায়। এই সমস্ত দিক বিবেচনা করলে আমাদের স্কুলে একটি টিউবয়েলের অতি প্রয়োজন রয়েছে।

আরো পড়ুন: ছাড়পত্র চেয়ে আবেদনপত্র লিখার সবচেয়ে সহজ নিয়ম

বিনীত নিবেদক

অতএব জনাবের নিকট বিনীত আবেদন এই যে, শিক্ষার্থীদের সমস্যার কথা বিবেচনা করে যাতে দ্রুত সম্ভব আমাদের স্কুলে একটি টিউবওয়েল প্রতিস্থাপনের ব্যবস্থা করা হোক।

৪র্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ

বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত লেখার নিয়ম

আপনি কি বিশ্ববিদ্যালয়ের জন্য দরখাস্তপত্র তৈরি করতে চাচ্ছেন? দরখাস্ত পত্র তৈরি করার পিছে বিভিন্ন কারণ থাকতে পারে যেমন বিশ্ববিদ্যালয় কোন সুবিধা কিংবা সুযোগ লাভের আসে দরখাস্তপত্র তৈরি করা ছুটির জন্য দরখাস্তপত্র তৈরি করা আর্থিক সহযোগিতার জন্য শিক্ষার্থীদের দরখাস্তপত্র তৈরি করতে পারবে।

কিংবা রেজিস্ট্রেশন ফি মওকুফ করার জন্য আবেদন পত্র অথবা শিক্ষার্থীদের বিশেষ কোনো অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি নেওয়ার জন্য আবেদন পত্র তৈরি করতে হয়। শিক্ষার্থীরা বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ের জন্য দরখাস্ত পত্র তৈরি করতে চাই। তাই আজকের এই আর্টিকেলে আমরা শেয়ার করব বিশ্ববিদ্যালয়ের জন্য দরখাস্ত লেখার নিয়মাবলী।

বিশ্ববিদ্যালয়ের দরখাস্ত লেখার নিয়ম
  • তারিখ ২৪ আগস্ট ২০২৫
  • বরাবর
  • উপাচার্য
  • খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা (নিজ বিশ্ববিদ্যালয়ের নাম)
  • বিষয়: হলে সিটের জন্য দরখাস্ত (উক্ত বিষয়)
  • জনাব,
  • বিনীত নিবেদন এই যে আমি আপনার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের,,,,(নিজ বিভাগ) ক ইউনিটের একজন নিয়মিত শিক্ষার্থী আমি মূলত ঢাকা,,,(নিজ জেলা) জেলার একজন বাসিন্দা। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকার মত
  • আমি এখন পর্যন্ত কোনো প্রকার মেস কিংবা বাসা ভাড়া নিতে পারিনি। এই অবস্থাতে আমার থাকার জন্য একটি জায়গায় প্রয়োজন। বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের একটি হলরুমের সিট পেলে আমার জন্য খুব ভালো হতো।
  • অতএব জনাবের নিকট আমার আকুল আবেদন, আপনার বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস এর হল রুমে আমার জন্য একটি সিট এর ব্যবস্থা করে দিয়ে বাধিত করুন।
  • বিনীত নিবেদক,
  • তানিয়া তাবাসসুম তন্বী
  • অর্থনীতি বিভাগ

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের দরখাস্তপত্র তৈরি করতে চাচ্ছেন তারা উপরের এই নিয়ম অনুসরণ করতে পারেন। যদি কম্পিউটার ফরমেটে আবেদনপত্র তৈরি করেন তাহলে উপরের আবেদন পত্রটি কপি করে নিজের নাম বিশ্ববিদ্যালয় এবং বিষয় পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিশ্ববিদ্যালয় দরখাস্ত লেখার নিয়ম।

চাকরির জন্য আবেদন পত্র

আপনি কি চাকরির জন্য আবেদনপত্র তৈরি করতে চাচ্ছেন? পড়াশুনা সম্পন্ন করে আমাদের প্রত্যেকেরই ইচ্ছা থাকে ভালো একটি চাকরিতে জয়েন করার কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না চাকরিতে জয়েন করার জন্য কি কি করতে হবে? প্রথমে যদি আপনি চাকরিতে জয়েন করতে চান তাহলে সেই প্রতিষ্ঠানে একটি আবেদনপত্র পাঠাতে হবে।

চাকরি করার ইচ্ছা থাকলে বিডি জবস ওয়েবসাইট ঘুরে দেখতে হবে সেখানে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দেওয়া থেকে সে বিজ্ঞাপন গুলো দেখে সেখানে এটি আবেদন পত্র লিখতে হবে এবং আপনার আবেদন পত্রটি যদি পাঠকের পছন্দ হয় তাহলে তারা আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করবে।

আপনার কথাবার্তা সবকিছু ঠিক থাকতে এবং আপনি যদি ইন্টারভিউ পাশ করতে পারেন তাহলে আপনাকে তারা সেই চাকরিটি প্রদান করবে। চাকরি পাওয়ার জন্য প্রথম যুদ্ধ হলো একটি সুন্দরভাবে আবেদন পত্র তৈরি করা আপনার আবেদন পত্র যত বেশি সুন্দর হবে পাঠক আপনাকে দ্রুত কল করবে।

তারিখ: ৮ জানুয়ারি ২০২৫

বরাবর প্রকল্প পরিচালক

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট

বিষয়: সহকারি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির জন্য দরখাস্ত

মুহতারাম,

সবিনয় বিনীত নিবেদন এই যে আমি গত ৫ জনুয়ারি ২০২৫ তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার সু প্রতিষ্ঠিত রাজশাহী পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে সহকারি অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে।

আমি উক্ত পদের একজন আগ্রহে প্রার্থী হিসেবে আবেদন করছে নিজে আমার প্রয়োজনীয় জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা এর কাগজপত্রসমূহ আপনার সদা বিবেচনার জন্য সংযোগ করা হলো।

বিনীত নিবেদক,

মোঃ নুরুল হাসান

মোবাইল নাম্বার: ০১৬৭৭৪৫৭৮৭

ইমেইল: nurulhasan9@gmail.com

সংযুক্তি

  • জীবন বৃত্তান্ত
  • শিক্ষাগত যোগ্যতা এবং সত্যায়িত্ত কপি
  • চারিত্রিক সনদপত্র এবং প্রশংসা পত্রের কপি
  • পাসপোর্ট সাইজের দুই কপি ছবি
  • পূর্বের প্রতিষ্ঠানের এনওসি
  • অভিজ্ঞতা
  • ভাষাগত যোগ্যতা

উপরের এ সকল কাগজপত্র আবেদন পত্রের নিচে সংযুক্ত করতে হবে। আর যদি অনলাইনে আবেদন পত্র তৈরি করেন তাহলে ছক আকারে প্রতিটি তথ্য উল্লেখ করতে হবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক আজকেরে আর্টিকেলে আমরা আলোচনা করলাম সবচেয়ে সহজ নিয়মে অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম কলেজে দরখাস্ত লেখার নিয়ম প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লেখার নিয়ম চাকরির দরখাস্ত লেখার নিয়ম এবং অভিযোগ দরখাস্ত লেখার নিয়মের পাশাপাশি বিশ্ববিদ্যালয় দরখাস্ত লেখা নিয়মাবলী।

আজকের আর্টিকেলে শুধুমাত্র দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আপনারা যেটা জানেন না কিভাবে দরখাস্তপত্র তৈরি করতে হয় তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন একটি প্রফেশনাল দরখাস্তপত্র কিভাবে তৈরি করতে হবে??

উপরের এই নিয়মাবলী সমূহ অনুসরণ করে আপনারা একটি প্রফেশনাল দরখাস্তপত্র তৈরি করতে পারবেন দর কাছে পত্র তৈরি করার নিয়ম একই শুধুমাত্র তারিখ সাবজেক্ট এবং নাম ভিন্ন থাকে তবে চাকরি দরখাস্তপত্র এবং অফিসিয়াল দার কাছে পত্র লেখার নিয়ম অনেকটা আলাদা।

তাই আজকের এই আর্টিকেলে আমরা সকল ধরনের আবেদন পত্র লেখার নিয়ম বিস্তারিত ব্যাখ্যা করলাম।। আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনারা সকলে বুঝতে পেরেছেন কোন দরখাস্ত কিভাবে লিখতে হয় আর কোন বিষয়ে আপনাদের প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *