নগদ একাউন্ট দেখার নিয়ম ১ মিনিটেই nagad app
আপনি কি নগদ একাউন্ট দেখার নিয়ম খুঁজছেন? যারা নতুন নগদ ব্যবহার করছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব নগদ একাউন্টে ব্যালেন্স দেখার নিয়ম, নগদ একাউন্ট পিন কোড ভুলে গেলে করণীয় কি এবং নগদ একাউন্ট টাকা সেন্ড মানি করার নিয়ম কি।

অর্থাৎ আপনি যদি আজকের এই আর্টিকেলটি সম্পন্ন দেখেন তাহলে আপনি নগদ একাউন্ট কিভাবে ব্যবহার করতে হয়? কিভাবে সেন্ড মানি করতে হয়? কিভাবে নগদ একাউন্টে পিন রিসেট করতে হয় এবং কিভাবে নগদ একাউন্ট ব্যালেন্স চেক করতে হয় নগদ একাউন্ট দেখার নিয়ম সে সকল বিষয় সম্পর্কে জানতে পারবেন।
নগদ একাউন্ট দেখার নিয়ম
আপনি কি নগদ একাউন্ট দেখতে চাচ্ছেন? আপনার নগদ একাউন্টে অবশিষ্ট কত balance রয়েছে জানতে চাচ্ছেন? যারা নতুন নগদ একাউন্ট ব্যবহার করছেন তারা অনেকেই জানেন না যে নগদ একাউন্টে কিভাবে টেন্ডার করতে হয় কিভাবে মোবাইল রিচার্জ করতে হয় কিভাবে পিন কোড রিসেট করতে হয় আবার কিভাবে অবশিষ্ট ব্যালেন্স চেক করতে হয়।
স্বাভাবিকভাবে নতুন নগদ একাউন্ট কিংবা বিকাশ একাউন্ট ব্যবহার করা একটু কঠিন মনে হতে পারে তবে ধীরে ধীরে যখন আপনি নিয়মিত নগদ একাউন্ট এবং বিকাশ একাউন্ট ব্যবহার করবেন তখন এটা আপনার কাছে সবচেয়ে সহজ একটি বিষয় মনে হবে।
নগদ একাউন্ট দেখার নিয়ম
নগদ এবং বিকাশ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লেনদেন মাধ্যম তবে bkash এর চাইতে নগদ বেশি বিশ্বস্ত এবং নগদে খুব অল্প মূল্যের মধ্যে লেনদেন করা যায় এই জন্য বেশিরভাগ বিকাশ ব্যবহারকারীরা এখন নগদে ট্রান্সফার হয়েছেন। নগদে খুব অল্প মূল্য খরচের মাধ্যমে আপনারা লেনদেন করতে পারবেন
এবং নগদের মাধ্যমে সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে এখন লেনদেনের ব্যবস্থা রয়েছে আর নগদ সবচেয়ে বিশ্বস্ত একটি ব্যাংক একাউন্ট হিসেবে কাজ করবে বিকাশ একাউন্টের অর্থ লেনদেনের জন্য অনেক সময় ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজন হয়
কিন্তু নগদ একাউন্টে আপনি কোন রকম ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই আপনার অর্থ গুলো সঞ্চয় করতে পারবেন না। তবে আপনাদের জানার সুবিধার্থে বলে থাকি একটি এনআইডি কার্ড এবং একটি নাম্বারের সাহায্যে শুধুমাত্র একবার নগদ একাউন্ট তৈরি করতে পারবেন।
ঠিক একইভাবে বিকাশের ক্ষেত্রেও একটি নাম্বারের সাহায্যে শুধুমাত্র একবারই আপনারা বিকাশ একাউন্ট খুলতে পারবেন। আবার আপনারা চাইলে একটি নাম্বারে বিকাশ ও নগদ উভয় একাউন্ট খুলে রাখতে পারবেন। যদি আপনি আগে থেকেই একটি নগদ একাউন্ট খুলে থাকেন
তাহলে আসুন আমরা জেনে নেই এবার নগদ একাউন্টের লেনদেন ব্যবস্থা সম্পর্কে এবং কিভাবে আপনি অবশিষ্ট ব্যালেন্স চেক করবেন সেই বিষয়ে সম্পর্কে। আর যদি এখন পর্যন্ত কোন প্রকার নগদ একাউন্ট তৈরি করে না থাকেন তাহলে নিচের লিংকে ক্লিক করে ঝটপট একটি নগদ একাউন্ট তৈরি করে ফেলুন।
আরো পড়ুন: নগদ একাউন্ট তৈরির সবচেয়ে সহজ নিয়মাবলী
নগদ একাউন্ট ব্যালেন্স চেক করার নিয়ম
আশা করছি নগদ একাউন্ট দেখার নিয়ম সম্পর্কে আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। নতুন নগদ একাউন্ট ব্যবহার করছেন তারা ব্যালেন্স চেক করতে চাইলে ফোনের ডায়াল প্যাড থেকে ডায়াল করুন *১৬৭#। বাটন মোবাইলে অথবা এন্ড্রয়েড মোবাইলে যদি নগদ অবশিষ্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে *১৬৭#ডায়াল করার পর নিচে দেখুন my nagad নামক একটি বাটন দেওয়া রয়েছে।
my nagad এ প্রবেশ করতে ডায়ালপ্যাড হতে ৭ ডায়াল করে কল বাটোনের ক্লিক করুন। তারপর দেখুন প্রথম একটি অপশন দেওয়া রয়েছে balance enquiry। ১ ডায়াল করুন। তাহলে আপনি আপনার অবশিষ্ট নগদ একাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আপনার নগদ একাউন্টে কত টাকা এখন রয়েছে দেখতে পারবেন।
নগদ একাউন্ট ব্যালেন্স চেক নিয়ম 2
নগদ একাউন্টে ব্যালেন্স চেক করার আরো একটি উপায় রয়েছে সেটি হল মাইনাস অ্যাপ্লিকেশনের এর সাহায্যে ব্যালেন্স চেক করতে পারবেন। যারা নগদ ব্যবহার করেন এবং অ্যান্ড্রয়েড মোবাইল ফোন রয়েছে তারা সর্বদা চেষ্টা করবেন my nagad অ্যাপ ব্যবহার করার
কারণ এটি সবচেয়ে বেশি সহজ এবং এর সুযোগ সুবিধা অনেক বেশি। My nagad ব্যবহার করে খুব সহজে অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন মোবাইলে রিচার্জ করতে পারবেন পাশাপাশি লেনদেন করতে পারবেন। উপরে নিয়ম অনুসারে গুগল প্লে স্টোর থেকে মায় নগদ অ্যাপলিকেশনের দ্রুত ডাউনলোড করে ফেলুন।
নগদ একাউন্টে পিন রিসেট করার নিয়ম
আপনি যদি নগদ একাউন্টে পিন ভুলে যান তাহলে চিন্তায় পড়ে যাবেন কিভাবে এখন নগদ একাউন্টে টাকা উত্তোলন করব কিংবা নগদ এখন ব্যবহার করব কারণ পিন ছাড়া কখনোই নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন না আবার মোবাইলে রিচার্জ করতে পারবেন না। এই অবস্থায় টেনশন বাদ দিয়ে দ্রুত নিজের উপায় অনুসারে একটি নতুন পিন কোড সেট করে ফেলুন।
নগদ পিন ভুলে গেলে করণীয়
- Dial *167# from the phone dialer.
- আট নম্বর অপশনে দেখুন দেওয়া রয়েছে Pin reset। এবার ৮ ডায়াল করে কল বাটনে উপর চাপ দিন।
- তিনটি অপশন আসবে forget pin, change pin, main menu। যদি মেন মেনুতে ফিরে যেতে চান তাহলে 3 ডায়াল করতে হবে আর যদি পিন কোড চেঞ্জ করতে চান তাহলে 2 ডায়াল করতে হবে। যদি আপনার পূর্বের পিনকোড মনে থাকে এবং এই অবস্থাতে আপনি আবার নতুন আরেকটা পিন কোড নির্বাচন করতে চান তাহলে 2 ডায়াল করুন। আর যদি পূর্বের পিন কোড ভুলে যান এবার এখন নতুন একটি পিন কোড পেতে চান তাহলে 1 ডায়াল করুন।
- inter your NAGAD registered NID/photo id number here এমন একটি অপশন আসবে। অর্থাৎ এখন আপনার এনআইডি কার্ডের সামনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারটি এখানে দিতে হবে। যে এনআইডি কার্ডের সাহায্যে নগদ একাউন্ট তৈরি করেছিলেন অবশ্যই সেই এনআইডি কার্ডের সামনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটি এবার টাইপ করে কন্টিনিউ বাটনে ক্লিক করুন।
- Enter 4 digit of your birthday year নিশ্চয়ই এমন একটি অপশন এসেছে? যে nid কার্ডের সাহায্যে নগদ একাউন্ট তৈরি করেছিলেন সেই এনআইডি কার্ডের জন্য তারিখ, মাস এবং বছর টাইপ করে সেন্ড করুন। যদি এখানে ভুল তথ্য প্রবেশ করান তাহলে আপনি পিন রিসেট করতে পারবেন না এই জন্য এন আইডি কার্ড দেখে সম্পূর্ণ সত্য এবং সঠিক তথ্য প্রবেশ করাতে হবে।
- have you done any transaction in last 90 days? অর্থাৎ আপনি কি গত তিন মাসের মধ্যে কোন প্রকার লেনদেন করেছেন নগদের সাহায্য? যদি লেনদেন করে থাকেন তাহলে ১ বাটন ডায়াল করুন। আর যদি না করে থাকেন তাহলে দুই বাটন ডায়াল করুন।
- যদি গত তিন মাসের মধ্যে কোন প্রকার লেনদেন না করে থাকেন তাহলে সরাসরি বিকাশ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে অথবা বিকাশ অ্যাপ ডাউনলোড করে সেখানে একটি লাইভ চ্যাট অপশন রয়েছে লাইভ চ্যাট এর মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করে আপনি দ্রুত নতুন পিন কোড সেট করতে পারবেন।
- আর যদি গত 90 দিনের মধ্যে লেনদেন করে থাকেন তাহলে দুই বাটন ডায়াল করুন।
- তারপর গত তিন মাসের মধ্যে অথবা ৯০ দিনের মধ্যে আপনি কি টাকা সেন্ড মানি করেছেন কিংবা টাকা রিচার্জ করেছেন? সে বিষয়টি উল্লেখ করুন। যদি টাকার রিচার্জ এবং সেন্ড মানি উভয় করে থাকেন তাহলে শর্টকাট পদ্ধতিতে মোবাইল রিচার্জ ডায়াল করুন। তারপর কত টাকা আপনি রিচার্জ করেছিলেন সেই এমাউন্ট ডায়াল করুন এবং সেন্ড বাটনে ক্লিক করুন।
- এবার ১ থেকে ২ মিনিট অপেক্ষা করুন আপনার নাম্বারে এটি এসএমএস আসবে সেই এসএমএসের কোম্পানি থেকে একটি temporary pin code সেন্ড করবে। এই পিন কোড 15 মিনিটের মধ্যে ব্যবহার করতে হবে।
- temporary pin code চলে আসলে আবারো ডায়াল প্যাডে ফিরে যেতে হবে। আবারও ডায়াল করুন *১৬৭#। এবার মেসেজ বক্স চেক করুন যে পিন কোডটি দেওয়া হয়েছে সে পিন কোডটি এখানে বসিয়ে দিন। তারপর সেন্ড বাটনে ক্লিক করুন।
- Enter your new pin code: অর্থাৎ এখানে আপনার নতুন একটি পিন কোড বসাতে বলছে। একটি কঠিন পিন কোড নির্বাচন করুন যে পিন কোড অন্য কেউ সহজেই হ্যাক করতে পারবে না। পিন কোডটি বসিয়ে দেওয়ার পর আলাদা একটি খাতায় লিখে রাখুন।
আরো পড়ুন: সব ধরনেরই চাকরির অভিজ্ঞতা সনদ পত্রের নমুনা
এভাবে আপনি চাইলে যেকোনো সময় আপনার নগদ একাউন্টের পিন কোড পরিবর্তন করতে পারবেন এই পদ্ধতিটি একটু কঠিন মনে হলে সরাসরি নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন। নগদ কাস্টমার কেয়ার নাম্বার হলো ১৬১৬৭। এই নাম্বারে কল করে নগদ প্রতিনিধির সাথে যোগাযোগ করে আপনার পিন কোডটি দ্রুত পরিবর্তন করে ফেলুন।
নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করার সময় পাশে অবশ্যই এনআইডি কার্ড রাখতে হবে nid কার্ডটি ডাকতে হবে এবং এনআইডি কার্ডের নাম্বারটি তাদেরকে কলের মাধ্যমে জানিয়ে দিতে হবে পাশাপাশি সেই এনআইডি কার্ডে কোন জন্ম তারিখ জন্ম মাস এবং জন্ম সাল রয়েছে সে বিষয়টি তোদেরকে জানাতে হবে তাহলে তারা নিশ্চিত হয়ে আপনাকে দ্রুত নতুন একটি পিন কোড সেট করে দিবে।
প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নগদ পিন কোড ভুলে গেলে করণীয় কি এবং কিভাবে নতুন নগদ পিনকোড তৈরি করতে হবে।। এখন প্রযুক্তি উন্নত হচ্ছে নগদ কিংবা বিকাশের পিন কোড ভুলে গেলে হতাশার কোন কারণ নেই। মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যেই নগদ এবং বিকাশের পিনকোড ওপরের এই নিয়মে আপনারা পরিবর্তন করতে পারবেন।
নগদ ক্যাশ আউটের নিয়মাবলী
কিভাবে নগদ একাউন্টে ক্যাশ আউট করতে হয় জানেন না? যদি আপনার এক ফোনে মাই নগদ অ্যাপ থাকে তাহলে সহজে ক্যাশ আউট করতে পারবেন আর যদি না থাকে তাহলে নিচে দেখে নিন কিভাবে আপনি বাটন ফোনে কিংবা ইউ এস এস ডি কোড ব্যবহার করে নগদ থেকে ক্যাশ আউট করবেন।
নগদ ক্যাশ আউটের নিয়মাবলী
- নগদ ক্যাশ আউট করার জন্য প্রথমে ডায়াল *১৬৭#।
- 1. Cash out নামক একটি বাটন দেওয়া থাকবে এটি হলো ক্যাশ আউট করার অপসন। ১ ডায়াল করুন।
- তারপর আপনি কার নাম্বারে ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই নাম্বারটি ডায়াল করুন।
- কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই টাকাটি আপনার নগদ একাউন্টে অবশিষ্ট রয়েছে কি প্রথমে চেক করে নিন। যদি থেকে থাকে তাহলে কত টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন সেই টাকাটি ডায়াল করুন। তারপর ওকে বাটনে ক্লিক করুন।
- এবার আপনার নগদের পিন কোড বসিয়ে দিন। অবশ্যই সঠিক পিন কোড বসাতে হবে যদি তিনবারের বেশি ভুল পিন কোড ব্যবহার করেন তাহলে অটোমেটিক আপনার নগদ একাউন্ট লক হয়ে যাবে।
- সঠিকভাবে পিন কোড বসানোর পরে ১ থেকে ২ সেকেন্ড অপেক্ষা করুন আপনার ফোনে একটি এসএমএস আসবে যে আপনি সফলভাবে নগদ একাউন্ট থেকে ( ) টাকা ক্যাশ আউট করতে সক্ষম হয়েছেন।
আরো পড়ুন: সব ধরনের সার্টিফিকেট গুলো উত্তোলনের জন্য আবেদন পত্র তৈরির নিয়ম
অভিনন্দন প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নগর থেকে ক্যাশ আউট করার নিয়ম কি এবং নগদে সেট করার নিয়ম কি পাশাপাশি নগদের অ্যাকাউন্ট দেখার নিয়ম কি। ওপরে নেওয়া বলি গুলো অনুসরণ করে আপনারা খুব সহজেই নগদে ক্যাশ আউট করতে পারবেন।
নগদে ক্যাশ আউটের সুবিধা
আপনি কি জানেন নগদে ক্যাশ আউটের সুবিধা সম্পর্কে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুবিধাজনক দুইটি ব্যাংকিং সেবা হল নগদ এবং বিকাশ। নগদের মাধ্যমে ক্যাশ আউট করার জন্য ব্যাংকিং সেবার প্রয়োজন নেই এটি সবচেয়ে সহজ এবং সময় সাশ্রয় একটি পদ্ধতি।
- বর্তমান সময়ে নগদের সুবিধা আকাশ ছুঁয়েছে।
- নগদের খুব সহজে লেনদেন করা যায় এবং এতে কোন ব্যাংকিং একাউন্টের প্রয়োজন পড়ে না।।
- নগদ এর মাধ্যমে খুব অল্প টাকার মধ্যে আপনারা লেনদেন করতে পারবেন।
- নগদে লেনদেন করার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নেই আপনি বাসায় বসে মোবাইল ফোন ব্যবহার করে লেনদেন করতে পারবেন।
- নগদে থেকে বিদ্যুৎ বিল কিংবা আরো অন্যান্য বিল পেমেন্ট করতে পারবেন।
- নগদের মাধ্যমে খুব অল্প ভ্যাট এর মাধ্যমে লেনদেন করা সম্ভব।
- নগদ সবচেয়ে নিরাপদ একটি ইন্টারনেট লেনদেন সেবা।
- নগদ ব্যবহার করে মুহূর্তের মধ্যে এক দেশ হতে আর এক দেশে হাজার হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন।
আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নগদে ক্যাশ আউটের সুবিধা সম্পর্কে বিকাশে তুলনায় নগদে খুব অল্প পরিমাণ চার্জে দেওয়া হয় এজন্য বেশিরভাগ বিকাশ ব্যবহারকারীরা এখন নগদে ট্রান্সফার হচ্ছে। আপনি চাইলে উপরের নিয়ম অনুসারে নগদ একাউন্ট তৈরি করে লেনদেন করতে পারবেন।
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক বৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম নগদ ক্যাশ আউটের সুবিধা, নগদ একাউন্ট দেখার নিয়ম কি, নগদ ব্যালেন্স চেক করার নিয়ম, এবং নগদ থেকে পিন ভুলে গেলে করণীয় কি সেই সকল বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম।।
আপনারা অনেকেই যারা নতুন নগদ ব্যবহার করছেন তারা হয়তো জানেন না নগদ থেকে ক্যাশ আউট করার নিয়ম কি নগদ অ্যাকাউন্ট দেখার নিয়ম কি এবং নগদ একাউন্টে ব্যালেন্স চেক করার নিয়ম কি তাই আজকের আর্টিকেলে আপনাদের সাথে নগদ সম্পর্কে সবকিছু বিস্তারিত আলোচনা করলাম।
এই আর্টিকেলটি সম্পন্ন দেখলে আপনারা নোবেল সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারবেন এবং খুব সহজে মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে নগদ অ্যাপ ব্যবহার করে অথবা নগদের ইউ এস এস ডি কোড ব্যবহার করে ক্যাশ আউট করতে পারবেন,
পিন কোড পরিবর্তন করতে পারবেন কিংবা নগদ একাউন্ট দেখতে পারবেন ইত্যাদি। নগদ সম্পর্কিত আর কোন প্রশ্ন কিন্তু মতামত থেকে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন আশা করছি আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আপনারা প্রত্যেকে উপকৃত হয়েছেন।