নগদ একাউন্ট খোলার নিয়মাবলী
| | | | | | | |

নগদ একাউন্ট খোলার নিয়মাবলী ১ মিনিটে Nagad খুলুন

nagad account check করতে চান? আজকের এই আর্টিকেলে আমরা নগদ একাউন্ট খোলার নিয়মাবলী, নগদ অ্যাকাউন্ট দেখার নিয়ম এবং নগদ একাউন্ট কিভাবে আপনারা এক মিনিটে খুলতে পারবেন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব।

নগদ একাউন্ট খোলার নিয়মাবলী

যারা নতুন নগদ account খুলতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে নগদ খুলতে হয় তারা আসুন আমরা জেনে নেই নগদ একাউন্ট খোলার নিয়মাবলী নগদ একাউন্ট দেখার নিয়ম নগদ একাউন্টে কোড ভুলে গেলে করনীয় কি এবং nagad account check।

নগদ একাউন্ট খোলার নিয়মাবলী

আপনি কি নতুন নগদ একাউন্ট খোলার নিয়মাবলী সম্পর্কে জানতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে নগদ একাউন্ট খুলতে হবে নগদ একাউন্ট খোলার উপায় খুবই সহজ। শুধুমাত্র কয়েকটি ছোট ছোট স্টেপ ফলো করলেই আপনি মাত্র এক মিনিটের মধ্যে নবদ একাউন্ট তৈরি করতে পারবেন।

বর্তমান সময়ে নগদ একাউন্টের চাহিদা অনেক বেশি বিকাশের উন্নয়নের অবদ একাউন্টে খুব কম পরিমাণে টাকা কাটা হয় এজন্য বেশিরভাগ মানুষ ব্যবহার করে। নগদ একাউন্টে নিরাপত্তা অনেক বেশি এখানে টাকা রাখলে আপনি সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারবেন নগদ বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত একটি কোম্পানি।

আরো পড়ুন: সব ধরনের চাকরির — অভিজ্ঞতা সনদ পত্রের নমুনা

নগদ ব্যবহার করার মাধ্যমে খুব সহজে আপনারা টাকা পাঠাতে পারবেন তারা গ্রহণ করতে পারবেন এবং মোবাইলে রিচার্জ করতে পারবেন নগদ একাউন্টে ব্যাংক একাউন্ট ছাড়াই টাকা লেনদেন করতে পারবেন এছাড়াও সবচেয়ে দুর্দান্ত একটি সুযোগ হলো নগদ একাউন্টে ইন্টারনেট ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন যা বিকাশে সম্ভব নয়। নিচে দেখুন নগদ একাউন্ট খোলার নিয়মাবলী।

নগদ একাউন্ট খোলার নিয়মাবলী

  • ধাপ ১: প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করে সার্চ করুন Nagad। নগদ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। যদি বাটন মোবাইল থেকে তাহলে নগদ একাউন্ট তৈরি করতে পারবেন না।
  • ধাপ ২: গুগল প্লে স্টোর থেকে নগদ ডাউনলোড করে ওপেন করুন। নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য কিংবা তৈরি করার জন্য একটি সিম কার্ড থাকার জরুরী এবং যেই নাম্বারের সাহায্যে এ নগদ একাউন্টটি তৈরি করবেন সেই নাম্বারটি ফোনে উপস্থিত থাকতে হবে।
  • ধাপ ৩: আসুন আমরা জেনে নেই নগদ একাউন্ট খোলার জন্য কি কি জিনিসের প্রয়োজন রয়েছে। যদি বাসায় বসে এক মিনিটের মধ্যে নগদ একাউন্ট তৈরি করতে চান তাহলে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন এনআইডি কার্ডের সামনে এবং পিকচার সাইটের ক্লিয়ার স্পষ্ট ছবি এবং একটি মোবাইল নাম্বার প্রয়োজন। যে ব্যক্তির এনআইডি কার্ড ব্যবহার করছেন অবশ্যই সে ব্যক্তিকে প্রয়োজন হবে।
নগদ একাউন্ট খোলার নিয়মাবলী

ধাপ ৪: নগদ একাউন্ট খোলার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি দিন যে নাম্বারটি আপনার মোবাইলে এখন উপস্থিত রয়েছে কারণ সেই নাম্বারে এটি otp কোড আসবে সেই ওটিপি কোড ছাড়া নগদ একাউন্ট খুলতে পারবেন না।

নগদ একাউন্ট খোলার নিয়মাবলী

ধাপ ৫: নাম্বারটি কোন অপারেটর রয়েছে অপারেটরটি বেছে নিতে হবে যদি গ্রামীন সিম হয়ে থাকে তাহলে গ্রামীণ ফোন যদি রবি সিম হয়ে থাকে তাহলে রবি সিলেক্ট করুন আর যদি এয়ারটেল কিংবা banglalink হয়ে থাকে সে অপারেটরে সিলেক্ট করে পরবর্তী ধাপের উপর চাপ দিন।

ধাপ ৬: নাম্বারে ওটিপি আসলে সেটি বসিয়ে দেওয়ার পর আপনার সামনে এমন একটি পেজ ওপেন হবে এখানে আপনার জাতীয় পরিচয় পত্র কিংবা এনআইডি কার্ডের সামনে এবং পেছনের অংশটির ছবি তুলে সাবমিট করতে হবে।

ধাপ ৭: নগদ একাউন্ট কিংবা বিকাশ একাউন্ট তৈরি করার জন্য অবশ্যই এনআইডি কার্ড এর প্রয়োজন রয়েছে। যে ব্যাকের এন আই ডি কার্ড ব্যবহার করছেন অবশ্যই তাকেও প্রয়োজন এজন্য চেষ্টা করবেন আপনার কিংবা আপনার বাবা অথবা মায়ের আইডি কার্ড ব্যবহার করার।

ধাপ ৮: এনআইডি কার্ডের সামনে যখন পেছনের অংশের দুইটি স্পষ্ট পিকচার তুলে নিতে হবে তারপর এখানে সাবমিট করতে হবে। তারপর আপনার ফোনের ক্যামেরা অটোমেটিক অন হয়ে যাবে যে ব্যাক্তির এন আই ডি কার্ড ব্যবহার করে ছেলে সে ব্যক্তিকে ফোনের সামনে রাখুন এবং ফোন অনুসারে অঙ্গভঙ্গি পরিবর্তন করে এগিয়ে যান।

ধাপ ৯: সর্বশেষ ধাপ আপনার সিগনেচার দিতে হবে এইখানে একটি খালি জায়গা আসবে সেখানে হাতের সাহায্যে সিগনেচার দিয়ে নিচের পরবর্তী বাটনে ক্লিক করে নগদ একাউন্ট তৈরি করুন।

ওপরের এ কয়েকটি ধাপ অনুসরণ করে মাত্র এক মিনিটের মধ্যেই ঘরে বসে নগদ একাউন্ট তৈরি করতে পারবেন আগে নগদ একাউন্ট তৈরি করতে না পারলে অনেকে নগদ কাস্টমার কেয়ার কিংবা অন্যান্য মানুষের সাহায্য নিতেন

কিন্তু আপনি যদি মাত্র এই কয়েকটি স্টেপ মনে রাখতে পারেন তাহলে ঘরে বসে আপনি নিজের নগদ এখন তৈরি করতে পারবেন পাশাপাশি অন্য কেউ নগদ একাউন্ট তৈরি করে দিয়ে সাহায্য করতে পারবেন।

নগদ একাউন্ট তৈরি করা খুবই সহজ সহজ ভাষায় বলে ন্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে নগদ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তারপর সেখানে সমস্ত নীতিমালা ও টার্মস এন্ড কন্ডিশন আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে।

তারপর একটি মোবাইল নাম্বারের সাহায্যে নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। নগদে একাউন্ট তৈরি করার জন্য এনআইডি কার্ডের সামনে এবং পিছের ছবি তুলে সাবমিট করতে হবে তারপর নিজের একটি সিগনেচার দিয়ে নিচের পরবর্তী বাটনে ক্লিক করে নগদ একাউন্ট তৈরি করতে হবে। এক দুইবার চেষ্টা করলে খুব সহজে আপনি নগদ একাউন্ট তৈরি করতে পারবেন।

বাটন ফোনে নগদ একাউন্ট খোলার নিয়ম

বাটন ফোনে নবজাগরণ তৈরি করা সম্ভব নয় আপনারা অনেকেই জানতে চান যে বাটন মোবাইলে কিভাবে নগদ একাউন্ট তৈরি করা সম্ভব কিন্তু সত্যি কারের অর্থে কখনো নগদ অ্যাকাউন্ট বাটন মোবাইলের সাহায্যে তৈরি করা সম্ভব নয়।

তবে হ্যাঁ আপনি চাইলে একটি এন্ড্রয়েড মোবাইলে নগদ একাউন্ট তৈরি করে তারপর বাটন মোবাইলের সাহায্যে সেই নগদ একাউন্ট ব্যবহার করতে পারবেন অর্থ লেনদেন করতে পারবেন মোবাইলে রিচার্জ করতে পারবেন।

আরো পড়ুন: রাজশাহী টু ঢাকা ট্রেনের –সময়সূচী ১ মিনিটেই ট্রেনের টিকিট কাটুন

কিন্তু বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট তৈরি করা কোনভাবেই সম্ভব নয় কারণ নগদ অ্যাকাউন্ট তৈরি করার জন্য মোবাইল থেকে এনআইডি কার্ডের ছবি সাবমিট করতে হবে যা বাটন মোবাইলের মাধ্যমে সম্ভব নয় তাই নগদ একাউন্ট শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে তৈরি করা সম্ভব।

নগদ একাউন্ট দেখার কোড

যেকোনো বাটন মোবাইলে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যে যদি নগদ একাউন্ট দেখতে চান নগদ একাউন্টের মাধ্যমে লেনদেন করতে চান তাহলে আপনাকে জানতে হবে এই কোডটি। ফোন কোর্টের সাহায্যে নগদ একাউন্ট দেখা যায় নগদ একাউন্ট এর মাধ্যমে লেনদেন করা যায় সেই বিষয় সম্পর্কে আজকের এই আর্টিকেলে শেয়ার করব।।

নগদ একাউন্টে অর্থ লেনদেনের জন্য প্রথমে নগদ একাউন্ট ড্যাশবোর্ড ওপেন এর কোড হল *১৬৭#। এই কোটি বাটন মোবাইলে কিংবা অ্যান্ড্রয়েড মোবাইলে ডায়াল করে নকল একাউন্টের সাহায্যে লেনদেন করতে পারবেন মোবাইলে রিচার্জ করতে পারবেন এবং নগদের আরো অন্যান্য ফিচারগুলো উপভোগ করতে পারবেন।

নগদ একাউন্টে ব্যালেন্স চেক কোড

যারা নতুন নগদ এখন ব্যবহার করছেন তারা হয়তো অনেকেই জানেন না নগদ একাউন্টে ব্যালেন্স দেখার কোড কত যদি নগদ একাউন্টে রিচার্জ করতে চান লেনদেন করতে চান কিংবা ব্যালেন্স চেক করতে চান তাহলে ডায়াল করুন *১৬৭#। তারপর আপনার সামনে এমন কয়েকটি অপশন আসবে,

নগদ একাউন্ট ব্যালেন্স চেক কোড

  1. Cash– out
  2. Send- money
  3. Mobile- recharge
  4. Payment
  5. Bill -pay
  6. EMI -payment
  7. Myy nagad
  8. PIN reset

এখানে যদি ক্যাশ আউট করতে চান তাহলে ১ ডায়াল করুন আর যদি নগদে ব্যালেন্স একাউন্ট চেক করতে চান অথবা আপনার নগদ একাউন্টে অবশিষ্ট কত টাকা রয়েছে সেটি চেক করতে চান তাহলে ৭ ডায়াল করে কল বাটনে ক্লিক করুন।

  1. Balance- enquiry
  2. Mini -etatement
  3. Update opperator
  4. Helpline
  5. Allow-new device
  6. Change- account type
  7. Main -menu

মাইনা করে এই সমস্ত অপশন গুলোর মধ্যে যদি যোগাযোগ করতে চান তাহলে ডায়ালপ্যাড থেকে 4 ডায়াল করতে হবে আর যদি অবশিষ্ট ব্যালেন্স চেক করতে চান তাহলে balance enquiry 1 ডায়াল করে কল বাটনে ক্লিক করুন।

এবার আপনার নগদের পিন কোডটি দিতে হবে পিন কোড দেওয়ার পরে নিচের কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার নগদ একাউন্টের অবশিষ্ট ব্যালেন্স দেখতে পারবেন আপনার নগদ একাউন্টে বর্তমান সময়ে কত টাকা অবশিষ্ট রয়েছে চেক করতে পারবেন।

যদি কোড ডায়াল না করে এই নগদ একাউন্টে ব্যালেন্স চেক করতে চান তাহলে ডাউনলোড করুন application application থেকে যেকোনো মুহূর্তের ব্যালেন্স চেক করতে লেনদেন করতে এবং মোবাইলে রিচার্জ করতে পারবেন মাইনা কত একাউন্টে সুবিধা অনেক বেশি এখানে খুব সহজে ইন্টারনেট ব্যবহার করে নগদের লেনদেন রিসার্চ থেকে শুরু করে সমস্ত কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।

প্রিয় পাঠক বৃন্দ আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন নগদ একাউন্টে ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে এবং নগদ একাউন্ট তৈরি করার নিয়মাবলী সম্পর্কে এবার চলুন আমরা দেখে আসি নগদ একাউন্ট নাম দেখার নিয়ম কি?

নগদ একাউন্ট নাম দেখার নিয়ম কি

আপনি কি নতুন নগরে কোন ব্যবহার করছেন জানেন না কার নামে এই নগদ একাউন্ট তৈরি করা হয়েছে তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে মাই নগদ। এই অ্যাপ থেকে খুব সহজে চেক করতে পারবেন কার নামে এই নগদ একাউন্ট তৈরি করা হয়েছে।

অথবা আপনি চাইলে কোট ব্যবহার করার মাধ্যমে নগদ একাউন্ট কার নামে খোলা হয়েছে কার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে সে বিষয়গুলো জানতে পারবেন। ফোনে ডাল পার থেকে ডায়াল করুন *১৬৭#। তারপর মাই নগদ 1 বাটনে ক্লিক করে কলের উপর চাপ দিন।

আরও পড়ুন: মেডিকেল ছুটির দরখাস্ত লেখার নিয়ম A -Z বিস্তারিত জানুন

এবার দেখুন দ্বিতীয় অপশন দেওয়া রয়েছে mini statement। এই আপনার মধ্যে আপনি আপনার বিকাশের সকল গোপনীয় তথ্য সম্পর্কে জানতে পারবেন। ২ চাপ দিয়ে কল বাটনে ক্লিক করুন। আশা করছি আপনি সফলভাবে আপনার নগদ একাউন্ট এর সকল তথ্যাবলী সংগ্রহ করতে পেরেছেন।

নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম

আপনি কি আপনার নগদ একাউন্ট বন্ধ করতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কিভাবে nagad একাউন্ট বন্ধ করবেন? আপনারা অনেকে হয়তো জানেন যে নগ দ অ্যাপের সাহায্যে কিংবা নগদ কোড ব্যবহার করে নগদ একাউন্ট ডিলিট করা সম্ভব নয় এর জন্য আপনাকে নগদ কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে।

নগদ একাউন্ট বাসায় বসে বন্ধ করতে পারবেন। অনেক সময় নগদ একাউন্ট দ্রুত বন্ধ করা অনেক বেশি জরুরী হয়ে পড়ে। যেমন যদি নগদ একাউন্ট হ্যাক হয়ে পড়ে এই অবস্থায় হ্যাকার নগদ একাউন্টের সমস্ত টাকা যেন চুরি করে না নেয় এই জন্য আমরা অতি দ্রুত নগদ একাউন্ট বন্ধ করে দেই। আপনি যদি না জানেন কিভাবে নগদ একাউন্ট বন্ধ করতে হয় তাহলে আসুন আমরা জেনে নেই নগদ একাউন্ট বন্ধ করার নিয়মাবলী।

নগদ একাউন্ট বন্ধ করার নিয়ম

নগদ একাউন্ট বন্ধ করার জন্য ডায়াল করুন ১৬১৬৭। এই নাম্বারটিতে কল করলে নগদ কোম্পানির প্রতিনিধির সাথে যোগাযোগ করতে পারবেন। নগদ কোম্পানিতে বহু অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে গ্রাহকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যেমন আপনি যদি নগদ একাউন্ট বন্ধ করতে চান তাহলে এই নাম্বারে কল করে,

তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে জানান যে আপনি আপনার নগদ একাউন্টে অতি দ্রুত বন্ধ করতে চান তাহলে তারা দ্রুত এই নাম্বারটি নগদ কোম্পানি থেকে বন্ধ করে দেবে। তবে আপনি চাইলে বাসায় বসে নগদ অ্যাপ থেকে কিংবা কোড ডায়াল করার মাধ্যমে নগ দ একাউন্ট বন্ধ করতে পারবেন না।

নগদ একাউন্ট কোড ভুলে গেলে

অনেকে জিজ্ঞাসা করেন নগদ একাউন্টে কোড ভুলে গেলে কিভাবে সেই পিন কোর্ড রিসেট করব। নগদ এবং বিকাশের কোড মনে রাখা খুবই জরুরী যদি আপনার নগদ একাউন্টে মোটা অ্যামাউন্ট থাকে তাহলে অবশ্যই এটি আপনার জন্য জরুরী

কারণ যদি পিন ভুলে যান তাহলে আপনি আর কখনোই কোনোভাবে এই টাকা উত্তোলন করতে পারবেন না। নগদ একাউন্টের পিন ভুলে গেলে কিভাবে আপনি ঘরে বসে মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে তিন পরিবর্তন করবেন দেখে নিন।

নকল একাউন্টের পিন পরিবর্তন করার জন্য ফোনের ডালপ্যাড হতে ডায়াল করুন *১৬৭#। তারপর ৮ নাম্বারে দেখুন পিন রিসেট নামক একটি অপশন রয়েছে। ফোনে ডায়ালপ্যাড থেকে ৮ ডায়াল করে কল বাটনে ক্লিক করুন।

তাহলে আপনার সামনে পিন রিসেটের অপশন আসবে। তবে পিন রিসেট করার পূর্বে এটি যে আসলেই আপনার নগদ একাউন্ট তার প্রমাণ দিতে গত তিন মাসের মধ্যে আপনি কখনো নগদ একাউন্টের সাহায্যে মোবাইল রিচার্জ করেছেন নাকি কিংবা লেনদেন করেছেন নাকি

সে বিষয়গুলো উল্লেখ করুন যদি গত তিন মাসের মধ্যে কখনো রিচার্জ করে থাকেন তাহলে রিচার্জের অ্যামাউন্ট কত ছিল সেই অ্যামাউন্ট উল্লেখ করুন। আপনার তথ্য সঠিক থাকলে তারা আপনাকে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার ফোন একটি এসএমএস পাঠাবে এবং সেই এসএমএসটিতে টেম্পোরারি পিন নাম্বার দেওয়া থাকবে।

তার পর যদি আবারো *১৬৭#ডায়াল করেন তাহলে আপনাকে সেই টেম্পোরারি পিন কোড দিতে হবে। এবার আপনি নগদ একাউন্ট এর জন্য কোন পিন কোড নির্বাচন করতে যাচ্ছেন একটি কঠিন পিন কোড ডায়াল করুন এবং সেই পিন কোডটি অন্য কোন খাতায় নোট করে রাখুন। আশা করছি আপনি সফলভাবে নগদ একাউন্টের পিনকোড রিসেট করতে পেরেছেন।

আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যায়?

অনেকেই জিজ্ঞাসা করেন আইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যায় নাকি? আইডি কার্ড ছাড়া কখনোই নগদ একাউন্ট খুলতে পারবেন না তবে আপনি চাইলে আইডি কার্ডের পরিবর্তে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারেন।

বর্তমান সময়ে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা যায় তবে আমার মতে আইডি কার্ডের সাহায্যে নগদ একাউন্ট খোলা সবচেয়ে উত্তম একটি পন্থা কারণ আমাদের কম বেশি প্রত্যেকের কাছে আইডি কার্ড থাকে।

নগদ উপবৃত্তির টাকা দেখার নিয়ম

নগদ একাউন্টের সাহায্যে উপবৃত্তির টাকা চেক করতে চান যে আপনার উপবৃত্তির টাকা এসেছে নাকি? তাহলে আসুন আমরা জেনে নেই কিভাবে নগদ একাউন্ট উপবৃত্তির টাকা চেক করতে হয়। নগদ একাউন্ট উপবৃত্তির টাকা চেক করার জন্য ফোনের ডায়ালপার থেকে ডায়াল করুন *১৬৭#।

আরো পড়ুন: অফিসিয়াল দরখাস্ত লেখার নিয়ম সম্পর্কে A-Z জানুন

এবার মাইন অবদ অপশনে ক্লিক করুন অথবা সরাসরি ৭ ডায়াল করে কল বাটনে ক্লিক করুন। এবার যদি উপবৃদ্ধির টাকা চেক করতে চান তাহলে এক বাটনে ক্লিক করে আবারো কল এর উপর চাপ দিন। তাহলে আপনি আপনার নগদে অবশিষ্ট ব্যালেন্স এবং উপবৃত্তির টাকা দেখতে পারবেন।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠকবৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম নগদ একাউন্ট খোলার নিয়মাবলী সম্পর্কে নগদ একাউন্ট তৈরি করার নিয়ম সম্পর্কে নগদ একাউন্ট মোবাইলের সাহায্যে তৈরি করা যায় নাকি সে সকল দৃশ্য সম্পর্কে পাশাপাশি যদি আপনি নগদ একাউন্টের পিন কিংবা কোড নাম্বার ভুলে যান তাহলে কিভাবে বাসায় বসে মাত্র

এক মিনিটের মধ্যে সেই পিন কোড রিসেট করবেন সে সকল বিষয় নিয়ে আলোচনা করলাম আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সকলেই নগদ একাউন্ট সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পেরেছেন যারা নতুন নবোদয় ব্যবহার করছেন তারা হয়তো অনেকেই জানেন না নগদ একাউন্ট করার নিয়ম সম্পর্কে এবং নগদ একাউন্টে ব্যালেন্স চেক করার নিয়ম সম্পর্কে।

নগদ ব্যালেন্স চেক কোড হল *১৬৭*৭*১#। এই কোডটি ডায়াল করলে মাত্র ১ থেকে ২ সেকেন্ডের মধ্যে আপনি আপনার নগদ একাউন্টের অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন। আর যদি নগদ একাউন্টে পিন রিসেট করতে চান তাহলে আপনাকে ডায়াল করতে হবে *১৬৭*৭*২#। অথবা যদি আপনার মোবাইল ফোনে

নগদ অ্যাপ থাকে তাহলে খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই নগদ পেইন করতে সেট করতে পারবেন অবশিষ্ট ব্যালেন্স চেক করতে পারবেন। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা সকলেই উপকৃত হয়েছেন এবং নগদ সম্পর্কে সবকিছু খুঁটিনাটি বিস্তারিত জানতে পেরেছেন। আর্টিকেলটি ভালো লেগে থাকলে মন্তব্য করে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *