নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করুন অনলাইনে
নতুন মিটারের জন্য আবেদনপত্র তৈরি করার নিয়ম খুঁজছেন? তাহলে আপনার খোঁজাখুঁজি এখানেই শেষ হচ্ছে। আজকের এই আর্টিকেলের শেয়ার করব কিভাবে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হয় এবং পল্লী বিদ্যুৎ মিটার আবেদন পত্র তৈরি করার নিয়ম কি।

যারা বাসায় নতুন মিটার নিতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি সম্পন্ন দেখে নিন। নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম দেখে নিন এই নিয়ম অনুসারে একটি আবেদন পত্র তৈরি করে জমা দিতে হবে। চলুন তাড়াতাড়ি দেখে আসি নতুন মিটারের জন্য আবেদন পত্র এবং নতুন মিটারের জন্য অনলাইন আবেদন পত্র।
নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম
নতুন বাসা তৈরি করলে কিংবা বাসাতেই পুরোনো মিটার থেকে গেলে নতুন মিটার লাগাতে হবে। বাংলাদেশে এখন নতুন মিটার এসেছে এই মিটারের সুবিধা অনেক। এই মিটারের স্বচ্ছ বিল্ডিং সিস্টেম রয়েছে অতিরিক্ত বিদ্যুৎ অপচয় কমছে,
লোডশেডিং এর ঝামেলা করছে এবং অল্প টাকাতেই বিদ্যুৎ ব্যবহার করা যাচ্ছে। যাদের বাসাতে এখনো নতুন মিটার লাগানো হয়নি তারা আসুন দেখে নিন কিভাবে নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন পত্র তৈরি করার নিয়ম খুবই সহজ। যেকোনো আবেদন পত্রের শুরুতেই প্রথমে তারিখ উল্লেখ করতে হবে। কত তারিখে এই আবেদন পত্রটি জমা দিবেন সেই তারিখটি উল্লেখ করুন।
- কার নিকট আবেদন পত্রটি লিখতে চলেছেন সেই প্রাপক কে মেনশন করুন। নতুন মিটারে পাওয়ার জন্য বিদ্যুৎ ভবনে আবেদন করতে হবে তাই প্রাপক হিসেবে বিদ্যুৎ ভবন এর নাম দিতে হবে।
- বিদ্যুৎ ভবনে কার নিকট আবেদন পত্র তৈরি করছেন তাকে উল্লেখ করতে হবে যেমন স্টেশন ম্যানেজার।
- তারপর ঠিকানা উল্লেখ করতে হবে। আপনি কোন গ্রাম কিংবা কোন জেলার এই আবেদন পত্র লিখছেন সে ঠিকানা উল্লেখ করুন।
- বিষয় লিখতে হবে। কোন বিষয়ে এই আবেদন পত্রটি তৈরি করছেন সেই বিষয়টি উল্লেখ করুন। যেমন নতুন মিটারের জন্য আবেদন পত্র অথবা দরখাস্ত।
- তারপর জনাব কিংবা মহোদয় লিখে মূল বক্তব্যতে যেতে হবে।
- মূল বক্তব্য অতিরিক্ত বড় লেখা যাবে না সংক্ষিপ্ত আকারে আবেদনপত্র সম্পন্ন করতে হবে। আবেদনপত্রতে অতিরিক্ত তথ্য এড করবেন না। শুধুমাত্র আপনি কোন গ্রাম কোন পোস্ট অফিস এবং কোন জেলা থেকে বলছেন এবং আপনার নাম কি আপনার বাসার নাম্বার কত সে সকল বিষয়গুলো মূল বিষয়বস্তুতে তুলে ধরতে হবে এবং আপনি আপনার বাসাতে নতুন মিটার ব্যবহার করতে চাচ্ছেন সে বিষয়টি উল্লেখ করতে হবে।
- মূল বিষয়বস্তুর শেষে নিচে লিখতে হবে, অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন যত দ্রুত সম্ভব আপনার বিদ্যুৎ অফিস থেকে কর্মী পাঠিয়ে আমার বাসাতে একটি নতুন মিটার প্রতিস্থাপন করে দিয়ে বাধিত করুন।
- সর্বশেষে, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার এবং ঠিকানা উল্লেখ করতে হবে সাথেই লিখতে হবে, নিচে সংযুক্ত করা হলো: আইডি কার্ডের ফটোকপি, দুইটি পাসপোর্ট সাইজের ছবি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, পঞ্চায়েত সার্টিফিকেট এবং পঞ্চায়েত খাজনা রশিদ।
নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করতে চাইলে আবেদন পত্রের সাথে আইডি কার্ডের দুই কপি ফটোকপি এবং দুটি পাসপোর্ট সাইজ এর ছবি প্রয়োজন পাশাপাশি পঞ্চায়েত খাজনা রশিদ,।পঞ্চায়েত সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রয়োজন।
আরো পড়ুন: ছাড়পত্র চেয়ে আবেদন পত্র লিখার সবচেয়ে সহজ নিয়ম
এই কাগজপত্রগুলো বিদ্যুৎ অফিসে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার এক মাসের মধ্যেই বাসায় নতুন মিটার এর জন্য বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা আসবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে।
নতুন মিটারের জন্য আবেদন পত্র
আপনি কি বাসায় নতুন মিটার পেতে চান? নতুন মিটারের সুবিধা অনেক এতে বারবার বিদ্যুৎ যাওয়ার কোন ঝামেলা থাকবে না ইচ্ছা অনুসারে যেকোনো সময় রিচার্জ করে মিটার ব্যবহার করতে পারবেন।
নরমাল মিটার ব্যবহার করলে বারবার লোড শেডিং এর ঝামেলা তৈরি হয় যা খুবই বিরক্তি কর। তাই লোড সিডিং এর ঝামেলা এড়িয়ে চলতে বাসায় নতুন মিটার প্রতিস্থাপন করতে হবে। নিচে দেখে নিন আবেদনপত্র দেওয়া রয়েছে।
নতুন মিটারের জন্য আবেদন পত্র
মাননীয়,
স্টেশন ম্যানেজার
ব্রাঞ্চের নাম
ঠিকানা
WBSEDCL
বিষয়: নতুন বিদ্যুৎ মিটার পাওয়ার জন্য আবেদন
মহোদয়,
সবিনয়ে, বিনীত নিবেদন এই যে আমি, রাজশাহী জেলার, রাজপাড়া গ্রামের অন্তর্গত ১৮ নাম্বার ওয়ার্ডের একজন বাসিন্দা। বর্তমান সময়ে ডিজিটাল বাংলাদেশে এখন আধুনিক নতুন মিটার সুবিধা পাওয়া যাচ্ছে। কিন্তু আমার বাসাতে এখনো সেই পুরনো মিটার ব্যবহার করা হচ্ছে। আমি এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করে নতুন বিদ্যুৎ মিটার পরিষেবা পেতে চাচ্ছি।
অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, যত দ্রুত সম্ভব আপনার অফিস থেকে নতুন মিটার প্রতিস্থাপনের জন্য কর্মী পাঠিয়ে দিয়ে বাধিত করুন। নিচে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সংযুক্ত করা হলো।
বিনীত নিবেদক,
আরিফ মাহমুদ
মোবাইল নাম্বার: ০১৭৮৫৭৮৮৮৫৫
- এন আই ডি কার্ড এর ফটোকপি
- দুই কপি ছবি
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- পঞ্চায়েত সার্টিফিকেট
- পঞ্চায়েতের খাজলার রশিদ
ওপরের সমস্ত কাগজপত্র সঠিক থাকলে আপনার নাম্বারে একটি কল আসবে। করে যোগাযোগ করে সমস্ত ঠিকানা সঠিকভাবে প্রদান করলে এক মাসের মধ্যে আপনার বাসাতে নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপনের জন্য বিদ্যুৎ অফিস থেকে কর্মীরা আসবে।
যাদের বাসায় এখন পর্যন্ত কোন প্রকার নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করা হয়নি তারা ওপরের এই আবেদন পত্রটি ব্যবহার করে বিদ্যুৎ অফিসে জমা দিলে দ্রুত বাসায় নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করতে পারবেন। নতুন বিদ্যুৎ মিটারের সুবিধা অনেক এতে অতিরিক্ত বিদ্যুতের অপচয় রোধ হবে এবং খরচ কমবে।
আরো পড়ুন: কলেজে অনুপস্থিতির জন্য ছুটির আবেদন তৈরি করে নিন
আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন নতুন মিটারের জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে। ওপরের এই নিয়মগুলো অনুসরণ করে খুব সহজে একটি আবেদনপত্র তৈরি করতে পারবেন এবার চলুন দেখে আসি নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার উপায়।
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন পত্র
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন করার নিয়ম খুঁজছেন? এখন বাংলাদেশের নতুন মিটার এর আবিষ্কার হয়েছে এবং এই নতুন এটার ব্যবহার করে অতিরিক্ত বিদ্যুৎ বিল এই ঝামেলা থেকে বাঁচা যায় পাশাপাশি এটি আরামদায়ক।
নতুন মিটার ব্যবহার করে অতিরিক্ত লোডশেডিং এর সমস্যা এগিয়ে চলতে পারবেন। তাই যাদের বাসাতে এখন পর্যন্ত নতুন মেলায় প্রতিস্থাপন করা হয়নি তারা আসুন জেনে কিভাবে অনলাইন নতুন মিটারের জন্য আবেদন পত্র তৈরি করতে হবে।
নতুন মিটারের জন্য অনলাইনে আবেদন
১২ ই নভেম্বর ২০২৪
মাননীয় স্টেশন ম্যানেজার
ব্রাঞ্চের নাম
বিভাগ
ঠিকানা
WBSEDCL বিষয় নতুন বিদ্যুৎ মিটার পাওয়ার জন্য আবেদন
মহোদয়
বিনীত নিবেদন এই যে আমি রাজপাল মহল্লার ২৪ নাম্বার সেক্টরের একজন বাসিন্দা আমার নাম মোঃ আশিকুর রহমান। গত ১০ই নভেম্বর ২০২৪ তারিখে আমার নতুন বাসায় সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এখন আমার নতুন বাসাতে একটি নতুন মিটার প্রতিস্থাপন করতে হবে।
অতএব মহোদয় নিকট আমার প্রার্থনা এই যে যাদের দ্রুত সম্ভব আপনার বিদ্যুৎ ভবন থেকে কর্মী পাঠিয়ে আমার বাসাতে নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করে দিন।
বিনীত নিবেদক,
আশিকুর রহমান
মোবাইল নাম্বার:০১৮১৭১৮১৯৭২
- এনআইডি কার্ডের ২ কপি
- রেসিডেন্সিয়াল সার্টিফিকেট
- পঞ্চায়েত সার্টিফিকেট
- পঞ্চায়েত খাজনা রশিদ
উপরের কয়েকটি পেপার্স জমা দিয়ে এই আবেদন পত্রটি বিদ্যুৎ ভবনে জমা দিতে হবে তাহলে কয়েক দিনের মধ্যে আপনার বাসাতে বিদ্যুৎ ভবন থেকে কর্মীরা এসে নতুন মিটার প্রতিস্থাপন করে দিয়ে যাবে। আর যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে ১৫০ টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অনলাইনে নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি প্রয়োজন
আপনি কি জানেন অনলাইনে নতুন মিটারের জন্য আবেদন করতে কি কি প্রয়োজন? অনেকেই জিজ্ঞাসা করে বাসায় নতুন মিটার ব্যবহার করতে চাইলে কি কি কাগজ পাতি অফিসে জমা দিতে হবে? আবেদন অনলাইনে এবং অফলাইনে উভয় পদ্ধতিতে করতে পারবেন।
যদি অনলাইন আবেদন করেন তাহলে আবেদনের ফি জমা দিতে হবে আর যদি অফলাইন পদ্ধতিতে করেন তাহলে বিদ্যুৎ অফিসে যেয়ে শেখ কাগজ পাতি এবং আবেদনপত্র জমা দিয়ে আসতে হবে। আবেদন পত্রের সাথে যে কাগজপত্রগুলো জমা দিতে হবে,
- জাতীয় কার্ড অথবা এন আই ডি কার্ডের দুইটি ফটোকপি।
- দুই কপি ছবি
- স্থায়ী ঠিকানা
- সক্রিয় নাম্বার
- গ্রাউন্ড রডের ক্যাশ মোমোর ছবি
- সার্ভিস করে দুরত্ব ১৩০ ফুটের কম কিংবা বেশি হয় নাকি মেপে দেখে জানাতে হবে।
আরো পড়ুন: পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন- পত্র তৈরি করার নিয়ম
উপরের এই পেপারস গুলো জমা দিতে হবে। সাথে একটি আবেদনপত্র জমা দিতে হবে সে আবেদনপত্র তে উল্লেখ করতে হবে আপনার বাসাতে নতুন মিটারের প্রয়োজন রয়েছে। সমস্ত পেপারস এবং আবেদন পত্র সঠিক থাকলে কয়েকদিনের মধ্যে আপনার বাসাতে বিদ্যুৎ অফিস থেকে লোক এসে নতুন মিটার প্রতিস্থাপন করে দিবে।
আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন অনলাইনে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করার জন্য কি কি প্রয়োজন। এবার চলুন দেখে আসি অনলাইনে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন প্রক্রিয়া।
অনলাইনে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন
আপনি কি অনলাইনে বিদ্যালয়ের জন্য আবেদন করতে চান? জানেনা অনলাইনে কোথায় কোন ওয়েবসাইটে কিভাবে আবেদন করতে হয়? বর্তমান সময়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া বন্ধ রয়েছে, তাই আপনারা এখন অনলাইনে বিদ্যুৎ এর জন্য আবেদন করতে পারবেন না।
যদি অতি দ্রুত বিদ্যুৎ মিটারের প্রয়োজন থাকে তাহলে আশেপাশের যে কোন বিদ্যুৎ অফিসে আবেদনপত্র জমা দিতে পারবে এবং আবেদনপত্রের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দিতে হবে। আবেদনপত্র একটি সক্রিয় ফোন নাম্বার যুক্ত করতে হবে।
সেই নাম্বারে বিদ্যুৎ অফিস থেকে কল আসবে এবং তাদের সাথে কলেজ যোগাযোগ করে আপনার বাসার এড্রেস ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে তাহলে কয়েকদিনের মধ্যেই আপনার বাসাতে নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করে দিবেন।
অনলাইনে নতুন মিটারের আবেদন খরচ কত
অনেকে জিজ্ঞাসা করেন অনলাইনে নতুন মিটারের আবেদন করার জন্য কত টাকা খরচ হতে পারে? যদি অনলাইনে আবেদন করেন তাহলে সর্বোচ্চ ১৫০ থেকে ১৮০ টাকা খরচ হবে। অনলাইনে আবেদন করলে অনলাইন ফি দিতে হয়।
যদি অনলাইন থেকে আবেদন করেন তাহলে সর্বোচ্চ ১৫০ থেকে ১৮০ টাকা খরচ হবে তবে বর্তমান সময়ে অনলাইনে এখন আবেদন পদ্ধতি বন্ধ রয়েছে, তাই যারা বাসায় নতুন বিদ্যুৎ মিটার প্রতিস্থাপন করতে চান তাদের আশেপাশের বিদ্যুৎ অফিসে আবেদনপত্র জমা দিতে হবে।
আরো পড়ুন:প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত পত্র লেখার নিয়ম জেনে নিন
লেখকের শেষ কথা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেল আলোচনা করলাম নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন, পল্লী বিদ্যুৎ নতুন মিটারের আবেদন খরচ কত, মিটারের জন্য অনলাইনে আবেদন করার উপায় কি এবং নতুন মিটারের জন্য আবেদন পদ্ধতি কি।
আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন নতুন মিটারের জোড়া কিভাবে আবেদন করতে হবে? আবেদনপত্র তৈরি করার নিয়ম খুবই সহজ একই ভাবে প্রথমে তারিখ উল্লেখ করতে হবে। তারপর স্টেশন ম্যানেজার লিখে বিষয় উল্লেখ করতে হবে
এবং কোন বিদ্যুৎ অফিসের আবেদন পত্রটি পাঠাতে যাচ্ছেন সেই বিদ্যুৎ অফিসের ঠিকানা ও নাম উল্লেখ করতে হবে। যদি আরো বিস্তারিত তথ্য আহরণ করতে চান তাহলে উপরে দেখে নিন আমরা এটি আবেদনপত্র শেয়ার করেছি সে আবেদন পত্রটি সম্পন্ন কপি করে সেখানে আপনার নিজের নাম এবং
অন্যান্য তথ্যগুলো যুক্ত করে ব্যবহার করতে পারবেন আর যদি হাতে করে আমি আবেদন পত্র তৈরি করেন তাহলে হাতে লেখা অবশ্যই সুন্দর করতে হবে এবং আবেদন পত্রতে অতিরিক্ত ফাঁকা জায়গা রাখা যাবে না। আজকের এই আর্টিকেলের নতুন বিদ্যুৎ মিটার তৈরির জন্য
সমস্ত উপায় সমূহ এবং নিয়ম নীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পাশাপাশি নতুন মিটারের জন্য আবেদনপত্র তৈরি করার সময় কি কি কাগজ পাতি অফিসে জমা দিতে হবে সেই সকল বিষয় সম্পর্কে আলোচনা করেছি আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকে উপকৃত হয়েছেন।