আপনিও মাত্র ১ মিনিটেই একটি informal letter থেকে অনেকগুলো লেটার লিখতে পারবেন
একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম খুজছো? তাহলে একদম সঠিক জায়গাতে এসেছ এই আর্টিকেলে ইংরেজি letter লেখার নিয়ম, একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম, informal letter লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

এই আর্টিকেলটি দেখলে তুমি মাত্র একটি ইনফর্মাল লেটার থেকে অসংখ্য ইনফরমাল লেটার তৈরি করতে পারবে। informal letter লেখার নিয়ম এবং একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম সম্পর্কে জানতে এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখ। চলো আমরা ঝটপট দেখে আসি ইংরেজি letter লেখার নিয়ম।
একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম
অনেকেই জিজ্ঞাসা করো একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম কি?? তোমরা অনেকেই নিশ্চয় বাংলায় আবেদন পত্র লিখতে পারো কিন্তু ইংরেজিতে ইনফরমাল লেটার লিখতে পারো না। আজকের এই আর্টিকেলে এমন কয়েকটি টিপস শেয়ার করব যা পড়লে তোমরা সহজেই একটি মাত্র informal letter দিয়ে অনেকগুলো ইনফরমাল লেটার তৈরি করতে পারবে।
আরো পড়ুন: অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন
বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে informal letter তৈরি করা হয়। যেমন কলেজে অনুপস্থিত থাকার জন্য ইনফরমাল লেটার তৈরি করা হয়, বন্ধুর খোঁজখবর নেওয়ার জন্য ইনফর্মাল লেটার লেখা হয় পাশাপাশি পরীক্ষার ফলাফল জানানোর জন্য আমরা অনেক সময় পরিবারকে ইনফরমাল লেটে লিখে থাকি অর্থাৎ বিভিন্ন কাজে এই ইনফরমাল এটার ব্যবহার করা হয়।
যারা ইংরেজিতে একটু দুর্বল রয়েছে তাদের জন্য আজকের এই আর্টিকেলটি তোমরা এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়লে মাত্র একটি ইনফরমাল লেটার দেখে যে কোন বিষয় এর উপর ইনফরমাল লেটার তৈরি করতে পারবে। তোমাদের সিলেবাসের অনেকগুলো ইনফর্মাল লেটার দেওয়া থাকে এবং এতগুলো informal letter কিভাবে মুখস্ত করবে সেই ভেবে তোমরা ভয় পেয়ে যাও।
প্রিয় শিক্ষার্থীরা ভয় পাওয়ার কোন কারণ নেই ইনফরমাল লেটার লেখার নিয়ম খুবই সহজ তোমরা যদি নিজের এই নিয়মটি দেখে লিখো তাহলে তোমরা খুব সহজে কোন বিষয়ে তৈরি করতে পারবে। নিচে দেখো একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম দেওয়া হলো।
একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম
Date: 09/6/2025
Dear X
At first take my salam and love with the care of my heart. I hope you are well I am also well by the grace of Allah. When you sent me the letter yesterday, I was a little busy in class, so I couldn’t reply. In your letter you have wanted to know about my……study…..( বিষয় উল্লেখ করতে হবে) Now I am writing about it. My studies have improved a lot from before and I was able to achieve a GPA of five in this exam thanks to your prayers.( এখানে পড়াশোনা সম্পর্কিত বিষয় উল্লেখ করা হয়েছে)
(তারপর নিচে একটু গ্যাপ থাকবে)
no more today. Convey my best regards to you and your parents.
your loving friend
Y
প্রিয় পাঠক যারা ইংরেজি ইনফোর্মাল এটা নিয়ে খুব চিন্তিত রয়েছেন এবং ইংরেজিতে ইনফর্মাল লেটার লিখতে পারেন না তারা উপরের এই ইনফরমাল লেটার দেই খাতায় তুলে রাখুন এবং এই ইনফরমাল লেটার এর সাহায্যে যেকোনো সাবজেক্ট কে কেন্দ্র করে ইনফর্মাল লেটার তৈরি করতে পারবেন উপরে যেখানে আমরা বিষয় উল্লেখ করেছি সেখানে আপনি আপনার উক্ত বিষয়টি উল্লেখ করবেন যেমন যদি সাবজেক্ট আসে write an informal letter to your friend describing about picnic তাহলে ইনফরমাল লেটারটি ঠিক এমন হবে,,
Date: 9.5.2025
Dear Friend
At first take my salam and love with the care of my heart. I hope you are well I am also well by the grace of Allah. When you sent me the letter yesterday, I was a little busy in class, so I couldn’t reply. In your letter you have wanted to know about picnic. Now I am writing about it. Last Sunday I went for picnic on the beach with my full family.
We went there by train at 6:00 a.m. in the morning it took 4 hours to reach there. After reaching there we had rice And curry for lunch after lunch we play then we enjoyed bathing in the sea. Believe me, this trip was great and the sea was much deeper. It was a great experience for me.
Next time I hope you will join with us. No more today best wishes for you and your family.
your loving friend
Anika
প্রিয় শিক্ষার্থী বৃন্দাবন আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে একটি ইনফর্মাল লেটার তৈরি করতে হবে ইনফরমাল লেটার তৈরি করার সবচেয়ে সহজ অনুসরণ করো তাহলে যে কোন বিষয়কে তোমরা কেন্দ্র করে ইনফরমাল লেটার তৈরি করতে পারবে। প্রথমে তারিখ উল্লেখ করতে হবে তারপর তুমি কাকে ইনফরমাল লেটার লিখছো তাকে উল্লেখ করতে হবে।
যেমন তুমি যদি তোমার বন্ধুকে ইনফর্মাল লেটার সেন্ড করতে চাও তাহলে তার নাম উল্লেখ করো। তারপর at first take my salam and love with the care of my heart I hope you are well, I am also well. I just received your letter. In this letter you wanted to know about my……. এতোটুকু লিখার পরেই তোমাকে সাবজেক্ট উল্লেখ করতে হবে।
তুমি কোন সাবজেক্ট এর ওপরে ইনফরমাল লেটারটি তৈরি করছো সেই বিষয়টিকে লিখতে হবে। তারপর সেই বিষয়টি সম্পর্কে তুমি নিজে থেকে এক লাইন কিংবা দুই লাইন লিখে দিতে পারো। তারপর সর্বশেষে no more today best wishes for you and your family . এই কথাটি উল্লেখ করে ইনফরমাল লেটার শেষ করতে হবে ।
আরো পড়ুন: জন্মদিনের কেক বানানোর রেসিপি | ১০ মিনিটে বাসায় তৈরি কেক
লেটার your loving friend, your sincerely, yours ever কথাগুলো উল্লেখ করে তোমার নাম লিখতে হবে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ ইনফরমাল লেটার তৈরি করার নিয়ম সম্পর্কে এবং একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম সম্পর্কে। এবার চলো আমরা দেখে আসি বাংলাতে কিভাবে তোমরা একটি ইনফর্মাল লেটার থেকে অসংখ্য ইনফর্মাল লেটার তৈরি করবে।
একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম বাংলায়
প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওপরে আমরা দেখলাম একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম ইংরেজিতে। যারা ইংরেজিতে একটু দুর্বল রয়েছে তাদের জন্য উপরের এই informal letter খুবই উপকারী আমাদের সিলেবাসে অনেক ইনফরমাল লেটার দেওয়া থাকে যেগুলো মুখস্ত করতে হয়। পরীক্ষার আগে এতগুলো informal letter একসাথে মুখস্ত করা সত্যিই একটু কষ্ট করে তাই তোমরা যদি উপরের এই informal letter মুখস্ত করো
তাহলে খুব সহজেই ওপরের শুধুমাত্র এই একটি informal letter এর সাহায্যে যে কোন বিষয়ে এর ওপর informal letter তৈরি করতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে ইংরেজিতে একটি মাত্র informal letter থেকে অনেকগুলো ইনফরমাল লেটার তৈরি করতে হয় এবার চলো আমরা দেখে আসি কিভাবে তোমরা বাংলাতে ইনফরমাল লেটার তৈরি করবে একটিমাত্র informal letter এর সাহায্যে।
একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম বাংলায়
তারিখ: ০৭.০৯.২০২৫
বরাবর
প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ
রাজশাহী শাহীন স্কুল(নিজের স্কুলের নাম অথবা কলেজের নাম)
রাজশাহী (নিজ জেলার নাম)
বিষয়: পরীক্ষায় অনুপস্থিতির জন্য ছুটির দরখাস্ত (যে বিষয়টি কেন্দ্র করে ইনফরমাল লেটার লিখতে চান)
জনাব
বিনীত নিবেদন এই যে আমি আপনার স্কুলের …..(নিজের শ্রেণী উল্লেখ) শ্রেণীর একজন শিক্ষার্থী। আমার নাম ……(নিজের নাম উল্লেখ)। আমি কখনোই কোন গুরুত্বের সমস্যা ছাড়া স্কুলে অনুপস্থিত থাকিনি তবে গত কয়েক সপ্তাহ থেকে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণে গতকালকের পরীক্ষায় আমি উপস্থিত থাকতে পারিনি। আমি জানি পরীক্ষা দেওয়ার গুরুত্ব সম্পর্কে। তবে এই অসুস্থ শরীর নিয়ে আমার পক্ষে এখন পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব নয় চিকিৎসক আমাকে বাসায় বিশ্রাম নিতে বলেছেন এবং যথাসময়ে ওষুধ সেবন করতে বলেছেন।
জনাবের নিকোট আমার বিনীত আবেদন এই যে আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে আগামী ছয়দিন পর্যন্ত ছুটি প্রদান করে এবং আমি সুস্থ হয়ে ওঠার পর আমাকে আবারো পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়ে বাধিত করুন।
আপনার স্কুলের নিয়মিত একজন শিক্ষার্থী
আসিফা আহসান (নিজের নাম)
আবেদন পত্র লেখা খুবই সহজ শুধুমাত্র প্রথমে আপনাকে তারিখ উল্লেখ করতে হবে তারপর বরাবর উল্লেখ করতে হবে বরাবর লিখার পরে অধ্যক্ষ কিংবা প্রধান শিক্ষক উল্লেখ করতে হবে যদি আপনি কলেজে পরিবারে শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অধ্যক্ষ উল্লেখ করবেন আর যদি আপনি স্কুল শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে প্রধান শিক্ষক উল্লেখ করবেন।
তারপর ওপরের নিয়ম অনুসারে শুধুমাত্র নিজের শ্রেণী এবং নাম ও সমস্যার কথা পরিবর্তন করে এই আবেদন পত্রটি কপি করে আপনারা যে কোন বিষয়কে কেন্দ্র করে একটি আবেদন পত্র তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটি মাত্র ইনফর্মাল লেটার থেকে অসংখ্য ইনফরমালিটি তৈরি করা যায়। নিচে দেখুন আরো একটি লেটার দেওয়া রয়েছে আপনারা এই দুইটার অনুসারে যেকোনো বিষয়টি কেন্দ্র করে লেটার তৈরি করতে পারবেন।
ইংরেজি letter লেখার নিয়ম
ইংরেজি letter লেখার নিয়ম খুজছেন?? তাহলে আপনি একজন সঠিক জায়গাতে এসেছেন। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন ইংরেজিতে লেটার লেখার নিয়ম সম্পর্কে । লেটার খুবই সহজ। লেটার লিখার জন্য শুধুমাত্র আপনাকে একটি লেটার মুখস্ত করতে হবে তাহলে আপনি যে কোন বিষয়কে কেন্দ্র করে অথবা যে কোন বিষয় এর ওপর লেটার লিখতে পারবেন।
আরো পড়ুন: রাম ছাগল কত দিনে বাচ্চা দেয় এবং বাচ্চার দাম কত
পঞ্চম শ্রেণী থেকে শুরু করে আপনাদেরকে এইচএসসি পর্যন্ত লেটার মুখস্ত করতে হবে সিলেবাস অনুসারে লেটারের তালিকা দেওয়া থাকবে এবং আপনাদের মুখস্ত করতে হবে যদি আপনি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে আপনার জন্য এতগুলো লেটার মুখস্ত করা সত্যি একটু কষ্ট কর। তবে চিন্তার কোন কারণ নেই আপনি যদি এই আর্টিকেলটি সম্পন্ন দেখেন তাহলে একটি মাত্র লেটার থেকে এবং লেটার থেকে আপনারা অসংখ্য ইনফরমাল লেটার এবং লেটার তৈরি করতে পারবেন। নিচে দেখুন ইংরেজি letter লেখার নিয়ম দেওয়া হলো।
ইংরেজি letter লেখার নিয়ম
- ইংরেজি letter লেখা শুরুতেই তারিখ উল্লেখ করতে হবে। যে তারিখে এই লেটারটি আপনি আপনার বন্ধুকে কিংবা প্রেরক কে পাঠাতে চাচ্ছেন সেই তারিখটি উল্লেখ করতে হবে।
- ইংরেজি letter লেখার জন্য তারিখ লেখার পরেই আপনি যাকে মেনশন করে লেটার লিখছেন অথবা যার কাছে এই লেটারটি আপনি সেন্ড করতে চাচ্ছেন তাকে মেনশন করুন।
- লেটার লেখার কোন ঝামেলা নেই শুধুমাত্র তারিখ এবং প্রাপকের নাম উল্লেখ করে তারপর assalamu alaikum I hope you are all fine I am fine to. এই কথাটি উল্লেখ করতে হবে অথবা how are you I hope you are well. I am also well today I am writing a later about my studies or picnic or English practice যে সাবজেক্ট এর উপর আপনি এই লেটারটি তৈরি করছেন সে সাবজেক্টটি উল্লেখ করতে হবে।
- তারপর সাবজেক্ট সম্পর্কে অল্প একটু বিস্তারিত উল্লেখ করতে হবে।
- তারপর সর্বশেষে no more today best wishes for you and your family and I will wait for your reply. এই কথাটি উল্লেখ করতে হবে তারপর আপনার নাম দিয়ে একটি ফরম তৈরি করতে হবে।
- লেটার এ নিচে ফরম রাখা আবশ্যক। যারা ফরম লিখতে পারেন না তারা নিচে দেখে নিন এটি ফরম দেওয়া রয়েছে।

মেয়েটার লেখা শেষের নিচে এভাবে একটিভ করা হবে এই প্রথমে ফর্ম তারপর টু লিখতে হবে। ফর্মে আপনার নিজের নাম এবং লোকেশন তারপর টু লিখে আপনার ফ্রেন্ড কিংবা যাকে আপনি লিখছেন তার নাম এবং তার লোকেশন উল্লেখ করতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইংরেজি letter লেখার নিয়ম সম্পর্কে। এবার চলুন আমরা দেখে আসি একটি লেটার যা থেকে আপনারা অসংখ্য লেটার তৈরি করতে পারবেন।
একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম
একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম সম্পর্কে জানতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন যারা লেটার লিখতে পারেন না কিন্তু লিখতে পারেন না তাই একটি মাত্র লেটার এর সাহায্যে অসংখ্য ইনফরমাল লেটার এবং লেটার লিখতে চাচ্ছেন তারা এই আর্টিকেলটি সম্পন্ন দেখে নিন নিচে দেখুন একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম সম্পর্কে দেওয়া হয়েছে আপনারা এই অনুসরণ করে যে কোন বিষয়কে কেন্দ্র করে ইংরেজি letter লিখতে পারবেন।
একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম
Date: 9.5.2025
dear Anika
assalamu alaikum anika I hope you are well I am also well yesterday you send me a letter to know about my result…(এখানে সাবজেক্ট উল্লেখ করতে হবে).I am sincerely sorry that I was a little busy yesterday and could not reply to you on time. But now I am writing about my result.
(উক্ত বিষয় সম্পর্কে এক দুই লাইন ব্যাখ্যা করতে হবে) তারপর একটু গ্যাপ রেখে
no more today. Best wishes for you and your family and I am waiting for your reply.
your loving friend
Anisaa
আরো পড়ুন: দাদ হলে কি খাওয়া নিষেধ এবং দাউদের সবচেয়ে ভালো মলম
লেটার লেখা শেষে অবশ্যই উল্লেখ করতে হবে no more today … Best wishes for you and your family. প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন একটি লেটার থেকে কিভাবে অসংখ্য লেটার তৈরি করা সম্ভব আপনারা উপরের এই লেটারটি খাতায় নোট করে রাখুন তারপর এই লেটারের সাহায্যে আপনারা যে কোন বিষয়কে কেন্দ্র করে একটি লেটার পত্র তৈরি করতে পারবেন।
লেখকের শেষ কথা
প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করলাম একটি letter দিয়ে অনেক গুলো লেখার নিয়ম, ইংরেজি letter লেখার নিয়ম এবং একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম সম্পর্কে। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন কিভাবে একটি মাত্র ইনফর্মাল লেটার থেকে আপনারা অসংখ্য লেটার তৈরি করতে পারবেন।
ইনফরমাল লেটার লেখার নিয়ম খুবই সহজ আপনারা যদি উপরের এই নিয়মগুলো অনুসরণ করেন তাহলে যেকোনো সাবজেক্ট এর উপরে ইনফর্মাল লেটার এবং লেটার লিখতে পারবেন। এই আর্টিকেলে বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় ইনফর্মাল লেটার লেখার নিয়ম গুলো শেয়ার করলাম আর্টিকেলটি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন এবং তাদের কেউ কেউ একটি informal letter দিয়ে অনেকগুলো লেখার নিয়ম সম্পর্কে জানার সুযোগ করে দিন।