আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম
| | | | | | | |

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম দেখে নিন

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম খুঁজছেন?? আপনি যদি আশা এনজিও তে চাকরি করতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আশা এনজিও তে চাকরি করার জন্য আবেদন পত্র লেখার নিয়ম এই আর্টিকেলে শেয়ার করা হবে। এই আর্টিকেলে চাকরির আবেদন পত্রের পাশাপাশি কোম্পানির চাকরির আবেদন পত্র লিখার নিয়ম শেয়ার করা হবে।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

আপনি যদি আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম, চাকরির আবেদন পত্র লেখার নিয়ম ইংরেজিতে এবং কোম্পানির চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

বাংলাদেশে দারিদ্রতা বিমোচনের জন্য আশা এনজিও কোম্পানির খুবই সহায়ক। বাংলাদেশে আসা এনজিও কোম্পানির ভূমিকা অনেক বেশি এটি নারীদের ক্ষমতায়েন বৃদ্ধিতে ভূমিকা পালন করে পাশাপাশি আশা এনজিও কোম্পানি প্রাকৃতিক দুর্যোগ এ প্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের ভূমিকা রাখে।

আশা এনজিও কোম্পানি বাংলাদেশকে আরো এগিয়ে দিতে সাহায্য করছে আপনিও যদি এমন একটি সুনামধন্য সম্মানকর কোম্পানিতে কাজ করতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য আজকের এই আর্টিকেলে শেয়ার করব আশা এনজিও কোম্পানিতে চাকরির আবেদন সম্পর্কে।

আরো পড়ুন: ১ মিনিটেই মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম A – Z

যারা আশা এনজিওতে চাকরি করতে চাচ্ছেন তাদেরকে জানতে হবে আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে কারণ আশা এনজিও তে চাকরি করার জন্য আপনাকে প্রথমে একটি সুন্দরভাবে আবেদন পত্র তৈরি করতে হবে সেই আবেদন পত্রটি আশা এনজিও তে জমা দিতে হবে যদি আপনার আবেদন পত্র তাদের পছন্দ হয় তাহলে তারা আপনাকে ইন্টারভিউ এর জন্য কল দিবে। নিচে দেখুন আশা এনজিওতে আবেদন পত্র তৈরি নিয়ম দেওয়া হয়েছে।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম

৫ জুলাই ২০২৫

বরাবর

ঢাকা আশা এনজিও লিমিটেড

বিষয়: জুনিয়র ম্যানেজার পদের জন্য আবেদন পত্র

মহোদয়

বিনীত আবেদন এই যে গত ২৮ জুন ২০২৫ তারিখের প্রথম আলো পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার সু প্রতিষ্ঠিত ঢাকা আশা এনজিও লিমিটেডের জুনিয়র ম্যানেজার পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। উক্ত পদের একজন যোগ্য প্রার্থী হিসেবে আমি আবেদন করছি। নিচে আমার সকল জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা উপস্থাপন করা হলো।

আমি আশা করছি আপনি আমার শিক্ষাগত যোগ্যতা এবং জীবন বৃত্তান্ত এর ওপর নির্ভর করে আমাকে ইন্টারভিউয়ের জন্য কল করবেন।

আমি জানি বাংলাদেশের সবচেয়ে সেরা একটি এনজিও কোম্পানি হল আশা এনজিওর যা বাংলাদেশকে উচ্চতার শিখরে পৌঁছে দিয়েছে এবং এটি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে আরো বেশি উন্নত করছে। নিচে আমার জীবন বৃত্তান্ত এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া হল।

জীবন বৃত্তান্ত

প্রার্থীর নামসুলেমান হাসান
প্রার্থীর বাবার নামসোহান হাসান
প্রার্থীর মাতার নামসকিনা খাতুন
জাতীয়তাবাংলাদেশী
মোবাইল নাম্বার০১৮৯৭৫৪৬৭৭
বর্তমান ঠিকানাঢাকা মিরপুর 1
স্থায়ী ঠিকানাঢাকা মিরপুর 1
বৈবাহিক অবস্থাঅবিবাহিত
রক্তের গ্রুপO+
জন্ম তারিখ০৬/০৭/২০০০

শিক্ষাগত যোগ্যতা

কোর্সবিষয়বোর্ডজিপিএ বছর
এসএসসিসাইন্সঢাকাজিপিএ ৫২০১৬
এইচএসসিসাইন্সঢাকাজিপিএ ৫২০১৮
বি এস এসঅর্থনীতিঢাকা ইউনিভার্সিটি৩.৭৮২০২৩
মাস্টার্স অর্থনীতিঢাকা ইউনিভার্সিটি৩.৪০২০২৪

ভাষা: বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু

পছন্দ: ইংরেজি মুভি দেখা,বই পড়া

পূর্বের অভিজ্ঞতা: গত তিন মাস আগে ব্রাক এনজিও ব্যাংকে সহকারী অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলাম।

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এনডিএ চাকরির জন্য আবেদন পত্র লিখতে হবে আবেদন পত্র বাংলা তৈরি করতে চাইলে সম্পূর্ণ এভাবে আপনার বিষয় নাম সবকিছু পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন: চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে?? সকল প্রকারভেদ ও সূত্র

অথবা যদি আপনি সিভি লিখতে না পারেন তাহলে কম্পিউটারের দোকানে যেয়ে আপনার সমস্ত ইনফরমেশন সঠিকভাবেই দিয়ে একটি সিভি তৈরি করতে পারবেন। তবে আমার মতে বাংলাতে সিভি না লিখে আপনি যদি ইংরেজিতে সিভি লিখেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে।

কারণ বর্তমান সময় বেশিরভাগ মানুষ এখন ইংরেজিতে সিভি লিখতে পছন্দ করে ইংরেজিতে সিভি লিখলে যে কোন জায়গায় ভালো ইম্প্রেশন তৈরি হয় তাই আসলে আমরা দেখে নেই আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম English।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম English

আপনি কি আসাম এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম English ইংরেজিতে লিখতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন ওপরে আমরা বাংলাতেও আবেদনপত্র রেখা নিয়েও আলোচনা করেছি তবে যদি আপনি ইংরেজিতে আবেদন পত্র তৈরি করতে চান তাহলে নিজে দেখে নিন ইংরেজিতে একটি সাফির আবেদন পত্র অথবা সিভি দেওয়া রয়েছে আমরা ইংরেজিতে চাকরির আবেদন পত্র কে তিনি বলে থাকি।

আমরা অনেকে নিশ্চয় ক্লাস নাইন থেকে টেনে এই সিভি লেখার নিয়ম সম্পর্কে cv লেখা আসলে খুবই সহজ। টিভি দেখার জন্য প্রথমে একটি ছোট্ট আবেদনপত্র তৈরি করতে হবে তারপর নিচে নিজের নাম ঠিকানা সবকিছু দিতে হবে তারপর পড়াশোনাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করতে হবে।

তারপর সবকিছু আপনার অভিজ্ঞতা আপনার ভাষাগত যোগ্যতা পছন্দনীয় সম্পর্কে আলোচনা করতে পারেন । নিচে দেখুন ইংরেজিতে আসা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে একটি CV রয়েছে।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম English

date

the manager

Dhaka asha Bank limited

sub: application for the post of junior manager

sir,

in response to your advertisement published in ” DINER ALO” dated on 28.06.2024 that junior manager is going to be posted in your post.I know that Asha NGO Bank is one of the most popular institutions in Dhaka. I would like to apply for this post. I myself submitting my educational qualifications and other necessary information for your kind consideration.

I hope that you will give me an opportunity to prove myself How qualified I am for this job .

your obediently

Salman Ahmed

Curriculum vitae

My nameSalman Ahmed
mother’s nameSaima Sultana
father’s namesuhan ahmed
date of birth08.07.2000
marital statusunmarried/single
nationalityBangladeshi
Permanent addressDhaka, mirpur 1
present addressDhaka mirpur 1

Educational Qualification

COURSEBOARDGPASUBYEAR
SSCDHAKA 5SCIENCE2016
HSCDHAKA5SCIENCE2018
BSSNU3.33ECONOMIC 2023
MASTERS NU3.50ECONOMIC2024

Language skill: Bangla, English, Hindi

প্রিয় পাঠক যারা ইংরেজিতে চাকরির আবেদন পত্র কিংবা টিভি লিখতে চাচ্ছেন তারা ওপরের এই আবেদনপত্রটি সম্পূর্ণ দেখুন এই আবেদন পত্রটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজেই যেকোনো বিষয়কে কেন্দ্র করে চাকরির জন্য একটি সিভি তৈরি করতে পারবেন এই সিভিটি শুধুমাত্র এনজিও চাকরির জন্য নয়।

আরো পড়ুন: ফ্রিতে কুইজ খেলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করুন গ্যারান্টি সহ

বরং যে কোন চাকরির জন্য আপনি এই CV ব্যবহার করতে পারবেন প্রিয় পাঠক বৃন্দগণ আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন এনজিও চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম সম্পর্কে এবং আশা এনজিওর জন্য চাকরির আবেদন লেখার নিয়ম কি কি ইংরেজিতে এবং বাংলাতে আশা এনজিও চাকরির জন্য আবেদন পত্র লেখার নিয়ম গুলো বিস্তারিত শেয়ার করলাম।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ গণ আজকের এই আর্টিনের আলোচনা করলাম আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম গুলো কি কি আশা এনজিও চাকরিতে যদি আপনি নিয়োগ হতে চান তাহলে কিভাবে আপনাকে আবেদনপত্র তৈরি করতে হবে সেই সকল বিষয়গুলো আলোচনা করলাম।

আজকের এই আর্টিকেলটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর কোন চাকরি সম্পর্কে আপনার জানার থাকলে কিংবা ফোনে চাকরির আবেদনপত্র তৈরি করতে চাইলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।

আশা এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়ম×এনজিও চাকরির আবেদন পত্র লেখার নিয়মএনজিও আবেদন লেখার নিয়মআশা এনজিও আবেদন করার নিয়মচাকরির আবেদন পত্র লেখার নিয়ম englishআশায় আবেদন করার নিয়ম

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *