বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন
| | | | | | |

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র তৈরি করতে চান? তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন আজকের এই আর্টিকেলে আবেদন পত্র তৈরি করার নিয়ম এবং বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

আবেদন পত্র তৈরি করার নিয়ম খুবই সহজ। এই একটি নিয়ম দেখে কয়েকটি আবেদন পত্র তৈরি করা যায়। চলুন দেরি না করে ঝটপট দেখে নেওয়া যাক বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র এবং আবেদনপত্র তৈরি করার নিয়ম।

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় ক্যান্টিন স্থাপন করা খুবই জরুরী শিক্ষার্থীরা সকাল থেকে শুরু করে বিকাল সময় পর্যন্ত স্কুলে কাটাই এবং স্কুলে নিয়মিত লাঞ্চ নিয়ে যাওয়া সম্ভব হয় না কারণ প্রতিদিন সকালে উঠে খাবার তৈরি করে স্কুলে নিয়ে যাওয়া সত্যি কষ্টকর।

তাই শিক্ষার্থীদের জন্য স্কুলে একটি ক্যান্টিন তৈরি করা হলে এতে বেশ সুবিধা হবে। টিফিন টাইমে ক্যান্টিনে বসে খাবার খাওয়া যাবে। বিদ্যালয় একটি ক্যান্টিন থাকলে রোজ টিফিন নিয়ে যাও ঝামেলা থাকবে না রোজ সকালে উঠে টিফিন বানানোর প্রয়োজন হবে না। ঝটপট সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যাওয়া যাবে।

যদি বিদ্যালয়ে ক্যান্টিন না থাকে তাহলে ক্যান্টিনের জন্য একটি আবেদনপত্র তৈরি করা খুব জরুরী। নিচে দেখুন বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র দেওয়া রয়েছে।

তারিখ : ১৫/১২/২৪

বরাবর

প্রধান শিক্ষক

খাদিমুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজ

ঢাকা

বিষয়: বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

জনাব

বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয় এর দশম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমরা প্রত্যেকে মনে করেছি আমাদের স্কুলের ভেতরে একটি ক্যান্টিন স্থাপনের প্রয়োজন রয়েছে। অনেক শিক্ষার্থীরা দূর দুরান্ত থেকে বিদ্যালয় আসে। নানান কারণে প্রতিটি শিক্ষার্থী বাসা থেকে স্কুলের টিফিন আসতে পারেনা। স্কুল থেকে শিক্ষার্থীদের কে যে টিফিন দেওয়া হয় সেটি স্কুলে থাকা শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। শিক্ষার্থীদের স্কুলের বাইরে যে খাবার কিনে আনার কোন পারমিশন দেওয়া হয় না। এই অবস্থায় শিক্ষার্থীদের ৫ থেকে ৬ ঘন্টা পর্যন্ত অনাহারে থাকতে হয়।

অতএব বিনীত জানাবেন নিকট আমাদের আবেদন এই যে আমাদেরকে অতি দ্রুত বিদ্যালয়ে একটি ক্যান্টিন স্থাপন করে দিয়ে বাধিত করুন। বিদ্যালয়ে একটি ক্যান্টিনের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের বেশি সুবিধা হবে এতে শিক্ষার্থীদের ৫ থেকে ৬ ঘন্টা আর অনাহারে কাটাতে হবে না।

বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র

ওবাইদুল হাসান

ক্লাস ১০

রোল নাম্বার: ০৫

এভাবে একটি আবেদন পত্র তৈরি করলে শিক্ষক কখনোই আবেদন পত্র ক্যানসেল অথবা রিজেক্ট করতে পারবে না। একটু সাজিয়ে গুছিয়ে শিক্ষকের মন মত আবেদনপত্র তৈরি করলে তারা অবশ্যই বিদ্যালয় ক্যান্টিনে স্থাপনের চেষ্টা করবেন প্রতিটি বিদ্যালয় এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ক্যান্টিন স্থাপন করা হলে এতে শিক্ষার্থীদের বেশি সুবিধা হয় নিয়মিত সকালে খাবার নিয়ে আসার কোন চাপ থাকে না এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে অনাহারে ক্লাস করতে হয় না।

তাই শিক্ষার্থীদের সুবিধার উদ্দেশ্যে প্রতিটি বিদ্যালয় একটি ক্যান্টিন উপস্থাপন করা খুবই জরুরী। ক্যান্টিন সবসময় প্রধান শিক্ষকের নিকট তৈরি করতে হবে। বিদ্যালয়ের নিয়ন্ত্রণ সম্পর্কিত যে কোন আবেদনপত্র প্রধান শিক্ষকের নিকট তৈরি করতে হবে এবং ক্লাস সম্পর্কিত আবেদনপত্র ক্লাস অধ্যক্ষ নিকট করতে হবে। যেমন ক্লাসে অনুপস্থিতির জন্য আবেদন পত্র অথবা এক্সট্রা ক্লাসের জন্য আবেদনপত্র অধ্যক্ষ এর নিকট তৈরি করতে হবে।

আরো পড়ুন: অসুস্থতার জন্য পরীক্ষায় অনুপস্থিতির আবেদন পত্র লেখার নিয়ম

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র সম্পর্কে ওপরে এটি ছিল দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয় ক্যান্টিনের স্থাপনের জন্য আবেদন পত্র এবার চলুন দেখে নেওয়া যাক বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র ক্লাস ৯

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র ক্লাস ৯

তুমি কি নবম শ্রেণী শিক্ষার্থী? তোমার বিদ্যালয়ের ক্যান্টিনের স্থাপনের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র তৈরি করতে চাও? তাহলে তুমি একদম সঠিক জায়গাতে এসেছ আজকের এই আর্টিকেলে কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হয় আবেদনপত্র তৈরি করার নিয়ম কি এবং বিদ্যালয় ক্যান্টিনে স্থাপনের জন্য আবেদন পত্র গুলো আজকের এই আর্টিকেলে শেয়ার করা হবে।

তারিখ : ১৫/১২/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

রাজশাহী আদর্শ হাই স্কুল এন্ড কলেজ,রাজশাহী

বিষয়: বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র

জনাব

বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী। গত কয়েক মাস ধরে আমরা আমাদের বিদ্যালয় এটি ক্যান্টিনের অনুপস্থিত অনুভব করছি। শিক্ষার্থীরা দূর দূরান্ত থেকে বিদ্যালয় আসে এবং প্রতিটি শিক্ষার্থীর পক্ষে নিয়মিত সকালে টিফিন নিয়ে আসা সম্ভব হয় না এবং স্কুল থেকে যে টিফিন দেওয়া হয় সেটি শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নয়। যদি আমাদের বিদ্যালয়ের একটি ক্যান্টিন থাকে তাহলে শিক্ষার্থীদের বেশি সুবিধা হবে তারা ক্যান্টিন থেকে খাবার ক্রয় করে খেতে পারবে। রোজ টিফিনে আসার আর ঝামেলা থাকবে না এবং শিক্ষার্থীদের অনাহারে ক্লাস করতে হবে না।

অতএব বিনীত জনাবের নিকট আমাদের আবেদন এই যে বিদ্যালয়ের একটি ক্যান্টিন এর ব্যবস্থা করে দিয়ে বাধিত করুন যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয় একটি ক্যান্টিন স্থাপন করার চেষ্টা করুন।

আপনার একান্ত অনুগত ছাত্র

আসিফ হাসান

ওপরের এই আবেদন পত্রটি ছিল নবম শ্রেণী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র। আবেদনপত্র সবসময় স্পষ্ট ভাষায় লিখতে হবে এবং আমাদের পথ হতে অতিরিক্ত কাটাকাটি করা যাবে না যতোটা সম্ভব আবেদন পত্র ক্লিয়ার রাখার চেষ্টা করতে হবে। প্রতিটি বিদ্যালয় একটি ক্যান্টিনে স্থাপন করা খুবই জরুরী। শিক্ষার্থীদের পক্ষে প্রতিদিন টিফিন নিয়ে আসা সম্ভব হয় না। একদিন টিফিন না নিয়ে আসলে শিক্ষার্থীদের কে অনাহারে দিন কাটাতে হয় আর অনাহারে ক্লাসে মন বসবে না। এতে পড়াশোনা ভালো হবে না।

তাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি ক্যান্টিন স্থাপন করা খুবই জরুরী প্রতিটি স্কুলে এবং কলেজে একটি ক্যান্টিনে স্থাপন করতে হবে। উপরের এই আবেদনপত্র অনুসারে যে কোন শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে ক্যান্টিন তৈরির জন্য আবেদন পত্র তৈরি করতে পারবেন। এবার চলুন ঝটপট আমরা দেখে আসি কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন।

কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন

কলেজে ক্যাম্পাসে ক্যান্টিন এর অভাব রয়েছে? কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন না থাকলে শিক্ষার্থীদের অনাহারে ক্লাস করতে হয়। যেমন আপনার কলেজ যদি রাজশাহীতে হয় তাহলে অনেকেই নওহাটা নওগাঁ থেকে নিয়মিত ক্লাসে আসার চেষ্টা করেন। প্রতিটি শিক্ষার্থীর পক্ষে নিয়মিত ক্লাসে টিফিন নিয়ে আসা কোনভাবেই সম্ভব নয় তাই কলেজে একটি ক্যান্টিনে উপস্থাপন করা খুব জরুরী।

কলেজে একটি ক্যান্টিন এর ব্যবস্থা থাকলে শিক্ষার্থীরা কোন ঝামেলা ছাড়াই ক্যান্টিনে বসে টিফিন টাইম উপভোগ করতে পারবে এবং খাবার খেতে পারবে। কিভাবে একটি আবেদন পত্র তৈরি করলে শিক্ষকরা দ্রুত সে আবেদন পত্রতে রেসপন্স করবে নিচে দেখে নিন।

তারিখ : ১৫/১২/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

রাজশাহী বরেন্দ্র কলেজ

বিষয়: কলেজ ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র

জনাব

বিনীত নিবেদন এই যে আমরা আপনার কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আমরা নিয়মিত ক্লাস করার চেষ্টা করি এবং প্রতিদিন আমাদেরকে সকাল ৯টা থেকে শুরু করে দুপুর 2:30 পর্যন্ত ক্লাসে উপস্থিত থাকতে হয়। অনেকেই দূর দূরান্ত থেকে কলেজে আসে। এত সকালে উঠে কলেজের উদ্দেশ্যে টিফিন নিয়ে আসা প্রত্যেকের পক্ষে সম্ভব হয় না। কলেজ থেকে টিফিন টাইমে শিক্ষার্থীদের কে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। এই জন্য শিক্ষার্থীরা বাইরে দোকান থেকে খাবার কিনে আনতে পারে না।

এইজন্য বেশিরভাগ শিক্ষার্থীরাই সকাল ৯ টা থেকে শুরু করে দুপুর ২:৩০ পর্যন্ত না খেয়ে অনাহারে ক্লাস করেন যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পাশাপাশি না খেয়ে থাকলে ক্লাসে মনোযোগ বসবে না। প্রতিটি শিক্ষার্থী কলেজে একটি ক্যান্টিনের অনুপস্থিত অনুভব করছে যদি কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের টিফিনের কোন ঝামেলা থাকবে না শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে টিফিন টাইমে টিফিন খেতে পারবে।

অতএব বিনীত মহোদয়ের নিকট আমাদের আবেদন এই যে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অতি জরুরী ভাবে কলেজ ক্যাম্পাসে একটি ক্যান্টিন স্থাপন করে বাধিত করুন।

আপনার কলেজের একান্ত অনুগত একজন ছাত্র

আরিফ ইসলাম

ক্লাস রোল: ১৭

কলেজে ক্যাম্পাসে ক্যান্টিনে স্থাপনের জন্য এভাবে একটি আবেদনপত্র তৈরি করলে কখনো কোন টিচার রিজেক্ট করতে পারবেনা। প্রতিটি শিক্ষক বাবার মায়ের সমতুল্য। তারা সবসময় শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন এবং শিক্ষার্থীদের মঙ্গলের উদ্দেশ্যে তাদেরকে ভাল পথে পরিচালনা করেন। স্কুলে থাকা অবস্থায় শিক্ষার্থীদের সমস্ত দায়িত্ব শিক্ষকদের ওপরে থাকে। তাই এভাবে একটি আবেদনপত্র তৈরি করলে শিক্ষক অবশ্যই শিক্ষা দিতে কথা বিবেচনা করে কলেজে একটি ক্যান্টিনে স্থাপনের চেষ্টা করবেন।

আরো দেখুন : রাম ছাগল কত দিনে বাচ্চা দেয়? বিস্তারিত জানুন

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি বুঝতে পেরেছেন কলেজে ক্যান্টিন স্থাপনের জন্য কিভাবে একটি আবেদন পত্র তৈরি করতে হবে। তোমরা কলেজে ক্যান্টিনে স্থাপনার জন্য প্রধান শিক্ষকের নিকট এভাবে একটি আবেদনপত্র তৈরি করলে তারা অবশ্যই তোমাদের কাছে বিবেচনা করে একটি ক্যান্টিন স্থাপন করার চেষ্টা করবে। এবার চলো দেখে আশা যাক বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ তৈরি করার নিয়ম সম্পর্কে।

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ

বিদ্যালয় ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ তৈরি করতে চান? কিন্তু বুঝতে পারছেন না কিভাবে একটি সংলাপ তৈরি করতে হয়? সংলাপ বলতে বোঝায় ডায়লগ। ইংরেজি প্রথম পত্র তে পরীক্ষাতে ডায়লগ আসে ঠিক একইভাবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে সংলাপ আসে। নিচে দেখুন বিদ্যালয়ে ক্যান্টিনে স্থাপনের জন্য সংলাপ দেওয়া রয়েছে নিচের সংলাপটি দেখে আইডিয়া নিতে পারবেন কিভাবে সংলাপ তৈরি করতে হয়।

বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ

রুহান : হাই কেমন আছো?

আরিফ : আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কি আজকে বিদ্যালয়ে উপস্থিত ছিলা?

রুহান: না, আজকে সকালে টিফিন তৈরি করতে পারিনি এজন্য বিদ্যালয়ে যায় নি। আমাদের বিদ্যালয় সবদিক থেকে পারফেক্ট হলো বিদ্যালয় একটি ক্যান্টিনের প্রয়োজন রয়েছে।। প্রতিদিন সকালে উঠে টিফিন তৈরি করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অনেক সময় সকালে উঠতে দেরি হয় অথবা আরও বিভিন্ন জটিলতার কারণে বিদ্যালয়ে টিফিন নিয়ে যাওয়া সম্ভব হয় না। টিফিন টাইমে অনাহারে থাকার কারণে ধীরে ধীরে আমার শরীর দুর্বল হয়ে পড়েছে। চিকিৎসক আমাকে সঠিক সময়ে খাবার খেতে বলেছেন।

আরিফ: তুমি ঠিক বলেছ আমার পক্ষেও প্রতিদিন বিদ্যালয় টিপে নিয়ে যাওয়া সম্ভব হয় না। আমাদের বিদ্যালয়ে অতি জরুরি অবস্থায় একটি ক্যান্টিন এর প্রয়োজন রয়েছে। বিদ্যালয় একটি ক্যান্টিন উপস্থিত থাকলে নিয়মিত তিফি নিয়ে যাওয়ার ঝামেলা তৈরি হবে না। টিফিন নিয়ে যেতে ভুলে গেলে অথবা কোন জটিলতার কারণে টিফিন নিয়ে যাওয়া সম্ভব না হলে ক্যান্টিনে খাবার খেয়ে নিতে পারবো।

রুহান: হ্যাঁ, এই বিষয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র তৈরি করতে হবে। বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব একটি ক্যান্টিন স্থাপন করতে হবে। এতে শিক্ষার্থীদের বেশি সুবিধা হবে।

আরিফ: ঠিক আছে আগামী ক্লাসে এই বিষয়ে সবার সাথে কথা বলে একটি আমাদের পত্র তৈরি করব।

এভাবে একটি সংলাপ তৈরি করতে পারবেন সংলাপ তৈরি করার নিয়ম খুবই সহজ সংলাপে দুইজন ব্যক্তিকে উপস্থিত রেখে একটি আলোচনা তৈরি করতে হয়। বিভিন্ন বিষয়ে আলোচনা থাকতে পারে যেমন ওপরে বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ তৈরি করা হলো এভাবে আর বিভিন্ন কারণ যেমন স্টাডি টুর, মাল্টিমিডিয়া ক্লাসরুম সম্পর্কে সংলাপ তৈরি করতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সংলাপ তৈরি করার নিয়ম সম্পর্কে।

আবেদনপত্র তৈরি করার নিয়ম

অনেকে জিজ্ঞাসা করেন আবেদনপত্র তৈরি করার নিয়ম কি একটি মাত্র আবেদনপত্র থেকে কিভাবে অনেকগুলো আবেদন পত্র তৈরি করা সম্ভব? সত্যিই কি একটি মাত্র আবেদনপত্র থেকে অনেকগুলো আবেদন পত্র তৈরি করা সম্ভব? হ্যাঁ সম্ভব আপনি যদি নিচে দেখে নেন তাহলে সহজে একটিমাত্র আবেদন পত্র থেকে কয়েকটি আবেদনপত্র তৈরি করতে পারবেন।

আবেদন পত্র তৈরি করার প্রথমে তারিখ উল্লেখ করতে হবে। যেমন: তারিখ : ১২/১২/২০২৪, তারপর বরাবর উল্লেখ করতে হবে, প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ দেওয়ার পরে স্কুল অথবা কলেজের নাম দিতে হবে। যেমন

তারিখ: ১২/১২/২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

রাজশাহী আদর্শ স্কুল এন্ড কলেজ (নিজের স্কুলের নাম উল্লেখ করতে হবে)

রাজশাহী (জেলার নাম উল্লেখ করতে হবে)

বিষয়: বিদ্যালয়ের ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র

জনাব

যেকোনো আবেদনের শুরুতে প্রথমে এই লাইনগুলো উল্লেখ করতে হবে, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ৮ম (নিজ শ্রেনী) শ্রেণীর একজন শিক্ষার্থী। গত কয়েক মাস থেকে আমরা আমাদের বিদ্যালয়ের একটি ক্যান্টিন এর উপস্থিত অনুভব করছি। আমাদের বিদ্যালয় এই জেলার মধ্যে সবচেয়ে সেরা একটি বিদ্যালয় হলেও এখানে কোনো ক্যান্টিন উপস্থিত নেই। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা ক্লাসে আসেন এবং নানান জটিলতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসের টিফিন নিয়ে উপস্থিত হতে পারেনা। ক্লাসে সকাল ৯ টা ৩০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপস্থিত থাকতে হয় এবং এত সময় পর্যন্ত শিক্ষার্থীদের পক্ষে না খেয়ে থাকা একটু কষ্টকর। তাই বিদ্যালয় যদি একটি ক্যান্টিন স্থাপন করা হয় তাহলে শিক্ষার্থীদের জন্য ভালো হবে।

অতএব মহোদয়ের নিকট আমাদের বিনীত আবেদন এই যে আমাদের বিদ্যালয়ে যত দ্রুত সম্ভব একটি ক্যান্টিন স্থাপন করে বাধিত করুন।

আপনার বিদ্যালয় একান্ত অনুগত একজন ছাত্র,

অনিশ আহমেদ

এভাবে একটি আবেদন পত্র তৈরি করতে পারবেন আবেদন পত্র লিখার নিয়ম সম্পন্ন একই শুধুমাত্র বিষয় আলাদা লিখতে হবে যেমন যদি স্কুলে অনুপস্থিতির জন্য আমাদের কত তৈরি করতে চান তাহলে বিষয়টি এভাবে লিখতে হবে, আমি আপনার স্কুলের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করি।

কিন্তু গত কয়েক সপ্তাহ থেকে আমি আমার অসুস্থতার কারণে স্কুলে উপস্থিত থাকতে পারি নি। এভাবেই বিষয়টি আলাদা লিখতে হবে। তারপর কোশ্চেনের যদি চায়, অসুস্থতার জন্য অনুপস্থিতির আবেদন, তাহলে নিচে উল্লেখ করতে হবে,”অতএব মহোদয় এর নিকট বিনীত আবেদন এই যে আমার অসুস্থতার কথা বিবেচনা করে আমাকে আগামী এক সপ্তাহ পর্যন্ত ছুটি প্রদান করে বাটিতে করুন”। এটি উল্লেখ করে আবেদন পত্র শেষ করতে হবে।

প্রিয় পাঠক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আবেদনপত্র তৈরি করার নিয়ম সম্পর্কে। এভাবে আবেদনপত্র তৈরি করলে সহজেই ১০ মার্ক অর্জন করতে পারবেন। আশা করছি ওপরের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনার পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে।

শেষ মন্তব্য

প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই আর্টিকেলে আমরা শেয়ার করলাম কিভাবে আবেদন পত্র তৈরি করতে হয় এবং বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদন পত্র, কলেজে ক্যাম্পাসে ক্যান্টিন স্থাপনের জন্য আবেদনপত্র তৈরি করার নিয়ম সাথেই বিদ্যালয়ে ক্যান্টিন স্থাপনের জন্য সংলাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করছি আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *