পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম
| | | | | |

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম খুঁজছেন? আজকের এই আজকেরে শেয়ার করব কিভাবে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য দরখাস্ত কিংবা আবেদনপত্র তৈরি করতে হয় এবং পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়মসমূহ কি কি।

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

নিচের নিয়ম অনুসারে যদি পদোন্নতির জন্য আবেদন পত্র তৈরি করেন তাহলে অবশ্যই আপনি ভাল ফলাফল লাভ করতে পারবেন কারণ যখন এটি আবেদন পত্র কে খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে সভ্য ভাষায় লেখা হয় তখন সেই পাঠক খুব খুশি হয়। ঝটপট দেখে নেওয়া যাক পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদনপত্র তৈরি করার নিয়মসমূহ।

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম খুবই সহজ। গুরুতর সমস্যার কারণে অনেক সময় আমরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে পারিনা। এক্ষেত্রে যদি পরবর্তী শ্রেণীতে প্রমোশন পেতে চান তাহলে একটি আবেদন পত্র তৈরি করতে হবে।

আরো পড়ুন: melatrin cream কি কাজ করে জানলে অবাক হবেন

আর আবেদন পত্র তৈরি করার জন্য প্রথমেই প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে এবং বিদ্যালয়ের ঠিকানা ও তারিখ উল্লেখ করতে হবে যেই তারিখে এই আবেদন পত্রটি পাঠকের নিকট জমা দিবেন সেই তারিখটি উল্লেখ করতে হবে। নিচে দেখুন সবচেয়ে সঠিক এবং শ্রেষ্ঠ নিয়ম দেওয়া রয়েছে।

  1. আবেদন পত্রের শুরুতেই সম্মান জানিয়ে,, মাননীয় প্রধান শিক্ষক কিংবা মাননীয় প্রধান শিক্ষিকা উল্লেখ করতে হবে।
  2. প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হবে যেমন: ঢাকা বালিঘাটা প্রাথমিক কলেজ
  3. ঠিকানা উল্লেখ করতে হবে যেমন: মিরপুর, ঢাকা
  4. তারপর বিষয় উল্লেখ করতে হবে যদি হাতে লিখে আবেদনপত্র তৈরি করেন তাহলে হাতে লেখা সুন্দর হতে হবে।
  5. মহোদয় কিংবা মহাশরা লিখে একটি কমা দিয়ে মূল বক্তব্যতে যেতে হবে, যেমন; ”মহোদয়,”
  6. মূল বক্তব্যতে যাওয়ার প্রথমেই ”বিনীত নিবেদন এই যে,” এই কথাটি উল্লেখ করতে হবে।
  7. মূল বক্তব্যতে কোন কারণে পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন সেই গুরুত্ব সমস্যাটি উপস্থাপন করতে হবে এবং সে সমস্যার যদি কোন প্রমাণস্বরূপ কোন কাগজপত্র থাকে তাহলে সে কাগজপত্রটি সংযুক্ত করতে হবে।
  8. সর্বশেষে লিখতে হবে আপনার সহানুভূতিপূর্ণ বিবেচনার অপেক্ষাতে রইলাম।
  9. তারপর নিচে আপনার বিশ্বস্ত, লিখে নিজের নাম দিতে হবে। এখানে শিক্ষার্থীর নাম নয় অবশ্যই নিজের নাম দিতে হবে।
  10. সর্বশেষে শিক্ষার্থীর নাম এবং রোল নাম্বার দিয়ে আবেদন পত্র শেষ করতে হবে।

যদি হাতে লিখে আবেদন পত্র তৈরি করতে চান তাহলে প্রথমে হাতের লেখার উপর নজর দিতে হবে এবং হাতের লেখা সুন্দর করতে হবে। আবেদনপত্র হাতে তৈরি করলে অতিরিক্ত কাটাকাটি করা যাবে না এবং বানান ভুল করা যাবে না। লেখার উপর নজর দিতে হবে আর লেখা সুন্দর করতে হবে। পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্রর নমুনা নিচে দেওয়া হলো দেখে নিন।

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র এর নমুনা

পরবর্তী শ্রেণীতে প্রমোশন পাওয়ার জন্য একটি আবেদন পত্র করতে হবে অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা পরীক্ষাতে উপস্থিত থাকতে পারেনা। অসুস্থতার কারণে কিংবা গ্রুপের কোন রোগের কারণে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে না পারলে একটি আবেদনপত্র তৈরি করতে হবে এবং সে আবেদন পত্রটি প্রধান শিক্ষক এই নিকট জমা দিতে হবে। নিচে দেখুন নমুনা পত্র দেওয়া রয়েছে এই নমুনা অনুসারে একটি আবেদন পত্র তৈরি করতে হবে।

শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র এর নমুনা

তারিখ: ০৯ নভেম্বর ২০২৪

মাননীয় প্রধান শিক্ষক

রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজ

ঘোড়ামারা, রাজশাহী

বিষয়: পরবর্তী শ্রেণীতে প্রমোশন পাওয়ার জন্য আবেদন পত্র

মহাসরা,

বিনীত নিবেদন এই যে আমার ছেলে, রাকিব হোসাইন,,,,(এখানে নিজের ছেলে/মেয়ের নাম দিতে হবে) আপনার সুখ প্রতিষ্ঠিত রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের ৯ম শ্রেণীর (নিজের শ্রেণী উল্লেখ করতে হবে) বিজ্ঞান বিভাগের (নিজ বিভাগ) একজন নিয়মিত ছাত্র।

সে চতুর্থ শ্রেণী থেকে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে আর প্রতিটি পরীক্ষাতে চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করার গত বছর অষ্টম শ্রেণীতে সকল পরীক্ষায় কৃতিত্ব দেখিয়েছে।

নবম শ্রেণীর গত 1 মে ২০২৪ সালে মডেল টেস্ট পরীক্ষাতে জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত সে গুরুতর রোগে আক্রান্ত হয়ে পড়েছে এবং তার অসুস্থতার কারণে সে বার্ষিক পরীক্ষাতে উপস্থিত থাকতে পারেনি। গত পাঁচ অক্টোবর থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। এই বছরে পরীক্ষার জন্য যথেষ্ট ভাল প্রস্তুতি নিয়েছিল আমার আশা এবং বিশ্বাস সে যদি পরীক্ষাতে অংশগ্রহণ করত তাহলে আবারও ভাল ফলাফল অর্জন করতে পারত ।

আরো পড়ুন: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম

অতএব আমার বিনীত আবেদন এই যে, তার এই অসুস্থতার কথা বিবেচনা করে এবং তার বিগত পরীক্ষাগুলির ফলাফলের ওপর নির্ভর করে তাকে পরবর্তী শ্রেণী (১০ম শ্রেনী) প্রোমোশন দিয়ে তার মূল্যবান বছর রক্ষা করা হোক।

আপনার সহানুভূতিপূর্ণ বিবেচনার অপেক্ষাতে থাকলাম।

ধন্যবাদ,

আপনার বিশ্বস্ত,

রায়হান হোসাইন (পিতার নাম)

রাকিব হোসাইন (ছাত্রর নাম)

রোল নাম্বার: ০২

এভাবে একটি আবেদনপত্র তৈরি করলে অবশ্যই পাঠক খুব খুশি হবে এবং পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্রটি প্রধান শিক্ষকের নিকট তৈরি করতে হবে। যদি হাতে লিখে আবেদনপত্র তৈরি করেন তাহলে উপরের এই নিয়ম অনুসারে একইভাবে আবেদনপত্র তৈরি করতে হবে।

আর অবশ্যই হাতের লেখা সুন্দর করতে হবে এবং অতিরিক্ত কাটাকাটি কিংবা বানান ভুল করা যাবে না। আর যদি কম্পিউটার ফরমেটের তৈরি করতে চান তাহলে উপরের এই আবেদন পত্রটি কপি করে শুধুমাত্র নাম তারিখ এবং অন্যান্য সকল বিষয় পরিবর্তন করতে হবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন কিভাবে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করতে হয়। এবার যেগুলো আমরা দেখে আসি পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম ইংরেজিতে।

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম ইংরেজিতে

আপনি কি ইংরেজিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে জানতে চান আপনারা আশা করছি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন কিভাবে বাংলাতে আবেদন পত্র তৈরি করবেন আপনার শিশু যদি অসুস্থতার কারণে কিংবা গুরুদের কোন সমস্যার কারণে পরীক্ষায় অনুপস্থিত থাকে তাহলে অবশ্যই তাকে আরো এক বছর শ্রেণীতে পড়াশোনা করতে হবে কিন্তু আপনি যদি চান যে আপনার শিশু এক বছর লস না দিয়ে এগিয়ে যাক তাহলে আপনাকে প্রমোশনের জন্য একটি আবেদনপত্র তৈরি করতে হবে। নিচে দেখুন ইংরেজিতে একটি আবেদন পত্র দেওয়া রয়েছে।

পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম ইংরেজিতে

date: 09.07.2025

to

the headmaster

Adarsh School Khulna

khulna

sub: Application letter for promotion to the next class

sir,

Assalamu Alaikum, I hope you are well. My son Rakib Hasan is studying in class 9 in your school. He has never been absent without any serious problems.But in the past few weeks, he suddenly became very ill and was admitted to the hospital. His exams started yesterday. Save could not attend yesterday’s exam.

There is no way he can attend the exam while he is admitted in the hospital. And I know about the importance of the exam and he may lose a year by not taking the exam.But I don’t want him to lose a year. He is very good at studying and prepared very well for the exam.

If he had attended the exam, he would definitely have achieved good results.

Therefore, my humble request to you is that considering his important year, please promote him to the next class.

Rayhan Hasan

number: 018373829

যদি কোন কারণে পরীক্ষায় উপস্থিত থাকতে না পারেন তাহলে এভাবে একটি আবেদন পত্র তৈরি করে শিক্ষক নিকট জমা দিতে হবে তাহলে শিক্ষকরা আপনার অসুস্থতার কথা বিবেচনা করে আপনাকে পরবর্তীতে প্রমোশন দিয়ে দিবে তবে প্রমাণ স্বরূপ অবশ্যই আপনার কাগজপত্র যোগ করতে হবে। যেমন আপনি যদি গ্রুপের অসুস্থ হয়ে থাকেন তাহলে মেডিকেল থেকে পাওয়া কিছু কাগজপত্র আবেদনপত্রের সাথে স্কুলে জমা দিতে হবে। এবার চলুন আমরা দেখে আসি পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম।

পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম

পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার নিয়ম খুঁজছেন? বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্ব-কোটির কারণে অনেকের সংসারের ব্যয় বহন করতে বেশ কষ্ট হচ্ছে এছাড়া অন্যান্য খরচ সমূহের দিকে দেখলে মাসে শেষে বেশ টাকার সংকট দেখা দেয়।

অতএব শাব্দিক বিবেচনা করে পদোন্নতির জন্য একটি আবেদন পত্র তৈরি করতে হবে চাকরিতে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে হবে। নিচে দেখুন পদোন্নতির আবেদন পত্র নিচে দেওয়া রয়েছে এই আবেদন পত্রটি দেখে আপনারা সকলে একটি দরখাস্ত তৈরি করতে পারবেন।

১৬ সেপ্টেম্বর ২০২৪ (যে তারিখে আবেদন পত্র জমা দিবেন সেই তারিখটি)

বরাবর

মহা ব্যবস্থাপক/পরিচালক/ম্যানেজার/প্রধান এডমিন (যার নিকট আবেদনপত্র তৈরি করছেন)

রাজশাহী ইসলামী ব্যাংক লিমিটেড

বিষয়: পদোন্নতির জন্য আবেদন পত্র

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আরিফুল ইসলাম আপনার সু প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক লিমিটেড এর সহকারী ম্যানেজার পদে গত তিন বছর থেকে কর্মরত রয়েছি। আমি নিয়মিত প্রতিষ্ঠান এ সময় মত উপস্থিত থাকি এবং আমার নিজের কাজকে সম্মান দেখিয়ে সম্পন্ন করার চেষ্টা করি।

আমি কখনো অতিরিক্ত ছুটি কাটাইনি এবং নিজের কাজ যথা সময় সম্পন্ন করেছি। আমি আমার কাজের যথেষ্ট উন্নতি ঘটিয়েছি। বর্তমান সময়ে বাজারে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে কিন্তু আমার চাকরির কোন পদোন্নতি হয়নি এই অবস্থায় পরিবারের ব্যয় বহন করা খুবই কষ্টকর হয়ে উঠেছে।

অতএব আমার সমস্যার কথা বিবেচনা করে এবং আমার কাজের উন্নতি দিক দেখে আমার চাকরির পদোন্নতি করে এবং আমার বেতন বৃদ্ধি করে বাধিত করুন ধন্যবাদ।

বিনীত নিবেদক,

মোহাম্মদ আরিফুল ইসলাম

রাজশাহী ইসলামী ব্যাংক লিমিটেড

যেকোনো প্রতিষ্ঠানে ভালো কাজের অভিজ্ঞতা দেখালে এবং নিয়মিত প্রতিষ্ঠানে উপস্থিত থাকলে সে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পদোন্নতি করে দেন। অর্থাৎ বর্তমান অবস্থা তুলনায় আরো ভালো পদে চাকরি দিয়ে থাকেন যেমন একটি প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার থেকে ভালো কর্ম দেখে এবং ভালো অভিজ্ঞতা এর উপর বিবেচনা করে তাকে ম্যানেজার পদে চাকরি দেওয়া হয়।

সহকারী ম্যানেজার এর তুলনায় ম্যানেজার পদের বেতন এবং সম্মান আরো অনেক বেশি। তাই প্রতিটি প্রতিষ্ঠানে যদি ভালো কাজ করেন ভালো অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন তাহলে অবশ্যই দ্রুত পদোন্নতি করে দেওয়া হবে। পদোন্নতি করলে বেতন বাড়ে। বেতন বাড়ার পাশাপাশি সমানও বৃদ্ধি পায়। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন পদোন্নতির জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে।

শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন পত্র

আপনি কি শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন পত্র তৈরি করতে চাচ্ছেন? পদোন্নতির জন্য আবেদনপত্র তৈরি করা খুবই সহজ তবে প্রথমেই কোন কারণে পদোন্নতি চাইছেন সে বিষয়গুলো উল্লেখ করতে হবে এবং কাজের ভালো দিকগুলোকে তুলে ধরতে হবে। আপনার কাজের মাধ্যমে প্রতিষ্ঠানের কি কি সুবিধা হয়েছে সে বিষয়গুলো উল্লেখ করতে হবে।

অন্যান্য চাকরির তুলনায় শিক্ষকদের বেতন কম দেওয়া হয় এই বিষয়ে গতবছরে বেশ আন্দোলন দেখা গেছিল। তাই নিজের চাকরির পদোন্নতির জন্য এবং বেতন বৃদ্ধির জন্য একটি আবেদন পত্র নিচে দেখুন দেওয়া রয়েছে।

তারিখ: ২৮ শে অক্টোবর ২০২৪

বরাবর

ব্যবস্থাপনা পরিচাল

খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজ , রাজশাহী

জনাব

সবিনয় নিবেদন এই যে আমি আপনার সুপ্রতিষ্ঠিত খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজের একজন সহকারী অ্যাসিস্ট্যান্ট। আমি বিগত পাঁচ বছর থেকে এই কাজে কর্মরত রয়েছে এবং আমি আমার কাজকে যথেষ্ট সম্মান করি। যথেষ্ট সম্মানের সাথে আমি প্রতিদিন প্রতিষ্ঠানে উপস্থিত থাকি।

আমি বিশ্বাস করি যে আমার দক্ষতা এবং আমার এই অভিজ্ঞতা ও কঠোর পরিশ্রম আমাকে একজন শিক্ষক পদের জন্য যোগ্যতা প্রদান করছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের উদ্যগতির কারণে আগের বেতনে এখন পরিবারের ব্যয় বহন করা আমার পক্ষে কষ্টকর হয়ে উঠেছে।

আরো জানুন: উদ্দীপন এনজিও অনলাইন আবেদন পত্র লেখার নিয়ম

এছাড়াও আমার কর্মের দিকে লক্ষ্য করে দেখলে আমি আমার কাজে বেশ উন্নতি ঘটিয়েছি অতএব আমি আস্থা করছি যে পদোন্নতি দেয়া হলে আমি আমার কাজ আরো দক্ষতা এবং যোগ্যতার সাথে করার চেষ্টা করব।

অতএব জনাবের নিকট আমার বিনীতভাবে আবেদন এই যে, আপনি আমার পদোন্নতির এই আবেদন পত্রটি মঞ্জুর করুন এবং আমাকে আরো ভালোভাবে কাজ করার জন্য সুযোগ প্রদান করুন। ধন্যবাদ।

নিবেদক,

মোহাম্মদ আরিফুল ইসলাম

বর্তমান পদবী: সহকারি অ্যাসিস্ট্যান্ট

প্রতিষ্ঠানের নাম: রাজশাহী খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় এবং কলেজ

পদোন্নতির জন্য আবেদন পত্র লেখার সময় কিছু সাধারণ ভুল হয়ে থাকে। যেমন লেখায় বানান ভুল হওয়া, হাতের লেখা খারাপ হওয়া ইত্যাদি। তাই এই সমস্ত সমস্যা এড়িয়ে চলার জন্য কম্পিউটারে লিখে সেটি প্রিন্ট করে পাঠক এ নিকট জমা দিতে পারবেন। আর আবেদন পত্রতে অবশ্যই ভুল বানান এড়িয়ে চলতে হবে। আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন শিক্ষক পদে পদোন্নতির জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে।

পদোন্নতি পরীক্ষার আবেদন

পদোন্নতি পরীক্ষার আবেদনপত্র তৈরি করতে চাচ্ছেন? পদোন্নতি পরীক্ষার আবেদনপত্র বলতে বোঝায় যদি পরীক্ষা কেন্দ্রে কোন গুরুতর সমস্যার কারণে উপস্থিত থাকতে না পারেন তাহলে এক শ্রেণী থেকে আরেক শ্রেণীতে পদোন্নতি করিয়ে দেওয়া অথবা পরবর্তী শ্রেণীতে প্রমোশন করিয়ে দেওয়া।

মনে করুন আপনি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী এবং বার্ষিক পরীক্ষার্থী গ্রুপের অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি এই অবস্থায় যদি পরীক্ষা দিতে না পারেন তাহলে গুরুত্বপূর্ণ বছর গুলো নষ্ট হয়ে যাবে এইজন্য সময় নষ্ট না করার ক্ষেত্রে পদোন্নতির জন্য পরবর্তী ক্লাসে প্রমোশনের আবেদনপত্র তৈরি করতে পারেন।

১৮ অক্টোবর ২০২৪

বরাবর

প্রধান শিক্ষক

কলেজিয়েট স্কুল রাজশাহী বাংলাদেশ

বিষয় : পরবর্তী শ্রেণীতে পদোন্নতি জন্য আবেদন পত্র

জনাব

বিনীত নিবেদন এই যে আমার ছেলে রাকিব হাসান আপনার সুপ্রতিষ্ঠিত কলেজিয়েট স্কুল এর অষ্টম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র সে প্রতিদিন ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকে। সেই গত বছর সপ্তম শ্রেণীতে জিপিএ ফাইভ এ উত্তীর্ণ হয়েছে এবং অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছে। রাকিব পঞ্চম শ্রেণী থেকে আপনার স্কুলে পড়াশোনা করছে এবং সে কখনোই খারাপ ফলাফল অর্জন করেনি।

গত তিন মাস আগে অষ্টম শ্রেণীর মডেল টেস্ট পরীক্ষাতে সে জিবিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং সে বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিয়েছিল। আমার আশা এবং ভরসা সে যদি পরীক্ষা দেয় অংশগ্রহণ করত তাহলে আশা অনুরূপ ভালো ফলাফল লাভ করতে পারত। কিন্তু সে হঠাৎ 105 ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়ে পড়েছিল এবং এই অবস্থাতে তার পক্ষে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকা সম্ভব হয়নি।

অতএব জনাবের নিকট আমার বিনীত আবেদন এই যে রাকিবের ভালো ভবিষ্যতের জন্য তার গুরুত্বপূর্ণ বছর রক্ষা করা হোক এবং তার গত ফলাফল গুলোর উপর বিবেচনা করে তাকে পরবর্তী শ্রেণীতে প্রোমোশন দেওয়া হোক।

আপনার সহানুভূতি এবং বিবেচনার অপেক্ষাতে রইলাম,

ধন্যবাদ

রনি হাসান

প্রিয় পাঠক আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন পরীক্ষায় পদোন্নতির জন্য আবেদন পত্র সম্পর্কে পরীক্ষার পদোন্নতি বলতে বোঝায় যদি পরীক্ষাতে অনুপস্থিত থাকেন তাহলে পরবর্তী ক্লাসে প্রমোশন দেওয়া। অসুস্থ থাকাকালীন সময়ে কোনভাবেই পরীক্ষার কেন্দ্র পৌঁষ্টি থাকা সম্ভব হয় না। আবার পরীক্ষা না দেওয়ার ফলে এক বছর নষ্ট হতে পারে।

এই জন্য একটি পদোন্নতির আবেদন পত্র তৈরি করতে হবে এবং প্রধান শিক্ষক এর নিকট জমা দিতে হবে। ক্লাসের পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার পূর্বে বিবেচনা করতে হবে যদি শিক্ষার্থী এক থেকে ৪র্থ শ্রেণীর এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণীর হয়ে থাকে তাহলে আবেদন করতে হবে। তবে পঞ্চম কিংবা দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা চাইলেই পরবর্তী ক্লাসে পদোন্নতি করতে পারবে না।আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন পদোন্নতি আবেদনপত্র সম্পর্কে।

লেখক এর শেষ কথা

প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলে আমরা পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র, পদোন্নতি পরীক্ষার আবেদনপত্র এবং বেতন বৃদ্ধির জন্য চাকরির আবেদন পত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম যারা আবেদনপত্র তৈরি করার নিয়ম সম্পর্কে জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনারা সবচেয়ে সঠিক নিয়মে আবেদন পত্র তৈরি করতে পারবেন।

আজকের এই আর্টিকেলে আবেদন পত্র তৈরি করার সবচেয়ে সঠিক নিয়ম সম্পর্কে আলোচনা করেছি যদি উক্ত নিয়মে আপনারা আবেদন পত্র তৈরি করেন তাহলে পাঠক অবশ্যই খুব খুশি হবে এবং আপনাদের আবেদন পত্র মঞ্জুর করবে।

আজকের এই আর্টিকেলের মূল উদ্দেশ্য ছিল পদোন্নতির জন্য আবেদন পত্র এবং পরবর্তী শ্রেণীতে প্রমোশনের জন্য আবেদন পত্র তৈরি করার নিয়ম সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করা। আশা করছি আজকের এই আর্টিকেলটির মাধ্যমে আপনারা প্রত্যেকে উপকৃত হয়েছেন আর কোন বিষয়ে আবেদন পত্রের প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *