হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটুন সবচেয়ে কম টাকায়
আপনি কি হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে চাচ্ছেন?? যেকোনো জায়গায় সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনাকে পৌঁছে দিবে হানিফ পরিবহন। কিভাবে সবচেয়ে অল্প টাকায় সবচেয়ে কম টাকায় হানিফ পরিবহনে আপনি অনলাইন টিকেট কাটবেন আসুন আমরা দেখে নেই আপনি চাইলে অফলাইনেও কাটতে পারবেন।

হানিফ পরিবহন এর মাধ্যমে আপনি বরিশালে কক্সবাজারে সিলেটে কিংবা চট্টগ্রামসহ যে কোন জেলা বিভাগে যেতে পারবেন সবচেয়ে কম টাকায়। কিভাবে টিকিট কাটলে সবচেয়ে কম খরচ হবে এই আর্টিকেলে আমরা আলোচনা করব আসুন আমরা দেখে নেই হানিফ পরিবহন অনলাইন টিকিট।
হানিফ পরিবহন অনলাইন টিকিট এর সুবিধা
হানিফ পরিবহন হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় বাস পরিবহন যা অতিক কম ভাড়া মধ্যে মানসম্পন্ন সার্ভিস প্রদান করে থাকে এখানে আপনি এসি এবং নন এসি দুই ধরনের বাস সার্ভিস দেখতে পাবেন। যাদের বাজেট একটু কম রয়েছে তারা নন-এসি বাস সার্ভিস উপভোগ করতে পারবেন আর যাদের বাজেট একটু ভালো রয়েছে
তারা চাইলে এসি বাস সিট নিয়ে খুব আরামদায়ক ভ্রমন করতে পারবেন এটি সময় মত যাত্রা শুরু করে এবং আপনাকে সময় আপনার গন্তব্যে পৌঁছে দিবে এখানে খুবই প্রশিক্ষণ বাস চালক এবং সহকারি পাওয়া যায় যাদের ব্যবহার অত্যন্ত ভদ্র।
আরো পড়ুন: ফ্রিতে কুইজ খেলে মোবাইল দিয়ে টাকা ইনকাম করুন গ্যারান্টি সহ
আপনি যদি বাংলাদেশের যে কোন বিভাগে কিংবা জেলাতে ভ্রমণ করতে চান তাহলে সবচেয়ে ভালো হবে হানিফ বাস পরিবহন আজকের এই আর্টিকেল আমরা আলোচনা করব কিভাবে আপনি সবচেয়ে কম মূল্যে হানিফ বাস পরিবহনের মাধ্যমে ভ্রমণ করবেন।
আপনি যদি হানিফ বা পরিবহনের ভ্রমণ করতে চান তাহলে আপনি দুইটি মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন এটি অনলাইন টিকিটের সুবিধা হচ্ছে এখানে আপনি কোন রকম লাইনে দাঁড়ানো ছাড়া কোনো রকম বিয়ে ছাড়া এবং কোন ঝামেলা ছাড়াই বাসায় বসে টিকেট কাটতে পারবেন।
আরো পড়ুন: ১ মিনিটেই মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম A – Z
আর অফলাইনে টিকেট কাটার একটি সুবিধা হচ্ছে যারা অনলাইনে টিকিট কাটা জানেন না তারা অফলাইনে টিকিট কাউন্টারে যে টিকিট কাটতে পারবেন। আপনি যদি হানিফ বাস পরিবহন এর মাধ্যমে ভ্রমণ করতে চান তাহলে আপনি দেখে নিন নিচে দেওয়া রয়েছে হানিফ বাস পরিবহন এর সুবিধা গুলো।
হানিফ পরিবহন অনলাইন টিকিট এর সুবিধা
- হানিফ বাস পরিবহনে রয়েছে এই টিকিট ইন সিস্টেম।
- হানিফ বাস পরিবহনে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়।
- হানিফ বাস পরিবহনে প্রশিক্ষণ বিশিষ্ট বাস চালক এবং সহকারি রাখা হয়।
- হানিফ বাস পরিবহন হলো বাংলাদেশের অন্যতম একটি পরিবহন সার্ভিস।
- হানিফ বাস পরিবহন এর মাধ্যমে অতি দ্রুত গন্তব্যতে পৌঁছানো যায়
- হানিফ বা পরিবহনে আসন গুলো অনেক বেশি আরামদায়ক দেওয়া হয়
- হানিফ বাস পরিবহনে বাস টিকিট আপনি মোবাইলে যেকোনো অ্যাপসে কিংবা ওয়েবসাইটের মাধ্যমে কাটতে পারবেন।
- হানিফ বাস পরিবহন দেশের সব রুটেই চলে
- হানিফ বাস পরিবহনের যাত্রীদের জন্য প্রায় 24 ঘন্টা হেল্পলাইন খোলা থাকে
প্রিয় পাঠক আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন হানিফ বাস পরিবহন এর সুবিধা গুলো আপনি যদি বাংলাদেশের যেকোনো জেলাতে কিংবা বিভাগের ভ্রমন করতে চান তাহলে সবচেয়ে সেরা একটি পরিবহন ব্যবস্থা হচ্ছে হানিফ বাস পরিবহন এটি আপনাকে সম্পূর্ণ নিরাপত্তার সাথে আপনার গন্তব্যে পৌঁছে দেবে সবচেয়ে অল্প মূল্যে।
এবার চলুন আমরা দেখে আসি হানিফ পরিবহনে অনলাইন টিকিট কাটার নিয়ম গুলো। আপনি যদি অনলাইনে টিকেট কাটার নিয়ম সম্পর্কে না জানেন তাহলে নিচে দেখুন অনলাইনে টিকিট কাটার সমস্ত নিয়মাবলী নিচে বিস্তারিত দেওয়া রয়েছে।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটুন সবচেয়ে কম দামে
হানিফ পরিবহনে সবচেয়ে দুর্দান্ত একটি সুবিধা হচ্ছে এখানে আপনি যেকোনো সময় ২৪ ঘন্টায় হেল্প লাইনে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সাথে যোগাযোগ করে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন যদি আপনি অনলাইন টিকেট করার নিয়মাবলী না জানেন তাহলে হেলপ্লাইন যোগাযোগ করতে পারবেন।
তবে আজকের এই আর্টিকেলে হানির পরিবহনে আপনি কিভাবে অনলাইনে টিকিট কাটবেন সেই সকল বিষয়গুলো বিস্তারিত শিখিয়ে দেওয়া হবে তারপরেও যদি আপনি না পারেন তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা হানিফ পরিবহনে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন তারা আপনাকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দিবে টিকিট কাটার নিয়মাবলী।
হানিফ পরিবহন পিঅনলাইন টিকিট
হানিফ পরিবহনে টিকিট কাটার জন্য প্রথমে আপনাকে google ওপেন করতে হবে। প্রত্যেকের মোবাইলে গুগল এবং ক্রোম ব্রাউজার নামক দুইটি অ্যাপস রয়েছে এই দুইটি অ্যাপের মধ্যে যেকোনো একটি অ্যাপ ওপেন করুন
আমরা গুগল ওপেন করলাম। গুগল ওপেন করে সার্চ করুন hanif bus online ticket অথবা এই লিংকে ক্লিক করুন। এখানে ক্লিক করুন

ওয়েবসাইটটি ওপেন করলে আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে যেখানে প্রথমে লিখা থাকবে from তারপর লিখা থাকবে to অর্থাৎ আপনি কোথায় থেকে কোথায় যেতে যাচ্ছেন প্রথমে যেখানে লেখা রয়েছে from সেখানে আপনার বর্তমান জেলা অথবা বিভাগের নাম লিখুন।
যেমন আমি বর্তমান সময়ে রয়েছি রাজশাহীতে এবং আমি যেতে চাই রাজশাহী থেকে সিলেটে। এইজন্য from অপশনে দিয়েছি রাজশাহী এবং to ওখানে দিয়েছি সিলেট। অর্থাৎ আমি রাজশাহী থেকে সিলেটে যেতে চাই হানিফ বাস পরিবহন এর মাধ্যমে।
তারপর আপনি কত তারিখে যেতে চান সেই তারিখটি বেছে নিতে হবে। যেমন আমি দিয়েছি 17 তারিখে যেতে চাই। চেষ্টা করবেন আপনি তিন থেকে চার দিন আগে টিকিট কেটে রাখার এতে ভাড়া কম হয় আবার সহজে ভালো সিট পাওয়া যায়।
তারপর নিচে দেখুন search buses নামক একটি বাটন রয়েছে তার ওপরে ক্লিক করুন।

search buses বাটনে ক্লিক করার পর আমার সামনে এমন একটি অপশন চলে এসেছে অর্থাৎ ১৭ তারিখে রাজশাহী থেকে সিলেটগামী একটি বাস রয়েছে যেখানে ভাড়া দেখাচ্ছে ১২০০ টাকা এবং সময় দেখাচ্ছে সন্ধ্যা সাতটা। দেখুন নিচে লেখা রয়েছে starting point rajshahi এবং এন্ডিং পয়েন্ট সিলেট।
আরো পড়ুন: এই ৮টি ওয়েবসাইট থেকে গ্যারান্টি সহ ইনকাম শুরু হবে আজ থেকেই
অর্থাৎ এই বাসটি রাজশাহী থেকে শুরু হবে এবং সিলেটে যেয়ে পৌঁছাবে। এবার আমরা ক্লিক করব view seats নামক বাটন এর ওপর এখানে আপনি আপনার ইচ্ছা অনুসারে যে কোন সিট বেছে নিতে পারবেন আপনি চাইলে সামনের দিকে সিট বেছে নিতে পারবেন অথবা আপনি চাইলে পিছের দিকে কিংবা মাঝ বরাবর সিট বেছে নিতে পারবেন।

আমরা সামনের তিন নাম্বার সিটি বেছে নিয়েছি এখানে দেখা যাচ্ছে যে প্রায় শুধুমাত্র দুইটা সিট বুক করা রয়েছে আর কোন সিট বুক করা নেই। এভাবে আপনি যে কোন সিট বুক করে রাখতে পারবেন। তারপর সিট বুক করা হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করুন।

নিচের দিকে স্ক্রল করলে আপনি এমন একটি অপশন দেখতে পারবেন যেখানে আপনি আপনার bus point বেছে নিতে পারবেন। যেমন আমরা আমাদের নিকটবর্তী rajshahi bus point বেছে নিয়েছি এখানে দেখাচ্ছে যে রাজশাহী থেকে সিলেটগামী বাসের ভাড়া বারোশো টাকা। নিচের কন্টিনিউ নামক বাটন এর উপর ক্লিক করুন।

এখানে যদি আপনার কোন কিউপন কোড থাকে তাহলে কিউপন কোড বসিয়ে এপ্লাই করতে পারবেন তাহলে ভাড়া অনেকটা কমে যাবে আর যদি কৃপণ কোড না থাকে তাহলে ইগনোর করে নিতে স্ক্রল করুন।

আপনি যদি ব্যাংকের মাধ্যমে কিংবা নগদ বিকাশ রকেটের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে card or internet banking বাটন এর ওপরে ক্লিক করুন তাহলে আপনার সামনে নিচে এমন সবুজ একটি বাটন তৈরি হবে proceed to pay।
তারপর নিচের সবুজ বটন এর ওপর ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন অথবা নগদর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন কিংবা আরো অন্যান্য যে কোন মাধ্যমে আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন।
তারপর আপনাকে একই টিকিট দেওয়া হবে সেই টিকিট দিয়ে আপনি অনলাইনে ডাউনলোড করে নিন। ব্যাস আপনি সফলভাবে অনলাইনে হানিফ বাস পরিবহন এর টিকিট কাটতে সক্ষম হয়েছেন। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন কিভাবে হানিফ পরিবহন অনলাইন টিকিট কাটতে হয়। এবার চলুন দেখে আসি হানিফ পরিবহন অনলাইন টিকিট কক্সবাজার।
হানিফ পরিবহন অনলাইন টিকিট কক্সবাজার
আপনি কি হানিফ পরিবহন এর সাহায্যে কক্সবাজারে যেতে চাচ্ছেন তাহলে আপনি একদম সঠিক জায়গাতে এসেছেন। আপনি চাইলে সরাসরি অফলাইন পদ্ধতিতেও টিকিট কাটতে পারবেন অথবা এই নিয়মে অনলাইনে টিকিট কাটতে পারবেন।
হানিফ বাস পরিবহনে কক্সবাজার এর টিকেট কাটার জন্য আবারো একইভাবে হানিফ পরিবহনের অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করুন উপরে দেখুন একটি লিংক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করুন।

যদি আপনি কক্সবাজারে যেতে চান তাহলে প্রথমে আপনি যে জেলায় থাকেন সেই জেলার নাম উল্লেখ করুন তারপর আপনি যেখানে যেতে চান যেমন কক্সবাজারে ,,,কক্সবাজার লিখুন। যেমন আমরা বর্তমানেই রয়েছি ঢাকাতে তাই ঢাকা থেকে কক্সবাজার যেতে যাচ্ছি অতএব প্রথমে দিয়েছি ঢাকা তারপর দিয়েছি কক্সবাজার।
এবার একটি ডেট সিলেক্ট করুন আপনি কক্সবাজারে যেতে চাচ্ছেন সেই ডেটটি নিচের ডেট অফ জার্নি বাটনে ক্লিক করে নির্বাচন করে ফেলুন তারপর নিচে দেখুন সার্চ বাসেস নামক একটি অপশন দেওয়া রয়েছে তার ওপরে ক্লিক করে দেখে নিন কোন টিকিট ফাঁকা রয়েছে।

এখানে আমরা একই দিকে দেখতে পাচ্ছি ১০০০ টাকা মূল্যের। ঢাকা হতে কক্সবাজারে বাস ভাড়া হচ্ছে এক হাজার টাকা হানিফ বাস পরিবহনে এই বাসটি শুরু হবে ভোর ছয়টা ত্রিশ মিনিট থেকে এবং পৌঁছাবে দুপুর ২:০১ মিনিটে। এবার আগের মতই view seats নামক অপশনে ক্লিক করে সিট গুলো দেখে নিন আপনি আপনার ইচ্ছা অনুসারে পেট বেছে নিতে পারবেন তারপর বিকাশে পেমেন্ট করে টিকিট কেটে ফেলুন।
প্রিয় পাঠক আশা
করছি আপনারা বুঝতে পেরেছেন হানিফ পরিবহন অনলাইন টিকিট কক্সবাজার সম্পর্কে কিভাবে আপনারা কক্সবাজারের টিকিট কাটবেন কিভাবে বরিশালের টিকিট কাটবেন আবার কিভাবে কুষ্টিয়া সহ চট্টগ্রাম পাবনা সিলেট যেকোনো জায়গার টিকিট আপনার কাটতে পারবেন ওপরের এই নিয়মগুলো অনুসরণ করে।
আরো পড়ুন: মানবিক বিভাগের সেরা সাবজেক্ট এর তালিকা কোন সাবজেক্ট পড়লে কি হওয়া যায়
বাংলাদেশের প্রতিটি প্রান্তেই হানিফ বাস পরিবহন চলাচল করে তাই নিঃসন্দেহে এবং নির্দ্বিধায় উপরের উপায় অনুসরণ করে আপনারা দ্রুত টিকিট কেটে ফেলুন। আর যদি টিকিট কাটতে প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন অথবা আপনি সরাসরি হানিফ বাস পরিবহনের হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারেন।
লেখকের শেষ কথা প্রিয় পাঠক বৃন্দ গণ আজকের এই আর্টিকেলে আমরা আলোচনা করলাম হানিফ পরিবহন এর সুবিধা হানিফ বাস পরিবহন এর অনলাইন টিকিট কাটার নিয়ম গুলো কিভাবে হানির পরিবহন অনলাইন টিকিট কাটবো কক্সবাজারের জন্য সিলেটের জন্য এবং আরো অন্যান্য জেলার জন্য।।
হানিফ পাক পরিবহনের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে যে আপনারা সবচেয়ে অল্প মূল্যের মধ্যে এবং সবচেয়ে দ্রুত গতিতে যে কোন জেলায় কিংবা আপনার গন্তব্যতে পৌঁছাতে পারবেন। যেমন আপনি যদি কক্সবাজার যেতে চান চট্টগ্রাম যেতে চান ঢাকা যেতে চান কিংবা সিলেট বগুড়ায় যেতে চান তাহলে অনলাইনে ওপরের এই নিয়মগুলো অনুসরণ করে হানিফ বাস পরিবহনের টিকিট কাটতে পারবেন।
আপনার ইচ্ছা অনুসারে সিট বেছে নিতে পারবেন। হানিফ পরিবহনে এসি সিট সহ নন এসি সিট রয়েছে। বাজেট কম থাকলে নন এসিটিক নিতে পারবেন আর বাজেট ভালো থাকলে এসি সিট নির্বাচন করতে পারবেন। প্রিয় পাঠক আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন হানিফ পরিবহনে অনলাইন টিকিট কাটার নিয়ম গুলো এবং হানিফ পরিবহনে অনলাইন টিকিট কাটতে আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আজকের এই আর্টিকেলটি ভালো লেগে থাকলে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।